Showing posts with label Economics 1st Paper. Show all posts
Showing posts with label Economics 1st Paper. Show all posts

Wednesday, October 15, 2014

অর্থনীতি - ১ম পত্র (একাদশ -দ্বাদশ শ্রেণি)



অর্থনীতি - ১ম পত্র

প্রশ্ন: মিশ্র অর্থব্যবস্থা বলতে কী বোঝায়?
উত্তর: যে অর্থব্যবস্থায় বেসরকারি উদ্যোগ ও সরকারি উদ্যোগ পাশাপাশি অবস্থান করে, তাকে মিশ্র অর্থব্যবস্থা বলা হয়। মিশ্র অর্থনীতি মূলত ধনতান্ত্রিক অর্থনীতি ও সমাজতান্ত্রিক অর্থনীতির সংমিশ্রণ। এ অর্থনীতিতে ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক উভয় অর্থনীতির কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে। ধনতান্ত্রিক অর্থনীতি বা সমাজতান্ত্রিক অর্থনীতি যে অর্থনীতির কথাই বলি না কেন কোনো অর্থনীতিই ত্রুটিমুক্ত নয়। তাই অনেক দেশই অর্থনৈতিক সমস্যা সমাধানে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করে থাকে। মিশ্র অর্থনীতিতে বেসরকারি খাতের ওপর কতগুলো কাজ ছেড়ে দেওয়া হয়। আবার অনেক খাতের ওপর সরকারি নিয়ন্ত্রণ বজায় রাখা হয়। বাংলাদেশে মিশ্র অর্থনীতি বিরাজমান।

প্রশ্ন: সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলতে কী বোঝো?
উত্তর: যে অর্থব্যবস্থায় সম্পদ ও উৎপাদনের উপাদানসমূহের ওপর সরকারি মালিকানা বজায় থাকে বা কোনো ব্যক্তিমালিকানার অস্তিত্ব থাকে না, তাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। এ ক্ষেত্রে দেশের সম্পদ এবং উৎপাদনের উপাদানসমূহের মালিকানা সমগ্র সমাজ বা রাষ্ট্রের হাতে ন্যস্ত থাকে। সমাজতান্ত্রিক অর্থনীতিতে দেশ কলকারখানা, খনি, খেতখামার প্রভৃতির ওপর সামাজিক বা রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত হয়। এক কথায় দেশের জনগণ বা রাষ্ট্রই হলো দেশের সব সম্পদের মালিক। সমাজতান্ত্রিক অর্থনীতিতে রাষ্ট্র বা রাষ্ট্র কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ সামাজকল্যাণে উৎপাদন, বণ্টন এবং ভোগ নিয়ন্ত্রিত হয়। এই অর্থব্যবস্থাকে পরিকল্পিত অর্থব্যবস্থাও বলা হয়।

প্রশ্ন : ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে?
উত্তর: ব্যষ্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হলো Micro Economics-এর প্রতিশব্দ। Micro-এর অর্থ হলো ক্ষুদ্র। এটি গ্রিক শব্দ Mikros থেকে এসেছে। ব্যষ্টিক অর্থনীতিকে ক্ষুদ্র বা আংশিক দিক থেকে আলোচনা করা হয়। এটি অর্থনীতির অংশবিশেষ আলোচনা। ব্যষ্টিক অর্থনীতি একটি ফার্ম বা একটি ব্যবসার সম্পূর্ণ পৃথকভাবে আলোচনা করা হয়। যেমনএকটি ফার্মের উৎপাদিত দ্রব্যের পরিমাণ, মুনাফার পরিমাণ, মূলধন ব্যবহার প্রভৃতি নিয়ে ব্যষ্টিক অর্থনীতি আলোচনা করে থাকে। তদ্রূপ একজন মানুষ কীভাবে বিভিন্ন দ্রব্য ক্রয়ে তার অর্থ ব্যয় করে থাকে, এ বিষয়েও ব্যষ্টিক অর্থনীতি আলোচনা করে থাকে। জেমস এম হেন্ডারসন ও রিচার্ড ই কোয়ান্টের ভাষায়, ‘ব্যষ্টিক অর্থনীতি হলো ব্যক্তির এবং সুনির্দিষ্ট ব্যক্তিবর্গের অর্থনৈতিক কার্যাবলির আলোচনা।’

