Thursday, April 4, 2013

হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র : MCQ


মডেল প্রশ্ন(পূনাঙ্গা)
বহুনির্বাচনি প্রশ্নাবলি(MCQ)
হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র
শ্রেণি: দ্বাদশ

১. বাণিজ্যিক বিনিময় বিলের অনুগ্রহ দিবস কয় দিন?
[ক] এক 
[খ] দুই 
[গ] তিন 
[ঘ] চার

২.  প্রাপ্তি ও প্রদান হিসাব হল এমন একটি হিসাব -
i.       যার বাম দিকে যাবতীয় নগদ প্রাপ্তি দেখানো হয় 
ii. যার ডান দিকে যাবতীয় নগদ পরিশোধ দেখানো হয় 
iii. যা সাধারণ বছরান্তে তৈরি করা হয় 
নিচের কোনটি সঠিক
[ক] i ii 
[খ] i iii 
[গ] ii iii 
[ঘ] i, ii iii 
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে: 
x ক্লাবের কয়েকটি তথ্য নিচে দেয়া হল: 

২০০৬ খ্রি:
২০০৭ খ্রি:
ক্লাবের সদস্য সংখ্যা
১০০ জন
১৫০ জন
ব্যয়াতিরিক্ত আয়
 ১১,৫০০ টাকা
৩০,০০০ টাকা

