Thursday, March 14, 2013

এসএসসি পরীক্ষা ২০১৩(চূড়ান্ত মডেল): ব্যবসায় পরিচিতি (বহুনির্বাচনী)


এসএসসি পরীক্ষা ২০১৩(চূড়ান্ত মডেল)ব্যবসায় পরিচিতি (বহুনির্বাচনী)
সময়-৪০ মিনিট পূর্ণমান-৪০

১) সম্পদ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ ব্যবসায়ের কোন্ কার্যাবলীর অন্তর্গত?
[ক] উৎপাদন
[খ] পরিবহন
[গ] গুদামজাতকরণ
[ঘ] প্রমিতকরণ
২) কোনটি একটি ব্যবসায় প্রতিষ্ঠান নয়?
[ক] পোল্ট্রি ফার্ম
[খ] দাতব্য প্রতিষ্ঠান
[গ] কাপড়ের দোকান
[ঘ] ফুলের দোকান
৩) বাংলাদেশ জাপান থেকে বস্ত্র ক্রয় করে তা দ্বারা পোশাক প্রস্তুত করে আমেরিকার কাছে বিক্রি করে। এখানে পুনঃরফতানিকারক দেশ কোনটি?
[ক] বাংলাদেশ
[খ] জাপান
[গ] আমেরিকার
[ঘ] কোনটি নয়
৪) অনুকূল ব্যবসায় পরিবেশ থাকা সত্ত্বেও বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের তেমন প্রসার হচ্ছে না। এর কারণ_
i. কৃষির ওপর অধিক নির্ভরশীলতা
ii. ধর্মীয় বিশ্বাস ও কুসংস্কার
iii. অধিক জনসংখ্যা।
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫) শিল্পনীতি ও বাণিজ্যনীতি কোন্ পরিবেশের অন্তর্গত?
[ক] অর্থনৈতিক
[খ] রাজনৈতিক
[গ] প্রাকৃতিক 
[ঘ] সামাজিক
৬) রাজনৈতিক পরিবেশের উপাদান কয়টি? 
[ক] ৪টি 
[খ] ৬টি
[গ] ৮টি 
[ঘ] ২টি
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭ ও ৮ নং প্রশ্নের উওর দাও :
এসএসসি পাস জনাব রাকিব যুব উন্নয়ন অধিদফতর থেকে প্রশিক্ষণ নিয়ে নিজ এলাকায় একটি পোল্ট্রি ফার্ম গড়ে তোলেন । পাশের গ্রামে কোন পোল্ট্রি ফার্ম না থাকায় আত্মপ্রত্যয়ী রাকিব সেখানেও একটি ফার্ম গড়ে তোলেন। দিন-রাত পরিশ্রম ও কর্মনিষ্ঠার মাধ্যমে অল্প দিনেই তিনি সফলতা অর্জন করেন ।
৭) রাকিবের চরিত্রে উদ্যোক্তার কোন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়?
[ক] ব্যক্তিগত 
[খ] সামাজিক
[গ] অর্থনৈতিক 
[ঘ] মনস্তাতি্বক
৮) রাকিবের ব্যবসায় সফলতার কারণ _
i. কঠোর পরিশ্রম 
ii. দূরদৃষ্টি 
iii. সৃজনশীলতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii 
[খ] i ও iii 
[গ] ii ও iii 
[ঘ] i, ii ও iii
৯) জনাব রহমান একজন সফল উদ্যোক্তা । তার উল্লেখযোগ্য গুণাবলিগুলো হলো সৃজনশীলতা, অধ্যবসায়, প্রতিশ্রুতি ইত্যাদি। এগুলো তার_
i. ব্যক্তিগত বৈশিষ্ট্য
ii.সামাজিক বৈশিষ্ট্য
iii.মনস্তাতি্বক বৈশিষ্ট্য।
নিচের কোনটি সঠিক?
[ক] i 
[খ] ii 
[গ] iii 
[ঘ] ii ও iii
১০) সমবায় সংগঠন টিকে থাকা কঠিন হয়ে পড়ে। কারণ_
i.সদস্যদের মধ্যে প্রায়ই মনোমালিন্য দেখা দেয়
ii.সমাজে আদর্শবান লোকের অভাব রয়েছে
iii.দক্ষতার সাথে পরিচালনা করা সম্ভব হয়ে ওঠে না।
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii 
[খ] i ও iii 
[গ] ii ও iii 
[ঘ] i, ii ও iii
১১) কোন পত্রকে কোম্পানির জন্ম পত্রিকা বলে আখ্যায়িত করা হয়?
