এস এস সি পরীক্ষা ২০১৩ ( চূড়ান্ত মডেল)
ব্যবসায় পরিচিতি(সৃজনশীল প্রশ্ন)
সময়-২ ঘণ্টা ১০ মিনিট পূর্ণমান-৬০
[যে কোনো ৬টি প্রশ্নের উত্তর দাও।]
১) জনাব হাসিব 'লিপটন টি হাউজ' এ চাকরির আবেদনপত্রে পরিচয়সূত্রে 'তাজা টি হাউস'-এর নাম উল্লেখ করেন। তাই 'লিপটন টি হাউজ' 'তাজা টি হাউজ'-এর কাছে একটি পত্র প্রেরণ করে।
ক. ব্যবসায় যোগাযোগ কী? ১
খ. পত্র বীমা করার কারণটি বর্ণনা করো। ২
গ. 'লিপটন টি হাউস'-এর লিখিত পত্রের ধরনটি ব্যাখ্যা কর। ৩
ঘ. হাসিব সম্পর্কে দেওয়া ' তাজা টি হাউস'-এর গৃহীত কর্মপন্থাটি ব্যবসায় ক্ষেত্রে কী ভূমিকা রাখবে? বিশ্লেষণ কর। ৪
২) সিলেটের সীমা যখন অনার্স প্রথম বর্ষের ছাত্রী তখন তার বিয়ে হয়ে যায়। লেখাপড়া করা আর হয়ে ওঠে না। নিজে কিছু করার ইচ্ছা থেকে স্বল্প পুঁজি দিয়ে শুরু করেন নার্সারি ব্যবসা। বাড়ির উঠানে গাছ-গাছড়ার চারা আবাদ করেন। তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে চারা বিক্রির জন্য নিয়োগ করেন দুটি ছেলে। মুনাফা ভালোই হতে থাকে। মুনাফা দিয়ে বাড়ির পাশের পতিত জমিতে নার্সারির পরিধি আরও বৃদ্ধি করে।
ক. শিল্প কী? ১
খ. গাছ-গাছড়ার চারা আবাদ কোন ধরনের ব্যবসা? ব্যাখ্যা কর। ২
গ. সীমার মতো তুমি একজন নার্সারি ব্যবসায়ী হলে কীভাবে নিজের ব্যবসাকে গড়ে তুলতে চেষ্টা করবে?৩
ঘ. সীমার ব্যবসায়িক সাফল্য লাভে কোন বিষয়গুলো বেশি কাজ করেছে তা বিশ্লেষণ কর। ৪
৩) বাংলাদেশ বিমানের একটি বিমান ঢাকা থেকে নিউইয়র্ক যাওয়ার পথে দুর্ঘটনায় বিধ্বস্ত হয়ে ১১ জানুয়ারি ২০১২ তারিখে বিমানের সকল যাত্রীসহ ক্রু নিহত হন। বিমানটিতে ১৫ বিদেশি নাগরিক ছিলেন। এদের সকলের কোনো না কোনো জীবন বীমা করা ছিল। নিহতদের পরিবার তাদের আর ফিরে না পেলেও তাদের জীবনের বীমাকৃত অর্থ পাবেন এমন আস্থা ও চূড়ান্ত সদিশ্বাস রয়েছে।
ক. জীবন বীমা কী? ১
খ. বীমার ক্ষেত্রে চূড়ান্ত সদিশ্বাস থাকা প্রয়োজন কেন? ২
গ. বাংলাদেশ বিমানে আরোহী যাত্রীদের কোন কোন ধরনের জীবন বীমা পত্র থাকতে পারে বর্ণনা কর। ৩
ঘ. 'বিধ্বস্ত বিমানের যাত্রীদের জীবন বীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা যাবে না'_ বিষয়টির যৌক্তিকতা নিরূপণ কর। ৪
৪) আমজাদ সাহেব একজন পাইকারি ব্যবসায়ী। তিনি উৎপাদকের কাছ থেকে মাল ক্রয় করে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রয় করেন। খুচরা বিক্রেতাদের প্রয়োজন অনুসারে পণ্য সংগ্রহ করেন। আমজাদ সাহেব পণ্য গুদামজাতকরণে যথেষ্ট সাবধানতা অবলম্বন করেন।
ক. খুচরা ব্যবসায় কী? ১
খ. 'যোগসূত্র স্থাপন' কোন্ ব্যবসায়ের একটি অন্যতম বৈশিষ্ট্য_ ব্যাখ্যা কর। ২
গ. আমজাদ সাহেবকে তুমি কোন ধরনের পাইকার বলবে_ ব্যাখ্যা কর।৩
ঘ. 'পাইকার বা মধ্যস্থকারবারি না থাকলে বৃহদায়তন উৎপাদন সম্ভব হতো না'_ আলোচনা কর। ৪
৫) কুমিল্লার ব্যবসায়ী মি. সালমান বাহক চেকের মাধ্যমে লেনদেন করেন। জনৈক পাওনাদারকে অর্থ পরিশোধের জন্য তিনি তিন লাখ টাকা লিখিত একটি চেকে স্বাক্ষর করে তার এক কর্মচারীর কাছে জমা রাখেন। কর্মচারী উক্ত টাকা আত্মসাৎ করে পালিয়ে যান। এ ঘটনার পর সালমান দাগকাটা চেকের মাধ্যমে লেনদেন করার সিদ্ধান্ত নেন।
ক. ব্যাংক কী ? ১
