Friday, March 15, 2013

এইচ এস সি পরীক্ষা ২০১৩ (চূড়ান্ত মডেল-০১): অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল প্রথমপত্র


এইচ এস সি পরীক্ষা ২০১৩ (চূড়ান্ত মডেল-০১)  
অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল প্রথমপত্র
(অর্থনীতি)
সময় - ৩ ঘন্টা                   
পূর্ণমান - ১০০

[দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।]


ক বিভাগ

নম্বর

1.        
সুযোগ ব্যয় কী? একটি উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা কর।
৪+৮=১২

অথবা,


মানব জীবনের অর্থনৈতিক সমস্যা সমাধানের বিভিন্ন কর্মপর্যায়গুলো বর্ণনা কর।

2.       
রেখার ঢাল বলতে কী বুঝায়? তুমি কিভাবে একটি সরল রেখার ঢাল নির্ণয় কর।    
৪+৪+৪=১২

অথবা,


চাহিদার স্থিতিস্থাপকতা কী? স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য দেখাও।  
১২
3.       
মূলধন গঠন বলতে কী বুঝায়? মূলধন গঠন কী কী বিষয়ের ওপর নির্ভর কর।
৪+৮=১২

অথবা,


পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য কীভাবে নির্ধারিত হয় তা ব্যাখ্যা কর।  
১২
4.       
সমালোচনাসহ জাতীয় আয় বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বটি ব্যাখ্যা কর।
১২

অথবা,


আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য কী? প্রকৃত মজুরি কী কী বিষয়ের উপর নির্ভর করে?
৫+৭=১২


নম্বর
5.       
সরকারী অর্থব্যবস্থা কাকে বলে? সরকারী অর্থব্যবস্থা ও ব্যক্তিগত অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য নির্দেশ কর।
৪+৮=১২

অথবা,


আন্তর্জাতিক বাণিজ্যের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক বাণিজ্য ও অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পার্থক্য নির্দেশ কর।


খ বিভাগ

6.       
উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে? 

অথবা,


গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় বলতে কী বোঝায়?

7.       
বাংলাদেশের স্বল্প মাথাপিছু আয়ের কারণগুলো কী?

অথবা,


সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে সম্পর্ক কী?

8.       
ব্যবহারিক মূল্য ও বিনিময় মূল্যের মধ্যে পার্থক্য কী?

অথবা,


মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ কাকে বলে?

9.       
দ্রব্য বিনিময় প্রথা কাকে বলে

অথবা,


শ্রম বিভাগ কাকে বলে?

10.   
শিল্পের স্থানীয়করণ কাকে বলে?

অথবা,


অর্থনীতিতে বাজার বলতে কী বুঝায়?

11.    
খাজনা কেন দেয়া হয়?

অথবা,


স্বাভাবিক মুনাফা ও অস্বাভাবিক মুনাফার মধ্যে পার্থক্য কী?

12.    
ভোক্তার উদ্বৃত্ত বলতে কী বোঝায়?  

অথবা,


উৎপাদনের উপরকরণগুলো কী কী?

13.   
প্রত্যক্ষ ও পরোক্ষ কর বলতে কী বোঝায়?

অথবা,


অবাধ বাণিজ্য ও সংরক্ষণের মধ্যে পার্থক্য কী? 



....

Thursday, March 14, 2013

এসএসসি পরীক্ষা ২০১৩(চূড়ান্ত মডেল): ব্যবসায় পরিচিতি (বহুনির্বাচনী)


এসএসসি পরীক্ষা ২০১৩(চূড়ান্ত মডেল)ব্যবসায় পরিচিতি (বহুনির্বাচনী)
সময়-৪০ মিনিট পূর্ণমান-৪০