২০০৭ সালের শুরুতে মোট সম্পত্তির পরিমাণ ছিল ৩০,০০০ টাকা এবং দায়ের পরিমাণ ছিল ২,০০০ টাকা। মাসিক ৫০০ টাকা সম্মানীর হিসাবরক্ষক ২০০৭ সালের ১ জানুয়ারি তারিখ থেকে বিনা সম্মানীতে কাজ করতে সম্মত হয়। 
৩. x ক্লাবের ২০০৭ সালের প্রারম্ভিক মূলধন তহবিল কত
[ক] ২৮,০০০ টাকা 
[খ] ৩০,০০০ টাকা 
[গ] ৩২,০০০ টাকা 
[ঘ] ৩৪,০০০ টাকা 
৪.  x ক্লাবের ব্যয়াতিরিক্ত আয় ২০০৭ সালে উল্লেখযোগ্য হারে বেশি হওয়ার কারণ- 
i. ব্যয় সংকোচন 
ii. সদস্য সংখ্যা বৃদ্ধি 
iii. ধনাঢ্য ব্যবসায়ী হতে অনুদান প্রাপ্তি 
নিচের কোনটি সঠিক
[ক] i ii 
[খ] i iii 
[গ] ii iii 
[ঘ] i, ii iii 
৫. অব্যবসায়ী প্রতিষ্ঠানের মোট সম্পত্তি ও মোট বর্হিদায়ের পার্থক্যকে কী বলে
[ক] বিশেষ তহবিল 
[খ] মূলধন তহবিল 
[গ] সঞ্চিতি তহবিল 
[ঘ] ত্রাণ তহবিল 
৬. মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদাহরণ হলো- 
i. আইনজীবি ও ডাক্তারদের সংগঠন 
ii. কলেজ ও বিশ্ববিদ্যালয় 
iii. প্রকৌশলী ও চাটার্ট একাউনট্যান্টস সমিতি 
নিচের কোনটি সঠিক
[ক] i ii 
[খ] i iii 
[গ] ii iii 
[ঘ] i, ii iii 
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে: 
২০১২ সালের ৩১ ডিসেম্বর তারিখে কর্ণফুলি টেডার্স এর বিবিধ দেনাদারের পরিমাণ ৮০,০০০ টাকা। এ বছর মোট ৫,০০০ টাকা অনাদায়ী পাওনা হিসাবে অবলোপন করা হয় এবং দেনাদারের উপর ৫% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি ও ২% হারে বাট্টা সঞ্চিতি রাখার সিদ্ধান্ত নেয়া হয়। 
৭. অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ কত
[ক] ,৫০০ টাকা 
[খ] ,৭৫০ টাকা 
[গ] ,০০০ টাকা 
[ঘ] ,০০০ টাকা 
৮. দেনাদারের বাট্টা সঞ্চিতির ব্যবস্থা করা হলে চূড়ান্ত হিসাবে - 
i. সম্পত্তি হ্রাস পাবে 
ii. মুনাফা হ্রাস পাবে 
iii. দায় বৃদ্ধি পাবে 
নিচের কোনটি সঠিক
[ক] i ii 
[খ] i iii 
[গ] ii iii 
[ঘ] i, ii iii 
৯. ভবিষ্যত অনাদায়ী পাওনা জনিত ক্ষতি পূরণের জন্য আয়ের যে অংশ আলাদাভাবে রাখা হয় তাকে কী হয়
[ক] অনাদায়ী পাওনা সঞ্চিতি 
[খ] অনাদায়ী পাওনা 
[গ] পাওনাদার বাট্টা সঞ্চিতি 
[ঘ] সাধারণ সঞ্চিতি 
১০. অনাদায়ী পাওনা সঞ্চিতি প্রতিষ্ঠানের একটি - 
i. অন্তর্দায় 
ii. বহির্দায় 
iii. অগ্রিম ব্যবস্থা 
নিচের কোনটি সঠিক
[ক] i ii 
[খ] i iii 
[গ] ii iii 
[ঘ] i, ii iii 
নিচের অনুচ্ছেদ পড় এবং ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও: 
সায়হাম কটন লি: ২০০৯ সালের ৩০ জুন তারিখে ৪,০০,০০০ টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করে। পরিবহন খরচ ১০,০০০ টাকা ও সংস্থাপন ব্যয় বাবদ ২০,০০০ টাকা নির্বাহ করা হয়। কোম্পানি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক ২০% হারে অবচয় ধার্য করে। প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাবকাল শেষ হয়। 
১১. ২০১০ সালের ৩১ ডিসেম্বর তারিখে বার্ষিক অবচয়ের পরিমাণ কত হবে
[ক] ৩৪,৪০০ টাকা 
[খ] ৪৩,০০০ টাকা 
[গ] ৭৭,৪০০ টাকা 
[ঘ] ৮৬,০০০ টাকা 
১২. অবচয় সঞ্চিতি হিসাবে অবচয় হিসাবভুক্ত হলে প্রতি বছর- 
i. অবচয় সঞ্চিতি হিসাবের উদ্বৃত্ত বৃদ্ধি পাবে 
ii. যন্ত্রপাতি হিসাবের উদ্বৃত্ত একই রকম থাকবে 
iii. বাৎসরিক অবচয়ের পরিমাণ একই রকম থাকবে 
নিচের কোনটি সঠিক
[ক] i ii 
[খ] i iii 
[গ] ii iii 
[ঘ] i, ii iii 
১৩. সাধারণ অংশীদারি ব্যবসায়ের সবোর্চ্চ সদস্য সংখ্যা কত জন হবে
[ক]  
[খ] ১০ 
[গ] ২০ 
[ঘ] ৫০ 
১৪. অবচয় হলো - 
i. অদৃশ্যমান লেনদেন 
ii. অনগদ লেনদেন 
iii. দৃশ্যমান লেনদেন 
নিচের কোনটি সঠিক
[ক] i ii 
[খ] i iii 
[গ] ii iii 
[ঘ] i, ii iii 
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে: 
একটি কোম্পানি ২০১২ সালের ১ জানুয়ারি তারিখে ৪০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করে এবং উক্ত মেশিনের সংস্থাপন ব্যয় বাবদ ১০,০০০ টাকা ব্যয় করা হয়। মেশিনের আনুমানিক আয়ুস্কাল ৮ বৎসর। ৮ বৎসর শেষে তার আনুমানিক ভগ্নাবশেষ মূল্য ধরা হয় ২,০০০ টাকা। প্রতি বৎসর ৩১ ডিসেম্বর তারিখে হিসাবকাল শেষ হয়। 
১৫. সরলরৈখিক পদ্ধতিতে মেশিনটির বার্ষিক অবচয় কত হবে
[ক] ,৭৫০ টাকা 
[খ] ,০০০ টাকা 
[গ] ,০০০ টাকা 
[ঘ] ,৫০০ টাকা 
১৬. অবচয় হিসাবভুক্ত করা না হলে কারবারের নিট মুনাফা- 
i. বৃদ্ধি পাবে 
ii. হ্রাস পাবে 
iii. অপরিবর্তিত থাকবে 
নিচের কোনটি সঠিক
[ক] i 
[খ] ii 
[গ] iii 
[ঘ] i iii 
১৭. কত সালের অংশীদারী আইন অনুযায়ী অংশীদারি কারবার গঠিত ও পরিচালিত হয়
[ক] ১৮৮২ 
[খ] ১৯১৩ 
[গ] ১৯৩২ 
[ঘ] ১৯৯৪ 
১৮. অংশীদারি কারবারের স্থিতিশীল মূলধন পদ্ধতিতে- 
i. মূলধন হিসাব রাখা হয় 
ii. চলতি হিসাব রাখা হয় 
iii. উত্তোলন হিসাব রাখা হয় 
নিচের কোনটি সঠিক
[ক] i ii 
[খ] i iii 
[গ] ii iii 
[ঘ] i, ii iii 
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও: 
জনাব রহমান একজন উৎপাদনকারী। তার প্রতিষ্ঠানের খরচ ও আয়গুলো নিম্নরূপ:
মুখ্য ব্যয়
৮০,০০০ টাকা
কারখানা উপরিব্যয়
২০,০০০ টাকা
অফিস উপরিব্যয়  
,০০০ টাকা
বিক্রয় মূল্য
,৫০,০০০ টাকা