খ. অর্থের মাধ্যমে সঞ্চয় করা নিরাপদ কেন? ব্যাখ্যা কর। ২
গ. মি. সালমানের কর্মচারী অর্থ আত্মসাতের সুযোগ পাওয়ার কারণ ব্যাখ্যা কর। ৩
ঘ. মি. সালমানের দাগকাটা চেকের মাধ্যমে লেনদেন করার সিদ্ধান্তটির যৌক্তিকতা বিশ্লেষণ কর। ৪
৬) এইচএসসি পাসের পর ফাহিম যুব উন্নয়ন অধিদফতর থেকে হাতে কলমে শিক্ষা নিয়ে এক আত্মীয়ের কাছ থেকে মূলধন সংগ্রহ করে মোবাইল সার্ভিসিংয়ের দোকান দেয়। অল্প কিছুদিনের মধ্যে সে সফল হয় এবং এলাকার দু'জন বেকার যুবককে তার দোকানে নিয়োগ দেয়।
ক. আত্মকর্মসংস্থান কী? ১
খ. উদ্ভাবনী শক্তি উদ্যোক্তার কোন ধরনের বৈশিষ্ট্য- ব্যাখ্যা কর। ২
গ.ফাহিমের সফলতায় কোন কারণটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে? ব্যাখ্যা কর।৩
ঘ. 'আমাদের যুবসমাজের জন্য প্রয়োজন ফাহিমের মতো উদ্যোক্তা' বাংলাদেশের প্রেক্ষাপটে উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর। ৪
৭) কল্যাণপুর গ্রামের সব কৃষক উদ্যোগ নিয়ে তাদের উৎপাদিত সবজি ও ফুল মানিকগঞ্জ সদর বাজার ও ঢাকায় কারওয়ানবাজারে বাজারজাত করার জন্য একটি সংগঠন প্রতিষ্ঠা করে বেশ উপকৃত হয়। নির্দিষ্ট নিয়ম মেনে তারা সংগঠনটি প্রতিষ্ঠা করলেও মাঝে মাঝে তারা মূলধন স্বল্পতাসহ দক্ষতার অভাব ও অসহযোগিতা ইত্যাদি সমস্যার সম্মুখীন হয়ে থাকে।
ক. কী উদ্দেশ্যে ভোক্তারা 'ভোক্তা সমবায় সমিতি' গঠন করে থাকে? ১
খ. পাবলিক লিমিটেড কোম্পানির বিলোপ সাধন বলতে কী বোঝায়? ২
গ. কল্যাণপুর গ্রামের কৃষকরা কোন সংগঠন প্রতিষ্ঠা করে উপকৃত হয়েছিল তা ব্যাখ্যা কর। ৩
ঘ. প্রতিষ্ঠিত সংগঠনটি হতে কেন কল্যাণপুর গ্রামের কৃষকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর। ৪
৮) জনাব আসলাম একজন ফরমায়েশদাতা। বিক্রেতা রায়হান মাল প্রেরণের পরপরই ফরমায়েশদাতা আসলামকে মাল প্রেরণের সংবাদ দিয়ে একটি পত্র লেখেন। ক্রেতা মাল প্রাপ্তির পর বিক্রেতাকে মূল্য পরিশোধের ব্যবস্থা গ্রহণ করেন।
ক. চালান পত্র কাকে বলে? ১
খ. ক্রেতা-বিক্রেতাকে কয়টি উপায়ে মালের মূল্য পরিশোধ করতে পারে_ ব্যাখ্যা কর। ২
গ. জনাব রায়হানের চালান পত্রটি রচনা করে দেখাও। ৩
ঘ. জনাব রায়হানের পাঠানো মালের মধ্যে চার বেল কাপড় ত্রুটিপূর্ণ_ এক্ষেত্রে ক্রেতা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে তুমি মনে কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। ৪
৯) রিয়ন ও রিমন একটি ব্যবসার দু'জন অংশীদার। যৌথভাবে ব্যবসা পরিচালনা করলেও বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। তাই ব্যবসায়ী মালিক সমিতির মধ্যস্থতায় উভয়কে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন করে স্বতন্ত্রভাবে ব্যবসা করার জন্য বললেন। তবে মূলধন ভাগ হয়ে গেলেও ব্যবসা চালাতে সমস্যা হবে বিধায় তারা একটি চুক্তিপত্র সম্পাদন ও তা মেনে চলার অঙ্গীকারবদ্ধ হন।
ক. অংশীদারি ব্যবসা কী? ১
খ. 'অংশীদারি ব্যবসার মূল ভিত্তি চূড়ান্ত সদ্বিশ্বাস'- ব্যাখ্যা কর ২
গ. ভবিষ্যতে মতবিরোধ এড়াতে রিয়ন ও রিমন চুক্তিপত্রে কী কী বিষয় অন্তর্ভুক্ত করতে পারে? ৩
ঘ. অংশীদারি ব্যবসাকে একমালিকানা ব্যবসা না করে তারা কী কী সুবিধা পেতে পারে তা বিশ্লেষণ কর। ৪
........
No comments:
Post a Comment