উৎস: দৈনিক প্রথম আলো

Thursday, March 14, 2013

এইচ এস সি পরীক্ষা ২০১৩ (পূর্ণাঙ্গ মডেল)অর্থনীতি প্রথমপত্র

এইচ এস সি পরীক্ষা ২০১৩ (পূর্ণাঙ্গ মডেল)
বিষয় : অর্থনীতি  প্রথমপত্র 
(মানবিক বিভাগ)

সময় : ৩ ঘণ্টা 
পূর্ণমান : ১০০
[ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। একই প্রশ্নের বিভিন্ন অংশের উত্তর পর পর লেখা বাঞ্ছনীয়।]

ক-বিভাগ : রচনামূলক প্রশ্ন
১। উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কী বোঝায়? চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।                                                      ৪+৮
অথবা, 
     বাংলাদেশের স্বল্প মাথাপিছু আয়ের কারণগুলো বর্ণনা করো। কিভাবে আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি করা যায়?
২। অপেক্ষক কাকে বলে? নিম্নে প্রদত্ত অপেক্ষক হতে চাহিদা সূচি তৈরি করে চাহিদা রেখা অঙ্কন করো। P=100-2Q     ৪+৮
অথবা,
     চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে? রেখাচিত্রের সাহায্যে স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো।
৩। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। এর ব্যতিক্রমগুলো কী কী?                       ৪+৮
অথবা,
     কৃষির আধুনিকীকরণ বলতে কী বোঝায়? বাংলাদেশে কৃষির আধুনিকীকরণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
৪। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য অর্জন    রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।                                                                                                               ৬+৬
অথবা, 
     বাংলাদেশের শিল্পায়নের পথে সমস্যাগুলো কী কী? এ দেশে শিল্পায়নের উপায় আলোচনা করো।
৫। বাংলাদেশে কৃষিঋণের উৎসসমূহ কী? আমাদের দেশে কৃষিঋণ ব্যবস্থার ত্রুটিগুলো চিহ্নিত করো।                           ৪+৮
অথবা,
     সংগঠন বলতে কী বোঝায়? আধুনিক উৎপাদন ব্যবস্থায় সংগঠনের কার্যাবলি আলোচনা করো।

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্ন
৬। অর্থনীতিতে 'দুষ্প্রাপ্য' ও 'নির্বাচন' বলতে কী বোঝায়?                                                                                      ৫
অথবা, 
     ব্যাষ্টিক ও সমষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য কী? 
৭। অনুন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে পার্থক্য কী?                                                                                              ৫
অথবা, 
     অবকাঠামো বলতে কী বোঝায়? 
৮। চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্যগুলো কী কী?                                                                                                   ৫
অথবা,
     ভোক্তার উদ্বৃত্ত বলতে কী বোঝায়? 
৯। চাহিদার আড়াতাড়ি স্থিতিস্থাপকতা কী?                                                                                                          ৫
অথবা, 
       যোগানের ওপর সময়ের প্রভাব কী? 
১০। ভারসাম্য বলতে কী বোঝায়?                                                                                                                    ৫
অথবা,
       অভ্যন্তরীণ ব্যয় সংকোচ বলতে কী বোঝায়?  
১১। প্রান্তিক কৃষক বলতে কী বোঝায়?                                                                                                               ৫
অথবা,
       বাংলাদেশের কৃষিজাত পণ্য বিপণনের সমস্যাসমূহ কী কী? 
১২। একচেটিয়া বাজার বলতে কী বোঝায়?                                                                                                        ৫
অথবা,
       যৌথ মূলধনী কারবার বলতে কী বোঝায়? 
১৩। শেয়ারবাজার কী?                                                                                                                                 ৫
অথবা,
       বাংলাদেশের কুটির শিল্পের সমস্যাগুলো কী কী? 
.....