১৯. জনাব রহমানের প্রতিষ্ঠানের মুনাফা কত?
[ক] ৩০,০০০ টাকা
[খ] ৪০,০০০ টাকা
[গ] ৫০,০০০ টাকা
[ঘ] ৬০,০০০ টাকা
২০. অফিস উপরিব্যয় ১০% বৃদ্ধি পেলে-
i. বিক্রীত পণ্যের ব্যয় বৃদ্ধি পাবে
ii. অফিস ও প্রশাসনিক উপরিব্যয় বৃদ্ধি পাবে
iii. নিট মুনাফা হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ii
[খ] i iii
[গ] ii iii
[ঘ] i, ii iii
২১. হিসাববিজ্ঞানের যে শাখায় পণ্য ও সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যয় সংক্রান্ত যাবতীয় তথ্যাদি সংরক্ষণ ও উপস্থাপন করা হয় তাকে কী বলে?
[ক] আর্থিক হিসাববিজ্ঞান
[খ] ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান
[গ] উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান
[ঘ] মানবসম্পদ হিসাববিজ্ঞান
২২. খরচ বলতে বোঝায়-
i. রাজস্ব জাতীয় ত্যাগ স্বীকার
ii. সুবিধা লাভের বিনিময়ে নগদ মূল্য পরিশোধ
iii. মূল্য ত্যাগের বিনিময়ে মুনাফা প্রাপ্তি
নিচের কোনটি সঠিক?
[ক] i ii
[খ] i iii
 
[গ] ii iii
[ঘ] i, ii iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে:
রিমি লি: একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানের তথ্যাবলি নিম্নরূপ:
 
মুখ্য ব্যয়                                    ১,২০,০০০টাকা
কারখানা উপরি ব্যয়                        ১২,০০০ টাকা
বিক্রয় উপরিখরচ:                উৎপাদন ব্যয়ের ২০%
বিক্রয়                                      ২,০০,০০০ টাকা