[ক] বিবরণপত্র 
[খ] কার্যারম্ভের অনুমতিপত্র
[গ] স্মারকলিপি 
[ঘ] নিবন্ধনপত্র
১২) সমবায় সমিতি গঠনে কমপক্ষে কতজন সদস্য প্রয়োজন?
[ক] ৮ জন 
[খ] ৯ জন 
[গ] ১০ জন 
[ঘ] ১১ জন
নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও:
দামপাড়া উপজেলা শহরের খুচরা ব্যবসায়ী জনাব শরীফ তার ব্যবসায়ের জন্য ট্রেড লাইসেন্স সংগ্রহ করে ব্যবসায় করছিলেন। অল্প সময়ের মধ্যে বাজারে প্রতিযোগীর সংখ্যা বৃদ্ধি পায়। এই অবস্থা মোকাবেলার নিমিত্তে তার ভাইয়ের সাথে তিনি ব্যবসায়িক চুক্তিবদ্ধ হন।
১৩) জনাব শরীফ তার ব্যবসায়ের জন্য কোথায় থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করছিলেন?
[ক] ইউনিয়ন পরিষদ 
[খ] উপজেলা পরিষদ
[গ] সিটি করপোরেশন 
[ঘ] জেলা পরিষদ
১৪) জনাব শরীফের ব্যবসায়টি অংশীদারি ব্যবসায়ে রূপান্তরের কারণ_
i.বৃহদায়তন ব্যবসায়ের সুবিধা
ii.ঝুঁকি বণ্টন
iii. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ।
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii 
[খ] i ও iii 
[গ] ii ও iii 
[ঘ] i, ii ও iii
১৫) ভোক্তাদের জ্ঞান সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার সামগ্রিক প্রক্রিয়া হলো_
[ক] বিজ্ঞপ্তি 
[খ] প্রচারপত্র 
[গ] পোস্টার 
[ঘ] বিজ্ঞাপন
১৬) পণ্যের বাজার সম্প্রসারণ নির্ভর করে কিসের ওপর _
[ক] পণ্যের গুণের 
[খ] পণ্যের মানের
[গ] পণ্যের প্রচারের 
[ঘ] পণ্যের ইচ্ছার
১৭) বাংলাদেশের উৎপাদিত শিল্পজাত দ্রব্য কয়টি উপায়ে বাজারজাত করা হয়?
[ক] ৩টি 
[খ] ৪টি 
[গ] ৫টি 
[ঘ] ৬টি
১৮) কোনটি পাইকারি ব্যবসায়ের বৈশিষ্ট্য?
[ক] কেন্দ্রিকরণ 
[খ] পুঁজি সরবরাহ 
[গ] বাজারজাতকরণ 
[ঘ] বিক্রয়
১৯) জাতীয় পর্যায়ে পাইকারি ব্যবসায় হওয়া উচিত?
[ক] সমবায় সমিতির মাধ্যমে
[খ] যৌথ মূলধনী কোম্পানির মাধ্যমে
[গ] জোটের মাধ্যমে
[ঘ] রাষ্ট্রীয় ব্যবসায়ের মাধ্যমে
২০) পাইকারি ব্যবসায় প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়_
[ক] বাজার নির্বাচন 
[খ] স্থান নির্বাচন
[গ] শহর নির্বাচন 
[ঘ] বন্দর নির্বাচন
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও:
মাসুদ এসএসসি পাস করে পড়াশোনা না করে তার স্কুলের পাশে একটি লাইব্রেরি দেয়। অল্প কয়েকদিনের মধ্যেই তার ব্যবসায়টি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়।
২১) স্কুলের পাশে লাইব্রেরি গড়ে তোলার জন্য মাসুদকে প্রথমে বিবেচনা করতে হয়েছে_
[ক] মূলধন 
[খ] আয়তন 
[গ] সাইনবোর্ড 
[ঘ] স্থান
২২) মাসুদের ব্যবসায়টি ছিল_
i. শিক্ষা বিষয়ক উপকরণের
ii. খাদ্যদ্রব্যের
iii. বিলাসজাত দ্রব্যের
নিচের কোনটি সঠিক?
