Friday, March 15, 2013

এইচ এস সি পরীক্ষা ২০১৩ (চূড়ান্ত মডেল-০১): অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল প্রথমপত্র


এইচ এস সি পরীক্ষা ২০১৩ (চূড়ান্ত মডেল-০১)  
অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল প্রথমপত্র
(অর্থনীতি)
সময় - ৩ ঘন্টা                   
পূর্ণমান - ১০০

[দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।]


ক বিভাগ

নম্বর

1.        
সুযোগ ব্যয় কী? একটি উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা কর।
৪+৮=১২

অথবা,


মানব জীবনের অর্থনৈতিক সমস্যা সমাধানের বিভিন্ন কর্মপর্যায়গুলো বর্ণনা কর।

2.       
রেখার ঢাল বলতে কী বুঝায়? তুমি কিভাবে একটি সরল রেখার ঢাল নির্ণয় কর।    
৪+৪+৪=১২

অথবা,


চাহিদার স্থিতিস্থাপকতা কী? স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য দেখাও।  
১২
3.       
মূলধন গঠন বলতে কী বুঝায়? মূলধন গঠন কী কী বিষয়ের ওপর নির্ভর কর।
৪+৮=১২

অথবা,


পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য কীভাবে নির্ধারিত হয় তা ব্যাখ্যা কর।  
১২
4.       
সমালোচনাসহ জাতীয় আয় বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বটি ব্যাখ্যা কর।
১২

অথবা,


আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য কী? প্রকৃত মজুরি কী কী বিষয়ের উপর নির্ভর করে?
৫+৭=১২


নম্বর
5.       
সরকারী অর্থব্যবস্থা কাকে বলে? সরকারী অর্থব্যবস্থা ও ব্যক্তিগত অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য নির্দেশ কর।
৪+৮=১২

অথবা,


আন্তর্জাতিক বাণিজ্যের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক বাণিজ্য ও অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পার্থক্য নির্দেশ কর।


খ বিভাগ

6.       
উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে? 

অথবা,


গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় বলতে কী বোঝায়?

7.       
বাংলাদেশের স্বল্প মাথাপিছু আয়ের কারণগুলো কী?

অথবা,


সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে সম্পর্ক কী?

8.       
ব্যবহারিক মূল্য ও বিনিময় মূল্যের মধ্যে পার্থক্য কী?

অথবা,


মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ কাকে বলে?

9.       
দ্রব্য বিনিময় প্রথা কাকে বলে

অথবা,


শ্রম বিভাগ কাকে বলে?

10.   
শিল্পের স্থানীয়করণ কাকে বলে?

অথবা,


অর্থনীতিতে বাজার বলতে কী বুঝায়?

11.    
খাজনা কেন দেয়া হয়?

অথবা,


স্বাভাবিক মুনাফা ও অস্বাভাবিক মুনাফার মধ্যে পার্থক্য কী?

12.    
ভোক্তার উদ্বৃত্ত বলতে কী বোঝায়?  

অথবা,


উৎপাদনের উপরকরণগুলো কী কী?

13.   
প্রত্যক্ষ ও পরোক্ষ কর বলতে কী বোঝায়?

অথবা,


অবাধ বাণিজ্য ও সংরক্ষণের মধ্যে পার্থক্য কী? 



....

No comments:

Post a Comment