১) সম্পদ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ ব্যবসায়ের কোন্ কার্যাবলীর অন্তর্গত?
[ক] উৎপাদন
[খ] পরিবহন
[গ] গুদামজাতকরণ
[ঘ] প্রমিতকরণ
২) কোনটি একটি ব্যবসায় প্রতিষ্ঠান নয়?
[ক] পোল্ট্রি ফার্ম
[খ] দাতব্য প্রতিষ্ঠান
[গ] কাপড়ের দোকান
[ঘ] ফুলের দোকান
৩) বাংলাদেশ জাপান থেকে বস্ত্র ক্রয় করে তা দ্বারা পোশাক প্রস্তুত করে আমেরিকার কাছে বিক্রি করে। এখানে পুনঃরফতানিকারক দেশ কোনটি?
[ক] বাংলাদেশ
[খ] জাপান
[গ] আমেরিকার
[ঘ] কোনটি নয়
৪) অনুকূল ব্যবসায় পরিবেশ থাকা সত্ত্বেও বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের তেমন প্রসার হচ্ছে না। এর কারণ_
i. কৃষির ওপর অধিক নির্ভরশীলতা
ii. ধর্মীয় বিশ্বাস ও কুসংস্কার
iii. অধিক জনসংখ্যা।
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫) শিল্পনীতি ও বাণিজ্যনীতি কোন্ পরিবেশের অন্তর্গত?
[ক] অর্থনৈতিক
[খ] রাজনৈতিক
[গ] প্রাকৃতিক 
[ঘ] সামাজিক
৬) রাজনৈতিক পরিবেশের উপাদান কয়টি? 
[ক] ৪টি 
[খ] ৬টি
[গ] ৮টি 
[ঘ] ২টি
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭ ও ৮ নং প্রশ্নের উওর দাও :
এসএসসি পাস জনাব রাকিব যুব উন্নয়ন অধিদফতর থেকে প্রশিক্ষণ নিয়ে নিজ এলাকায় একটি পোল্ট্রি ফার্ম গড়ে তোলেন । পাশের গ্রামে কোন পোল্ট্রি ফার্ম না থাকায় আত্মপ্রত্যয়ী রাকিব সেখানেও একটি ফার্ম গড়ে তোলেন। দিন-রাত পরিশ্রম ও কর্মনিষ্ঠার মাধ্যমে অল্প দিনেই তিনি সফলতা অর্জন করেন ।
৭) রাকিবের চরিত্রে উদ্যোক্তার কোন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়?
[ক] ব্যক্তিগত 
[খ] সামাজিক
[গ] অর্থনৈতিক 
[ঘ] মনস্তাতি্বক
৮) রাকিবের ব্যবসায় সফলতার কারণ _
i. কঠোর পরিশ্রম 
ii. দূরদৃষ্টি 
iii. সৃজনশীলতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii 
[খ] i ও iii 
[গ] ii ও iii 
[ঘ] i, ii ও iii
৯) জনাব রহমান একজন সফল উদ্যোক্তা । তার উল্লেখযোগ্য গুণাবলিগুলো হলো সৃজনশীলতা, অধ্যবসায়, প্রতিশ্রুতি ইত্যাদি। এগুলো তার_
i. ব্যক্তিগত বৈশিষ্ট্য
ii.সামাজিক বৈশিষ্ট্য
iii.মনস্তাতি্বক বৈশিষ্ট্য।
নিচের কোনটি সঠিক?
[ক] i 
[খ] ii 
[গ] iii 
[ঘ] ii ও iii
১০) সমবায় সংগঠন টিকে থাকা কঠিন হয়ে পড়ে। কারণ_
i.সদস্যদের মধ্যে প্রায়ই মনোমালিন্য দেখা দেয়
ii.সমাজে আদর্শবান লোকের অভাব রয়েছে
iii.দক্ষতার সাথে পরিচালনা করা সম্ভব হয়ে ওঠে না।
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii 
[খ] i ও iii 
[গ] ii ও iii 
[ঘ] i, ii ও iii
১১) কোন পত্রকে কোম্পানির জন্ম পত্রিকা বলে আখ্যায়িত করা হয়?
[ক] বিবরণপত্র 
[খ] কার্যারম্ভের অনুমতিপত্র
[গ] স্মারকলিপি 
[ঘ] নিবন্ধনপত্র
১২) সমবায় সমিতি গঠনে কমপক্ষে কতজন সদস্য প্রয়োজন?