[ক] i 
[খ] ii 
[গ] iii 
[ঘ] i ও ii
২৩) খুচরা ব্যবসায়ী পণ্যের মূল্য কীভাবে নির্ধারণ করে?
[ক] উৎপাদন খরচের সঙ্গে নির্দিষ্ট হারে মুনাফা যোগ করে
[খ] খরচাদি ও নির্দিষ্ট হারে মুনাফা যোগ করে
[গ] প্রতিযোগী পণ্যের মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে
[ঘ] পাইকারের পরামর্শ অনুযায়ী
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও:
জনাব আলম কার্পেট প্রস্তুতের একটি শিল্প স্থাপনের পরিকল্পনা করছেন। প্রয়োজনীয় পুঁজি ও অন্যান্য উপকরণ সংগ্রহ করে চাঁদপুর বিসিক শিল্প এলাকায় সে একটি কার্পেট শিল্প-কারখানা স্থাপন করল।
২৪) জনাব আলমের শিল্পটি কোন শিল্পের অন্তর্গত?
[ক] বস্ত্রশিল্প 
[খ] পাট ও পাটজাত শিল্প
[গ] বনশিল্প
[ঘ] হস্তশিল্প
২৫) জনাব আলম কার্পেট শিল্পটি চাঁদপুরে কেন স্থাপন করেন?
[ক] কাঁচামালের সহজ প্রাপ্তি
[খ] দক্ষ শ্রমিকের যোগান
[গ] রফতানি সহজ
[ঘ] বিপণন সহজ
২৬) পল্লী অঞ্চলে সম্পদ বৃদ্ধির বাহন হলো_
[ক] ক্ষুদ্র ও কুটির শিল্প 
[খ] ক্ষুদ্র শিল্প
[গ] কুটির শিল্প 
[ঘ] বৃহৎ শিল্প
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৭ ও ২৮নং প্রশ্নের উত্তর দাও:
মিসেস ফাতেমা তাঁর দেনাদার মিসেস রহিমার কাছ থেকে একটি চেক পেয়ে সোনালী ব্যাংকে তাঁর হিসাবে জমা দেন। কিন্তু পরবর্তীতে চেকটি প্রত্যাখ্যাত হয়।
২৭) মিসেস রহিমার প্রদত্ত চেকটি কোন প্রকারের?
[ক] বাহক চেক
[খ] হুকুম চেক
[গ] দাগকাটা চেক 
[ঘ] ভ্রমণকারীর চেক
২৮) মিসেস রহিমার চেকটি প্রত্যাখ্যাত হওয়ার কারণ_
i.নমুনা স্বাক্ষরের সঙ্গে চেকের স্বাক্ষর মেলেনি
ii.চেকে তারিখ লেখা ছিল না
iii.টাকার পরিমাণ অঙ্কে ও কথায় গরমিল দেখা যায়।
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii 
[খ] i ও iii 
[গ] ii ও iii 
[ঘ] i, ii ও iii
২৯) এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠাবার সহজ ও নিরাপদ পদ্ধতি_
[ক] ব্যাংক ড্রাফট
[খ] বিনিময় বিল
[গ] প্রমিসরি নোট
[ঘ] হুন্ডি
৩০) 'নির্দিষ্ট মেয়াদের মধ্যে বীমা চুক্তির বিষয়বস্তুর কোন ক্ষতি না হলে বীমাকারীর কোন দায় থাকে না' - এটি বীমা চুক্তির কোন্ পর্যায়ে পড়ে?
[ক] বীমাযোগ্য স্বার্থ
[খ] চূড়ান্ত সদ্বিশ্বাস
[গ] ক্ষতিপূরণ 
[ঘ] সময়
৩১) 'মিশ্র বীমাপত্র' কোন্ বীমার অন্তর্গত?
