Saturday, March 9, 2013

ব্যবসায় পরিচিতি বিষয়ে এ+ পাওয়ার জন্য


ব্যবসায় পরিচিতি বিষয়ে এ+ পাওয়ার জন্য নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি অবশ্যই গভীরভাবে দৃষ্টি রাখতে হবে:
  • বোর্ডের পাঠ্যবই ভালো করতে পড়তে ও বুঝতে হবে। সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষার প্রস্তুতির জন্য পাঠ্যবই পড়ার কোনো বিকল্প নেই।
  • জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন সাধারণত পাঠ্যবই থেকেই কমন পাবে। প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তর ঠাণ্ডা মাথায় চিন্তা করে লিখবে।
  • অধিক নম্বর প্রাপ্তির জন্য প্রশ্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে প্রশ্নগুলোর উত্তর তুমি নির্ভুলভাবে দিতে পারবে প্রথমেই সেই প্রশ্নগুলো নির্বাচন করবে। এরপর যে প্রশ্নের উত্তরটি সবচেয়ে ভালো জানো সেটি দিয়ে পরীক্ষার খাতায় লেখা শুরু করবে। এভাবে পর্যায়ক্রমে অন্যান্য প্রশ্নের উত্তর করবে।
  • পরীক্ষার প্রশ্নের উত্তর যেন নির্ভুল ও প্রাসঙ্গিক হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এজন্য প্রশ্নে যা চাইবে তাই যথাযথভাবে লিখতে হবে। প্রশ্নের উত্তর লেখার সময় অবশ্যই তোমরা প্রশ্নের মানবণ্টন ও সময়ের প্রতি লক্ষ্য রাখবে।
  •  সুন্দর হাতের লেখা পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করে। তাই প্রশ্নের উত্তর স্পষ্ট ও সুন্দর হস্তাক্ষরে লেখার চেষ্টা করবে।
  • অশুদ্ধ বানানযুক্ত খাতার প্রতি পরীক্ষকের অসন্তুষ্টি ও বিরক্তিবোধ সৃষ্টি করে। তাই শুদ্ধ বানানরীতির প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হবে।
  • সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় বাক্য গঠন করবে। জটিল ও যৌগিক বাক্য যতটা সম্ভব পরিহার করতে হবে।
  • নৈর্ব্যক্তিক অভীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য পাঠ্যবই ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে।
সর্বোপরি পরীক্ষার হলে তোমাদের আত্মবিশ্বাস থাকতে হবে।  

No comments:

Post a Comment