২৩. রিমি লি: এর উৎপাদন ব্যয় কত? 
[ক] ,৩২,০০০ টাকা
[খ] ,৪৫,০০০ টাকা
[গ] ,৫৫,০০০ টাকা
[ঘ] ,৬৫,০০০ টাকা
২৪. কারখানা উপরিখরচ ১০% বৃদ্ধি করা হলে এবং বিক্রয় উপরিখরচ ৫% হ্রাস করা হলে প্রতিষ্ঠানের বিক্রয়ের উপর লাভ নির্ণয়ে কী প্রভাব পড়বে?
[ক] লাভ বৃদ্ধি পাবে
[খ] লাভ হ্রাস পাবে
[গ] লাভ স্থির থাকবে
[ঘ] ক্ষতি হবে
২৫. শেয়ার প্রধানত: কত প্রকার?
[ক] 
[খ] 
[গ] 
[ঘ] 
২৬. বাজেয়াপ্ত শেয়ার পুন:বিলির পর শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাবের উদ্বৃত্ত টাকা কোন হিসাবে স্থানান্তর হবে?
[ক] মুনাফা সঞ্চিতি
[খ] মূলধন সঞ্চিতি
[গ] সাধারণ সঞ্চিতি
[ঘ] সঞ্চিতি মূলধন
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে:
ABC লি: কোম্পানি প্রতিটি ১০ টাকা মূল্যের ৫,০০০ শেয়ার ১ টাকা অবহারে আবেদনে ২ টাকা, আবন্টনে ২ টাকা(অবহার সমন্বিত) এবং তলবে ৫ টাকা আদায়ের উদ্দেশ্যে পত্রিকায় বিবরণপত্র প্রচার করে। ১,০০০ অতিরিক্ত আবেদনের টাকা শেয়ার আবন্টন হিসাবের সাথে সমন্বয় করা হল। সব কিস্তির টাকা পাওয়া গেল।
২৭. আবন্টন জারী করা হলে কতটাকা ব্যাংক হিসাবে ডেবিট হবে?
[ক] ,০০০
[খ] ১০,০০০
[গ] ১২,০০০
[ঘ] ১৫,০০০
২৮. ABC লি: এর অবহারে শেয়ার ইস্যুর কারণে-
i. আদায়কৃত মূলধন কমবে
ii. তরল সম্পত্তি কমবে
iii. অলীক সম্পত্তি বাড়বে
নিচের কোনটি সঠিক?
[ক] i ii
[খ] i iii
 
[গ] ii iii
 
[ঘ] i, ii iii
 
29.
শেয়ার মূলধনের যে অংশটুকু বিলোপ সাধনের সময় তলব করা হয় তাকে কী বলা হয়?
[ক] সঞ্চিত মূলধন
 
[খ] মূলধন সঞ্চিতি
 
[গ] তলবকৃত মূলধন
 
[ঘ] পরিশোধিত মূলধন
 
30.
শেয়ার অধিহার হলো- 
i. মূলধন জাতীয় লাভ
 
ii. শেয়ারের অভিহিত মূল্যের চেয়ে বর্ধিতমূল্য
 
iii. মুনাফা জাতীয় লাভ
 
নিচের কোনটি সঠিক?
 
[ক] i ii
 
[খ] i iii
 
[গ] ii iii
 
[ঘ] i, ii iii
 
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে:
 
একটি কোম্পানির নিবন্ধিত মূলধন ৫,০০,০০০ টাকা, যা প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারে বিভক্ত। ইস্যুকৃত মূলধন ২,০০,০০০ টাকা, তলবকৃত মূলধন ১,৬০,০০০ টাকা, বকেয়া তলব ১২,০০০ টাকা এবং অগ্রিম তলব ১০,০০০ টাকা।
 

31.
কোম্পানির আদায়কৃত মূলধন কত? 
[ক] ১,৪৮,০০০ টাকা
 
[খ] ১,৫৮,০০০ টাকা
 
[গ] ১,৬২,০০০ টাকা
 
[ঘ] ১,৮৮,০০০ টাকা
 
32.
,০০০ শেয়ার ২ টাকা অধিহারে বিলি করা হলে কোম্পানির উদ্বৃত্তপত্রে - 
i. আদায়কৃত মূলধন ৫০,০০০ টাকা বৃদ্ধি পাবে
 
ii. শেয়ার অধিহার ১০,০০০ টাকা সৃষ্টি হবে
 
iii. ব্যাংক উদ্বৃত্ত ৬০,০০০ টাকা বৃদ্ধি পাবে
 
নিচের কোনটি সঠিক?
 