[ক] নৌবীমা
[খ] অগি্নবীমা
[গ] জীবনবীমা
[ঘ] দুর্ঘটনা বীমা
৩২) জীনব বীমা কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৯৭০ সালে
[খ] ১৯৭১ সালে
[গ] ১৯৭২ সালে 
[ঘ] ১৯৭৩ সালে
৩৩। Acknowledgement-এর ব্যবস্থা আছে -
i.সাধারণ চিঠিতে
ii.রেজিস্ট্রি চিঠিতে
iii.বীমাকৃত চিঠিতে
নিচের কোন্টি সঠিক?
[ক] i 
[খ] ii 
[গ] i ও ii 
[ঘ] ii ও iii
৩৪) কি কারণে পত্রপ্রেরকের উদ্দেশ্য ব্যর্থ হতে পারে?
[ক] বক্তব্যের অস্পষ্টতা 
[খ] দীর্ঘ বক্তব্য
[গ] বানান ভুল 
[ঘ] সাধু-চলিত মিশ্রণ
৩৫) ব্যবসায় পত্রে সঠিকভাবে তারিখ লেখার আধুনিক পদ্ধতি কোনটি?
[ক] ১৪.০১.২০১৩ 
[খ] ১৬/০১/২০১৩
[গ] ১৮ জানুয়ারি, ২০১৩ 
[ঘ] ২০-০১-২০১৩
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৬ ও ৩৭ নং প্রশ্নের উত্তর দাও:
মি. তারেক বেক্সিমকো লি.-এ একজন হিসাবরক্ষক পদপ্রার্থী। তিনি আবেদনপত্রে পরিচয়সূত্র হিসেবে স্কয়ার লি.-এর নাম উল্লেখ করেছেন। বেক্সিমকো লি. অনুসন্ধান পত্র লিখে স্কয়ার লি.-এর নিকট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন।
৩৬) মি. তারেক পরিচয়সূত্র হিসেবে স্কয়ার লি.-এর নাম উল্লেখ করেছেন। স্কয়ার লি. এখানে_
[ক] জামিনদার 
[খ] মধ্যস্থতাকারী
[গ] তৃতীয় পক্ষ 
[ঘ] প্রত্যয়নকারী
৩৭) বেক্সিমকো লি.-এর অনুসন্ধান পত্র লেখার কারণ কী?
[ক] অভিযোগ উত্থাপন 
[খ] যোগ্য কর্মী নিয়োগ
[গ] মূল্য প্রাপ্তির নিশ্চয়তা 
[ঘ] আনুষ্ঠানিকতা
৩৮) ধারে মাল সরবরাহের পূর্বে তথ্য জানার প্রয়োজন হয়_
i.সরবরাহকারী সম্পর্কে
ii.ফরমায়েশদাতা সম্পর্কে
iii.তৃতীয় পক্ষ সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
[ক] i 
[খ] ii 
[গ] iii 
[ঘ] i, ii ও iii
৩৯) অভিযোগ প্রতিকারের ব্যবস্থা করে বিক্রেতা ক্রেতাকে যে পত্র লেখে তাকে বলে_
[ক] অভিযোগপত্র
[খ] মীমাংসাপত্র
[গ] ফরমায়েশপত্র 
[ঘ] চালানপত্র
৪০) বিক্রেতার মালের মূল্য পরিশোধের উপায় হলো_
i.পোস্টাল অর্ডার প্রেরণ
ii.নগদ মূল্য প্রদান
iii.বিলে স্বীকৃতি প্রদান
নিচের কোন্টি সঠিক?
[ক] i ও ii 
[খ] i ও iii
[গ] ii ও iii 
[ঘ] i, ii ও iii

[সঠিক উত্তর : ১(ক), ২(খ), ৩(ক), ৪(গ), ৫(খ), ৬(ক), ৭(ঘ), ৮(ক), ৯(গ), ১০(গ), ১১(ঘ), ১২(গ), ১৩(ক), ১৪(ক), ১৫(ঘ), ১৬(গ), ১৭(খ), ১৮(ক), ১৯(খ),২০(খ), ২১(ঘ), ২২(ক), ২৩(খ),২৪(খ), ২৫(ক), ২৬(গ), ২৭(গ), ২৮(ঘ), ২৯(ক),৩০(গ), ৩১(ক), ৩২(ঘ), ৩৩(ঘ),৩৪(ক), ৩৫(গ), ৩৬(গ), ৩৭(খ), ৩৮(খ),৩৯(খ), ৪০(ঘ)]

No comments:

Post a Comment