এইচ এস সি পরীক্ষা ২০১৩ (পূর্ণাঙ্গ মডেল)
বিষয় : অর্থনীতি প্রথমপত্র
(মানবিক বিভাগ)
সময় : ৩ ঘণ্টা
পূর্ণমান : ১০০
[ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। একই প্রশ্নের বিভিন্ন অংশের উত্তর পর পর লেখা বাঞ্ছনীয়।]
ক-বিভাগ : রচনামূলক প্রশ্ন
১। উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কী বোঝায়? চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। ৪+৮অথবা,
বাংলাদেশের স্বল্প মাথাপিছু আয়ের কারণগুলো বর্ণনা করো। কিভাবে আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি করা যায়?২। অপেক্ষক কাকে বলে? নিম্নে প্রদত্ত অপেক্ষক হতে চাহিদা সূচি তৈরি করে চাহিদা রেখা অঙ্কন করো। P=100-2Q ৪+৮
অথবা,
চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে? রেখাচিত্রের সাহায্যে স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো।৩। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। এর ব্যতিক্রমগুলো কী কী? ৪+৮
অথবা,
কৃষির আধুনিকীকরণ বলতে কী বোঝায়? বাংলাদেশে কৃষির আধুনিকীকরণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।৪। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য অর্জন রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। ৬+৬
অথবা,
বাংলাদেশের শিল্পায়নের পথে সমস্যাগুলো কী কী? এ দেশে শিল্পায়নের উপায় আলোচনা করো।৫। বাংলাদেশে কৃষিঋণের উৎসসমূহ কী? আমাদের দেশে কৃষিঋণ ব্যবস্থার ত্রুটিগুলো চিহ্নিত করো। ৪+৮
অথবা,
সংগঠন বলতে কী বোঝায়? আধুনিক উৎপাদন ব্যবস্থায় সংগঠনের কার্যাবলি আলোচনা করো।খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্ন
৬। অর্থনীতিতে 'দুষ্প্রাপ্য' ও 'নির্বাচন' বলতে কী বোঝায়? ৫অথবা,
ব্যাষ্টিক ও সমষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য কী? ৭। অনুন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে পার্থক্য কী? ৫
অথবা,
অবকাঠামো বলতে কী বোঝায়? ৮। চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্যগুলো কী কী? ৫
অথবা,
ভোক্তার উদ্বৃত্ত বলতে কী বোঝায়? ৯। চাহিদার আড়াতাড়ি স্থিতিস্থাপকতা কী? ৫
অথবা,
যোগানের ওপর সময়ের প্রভাব কী? ১০। ভারসাম্য বলতে কী বোঝায়? ৫
অথবা,
অভ্যন্তরীণ ব্যয় সংকোচ বলতে কী বোঝায়? ১১। প্রান্তিক কৃষক বলতে কী বোঝায়? ৫
অথবা,
বাংলাদেশের কৃষিজাত পণ্য বিপণনের সমস্যাসমূহ কী কী? ১২। একচেটিয়া বাজার বলতে কী বোঝায়? ৫
অথবা,
যৌথ মূলধনী কারবার বলতে কী বোঝায়? ১৩। শেয়ারবাজার কী? ৫
অথবা,
বাংলাদেশের কুটির শিল্পের সমস্যাগুলো কী কী? .....
No comments:
Post a Comment