[ক] i ii
 
[খ] i iii
 
[গ] ii iii
 
[ঘ] i, ii iii
 
33.
কোন সালের কোম্পানি আইন অনুযায়ী যৌথমূলধনী কোম্পানি গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়? 
[ক] ১৯১৩
 
[খ] ১৯৩২
 
[গ] ১৯৯১
 
[ঘ] ১৯৯৪
 
34.
কোনটি পরোক্ষ ব্যয়? 
[ক] ড্রইং অফিসের বেতন
 
[খ] ডক চার্জ
 
[গ] সুপারভাইজারের বেতন
 
[ঘ] কাউন্টিং হাউজের বেতন
 
35.
মি. আমানের ব্যবসায়ের ২০১২ সালের ৩১ ডিসেম্বর তারিখে বিক্রয় ১,৮০০ টাকা, প্রারম্ভিক মজুদ ২৫০ টাকা, সমাপনী মজুদ ১৭০ টাকা এবং বিক্রয় পরিবহন ১০০ টাকা হলে বিক্রীত পণ্যের ব্যয় কত? 
[ক] ১,৪৯০ টাকা
 
[খ] ১,৬৬০ টাকা
 
[গ] ১,৬৯০ টাকা
 
[ঘ] ১,৮৩০ টাকা
 
36.
মেঘনা কোম্পানি লি: এর ২০১২ সালের ৩১ ডিসেম্বর তারিখে বিজ্ঞাপন হিসাবের উদ্বৃত্ত ছিল ৮,০০০ টাকা। ২,০০০ টাকার পণ্য ভোক্তাদের নিকট বিনামূল্যে বিতরণ করা হয়, যা হিসাবভুক্ত হয়নি। 
পণ্য বিতরণ হিসাবভুক্ত করা হলে-
 
i. ক্রয়ের পরিমাণ হ্রাস পাবে
 
ii. বিজ্ঞাপন খরচ বৃদ্ধি পাবে
 
iii. ভবিষ্যতে বিক্রয় বৃদ্ধি পাবে
 
নিচের কোনটি সঠিক?
 
[ক] i ii
 
[খ] i iii
 
[গ] ii iii
 
[ঘ] i, ii iii
 
37. উৎসের ভিত্তিতে অনুপাতকে প্রধানত: কয়ভাগে করা হয়?
 
[ক] ২
 
[খ] ৩
 
[গ] ৪
 
[ঘ] ৫
 
38.
নিচের কোনটি চলতি দায়? 
[ক] বিবিধ পাওনাদার
 
[খ] ঋণপত্র
 
[গ] অগ্রিম তলব
 
[ঘ] সম্ভাব্য দায়
 
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৯ নং প্রশ্নের উত্তর দাও:
 
x লি: ২০১২ সালের ৩১ ডিসেম্বর তারিখে সম্পত্তি ও দায়ের উদ্বৃত্ত ছিল নিম্নরূপ:
 
হাতে নগদ ২০,০০০ টাকা, ব্যাংক জমা ৩০,০০০ টাকা, ঋণপত্র ৫০,০০০ টাকা, বিবিধ দেনাদার ২৫,০০০ টাকা, মজুদ পণ্য ৩৫,০০০ টাকা, বিবিধ পাওনাদার ৩৫,০০০ টাকা এবং প্রদেয় বিল ১৫,০০০ টাকা।
 
39.
x লি: এর কার্যকরি মূলধন কত? 
[ক] ৫০,০০০ টাকা
 
[খ] ৬০,০০০ টাকা
 
[গ] ১,১০,০০০ টাকা
 
[ঘ] ২,১০,০০০ টাকা
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪০ নং প্রশ্নের উত্তর দাও:
বিবরণ
C কোম্পানি
D কোম্পানি
মোট লাভ অনুপাত
২০%
১৮%
নিট লাভ অনুপাত
১০%
১২%
বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত
১৩%
১৬%
ত্বরিত অনুপাত
২.৫ : ১
২ : ১
40. কোন কোম্পানিতে বিনিয়োগ অধিক লাভজনক? 
[ক] C কোম্পানি, কারণ মোট লাভের অনুপাত বেশি
 
[খ] D কোম্পানি, কারণ নিট লাভের অনুপাত বেশি
 
[গ] D কোম্পানি, কারণ এর বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত বেশি
 
[ঘ] C কোম্পানি, কারণ তার ত্বরিত অনুপাত বেশি

No comments:

Post a Comment