[ক] ৮ জন 
[খ] ৯ জন 
[গ] ১০ জন 
[ঘ] ১১ জন
নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও:
দামপাড়া উপজেলা শহরের খুচরা ব্যবসায়ী জনাব শরীফ তার ব্যবসায়ের জন্য ট্রেড লাইসেন্স সংগ্রহ করে ব্যবসায় করছিলেন। অল্প সময়ের মধ্যে বাজারে প্রতিযোগীর সংখ্যা বৃদ্ধি পায়। এই অবস্থা মোকাবেলার নিমিত্তে তার ভাইয়ের সাথে তিনি ব্যবসায়িক চুক্তিবদ্ধ হন।
১৩) জনাব শরীফ তার ব্যবসায়ের জন্য কোথায় থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করছিলেন?
[ক] ইউনিয়ন পরিষদ 
[খ] উপজেলা পরিষদ
[গ] সিটি করপোরেশন 
[ঘ] জেলা পরিষদ
১৪) জনাব শরীফের ব্যবসায়টি অংশীদারি ব্যবসায়ে রূপান্তরের কারণ_
i.বৃহদায়তন ব্যবসায়ের সুবিধা
ii.ঝুঁকি বণ্টন
iii. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ।
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii 
[খ] i ও iii 
[গ] ii ও iii 
[ঘ] i, ii ও iii
১৫) ভোক্তাদের জ্ঞান সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার সামগ্রিক প্রক্রিয়া হলো_
[ক] বিজ্ঞপ্তি 
[খ] প্রচারপত্র 
[গ] পোস্টার 
[ঘ] বিজ্ঞাপন
১৬) পণ্যের বাজার সম্প্রসারণ নির্ভর করে কিসের ওপর _
[ক] পণ্যের গুণের 
[খ] পণ্যের মানের
[গ] পণ্যের প্রচারের 
[ঘ] পণ্যের ইচ্ছার
১৭) বাংলাদেশের উৎপাদিত শিল্পজাত দ্রব্য কয়টি উপায়ে বাজারজাত করা হয়?
[ক] ৩টি 
[খ] ৪টি 
[গ] ৫টি 
[ঘ] ৬টি
১৮) কোনটি পাইকারি ব্যবসায়ের বৈশিষ্ট্য?
[ক] কেন্দ্রিকরণ 
[খ] পুঁজি সরবরাহ 
[গ] বাজারজাতকরণ 
[ঘ] বিক্রয়
১৯) জাতীয় পর্যায়ে পাইকারি ব্যবসায় হওয়া উচিত?
[ক] সমবায় সমিতির মাধ্যমে
[খ] যৌথ মূলধনী কোম্পানির মাধ্যমে
[গ] জোটের মাধ্যমে
[ঘ] রাষ্ট্রীয় ব্যবসায়ের মাধ্যমে
২০) পাইকারি ব্যবসায় প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়_
[ক] বাজার নির্বাচন 
[খ] স্থান নির্বাচন
[গ] শহর নির্বাচন 
[ঘ] বন্দর নির্বাচন
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও:
মাসুদ এসএসসি পাস করে পড়াশোনা না করে তার স্কুলের পাশে একটি লাইব্রেরি দেয়। অল্প কয়েকদিনের মধ্যেই তার ব্যবসায়টি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়।
২১) স্কুলের পাশে লাইব্রেরি গড়ে তোলার জন্য মাসুদকে প্রথমে বিবেচনা করতে হয়েছে_
[ক] মূলধন 
[খ] আয়তন 
[গ] সাইনবোর্ড 
[ঘ] স্থান
২২) মাসুদের ব্যবসায়টি ছিল_
i. শিক্ষা বিষয়ক উপকরণের
ii. খাদ্যদ্রব্যের
iii. বিলাসজাত দ্রব্যের
নিচের কোনটি সঠিক?
[ক] i 
[খ] ii 
[গ] iii 
[ঘ] i ও ii
২৩) খুচরা ব্যবসায়ী পণ্যের মূল্য কীভাবে নির্ধারণ করে?
[ক] উৎপাদন খরচের সঙ্গে নির্দিষ্ট হারে মুনাফা যোগ করে
[খ] খরচাদি ও নির্দিষ্ট হারে মুনাফা যোগ করে
[গ] প্রতিযোগী পণ্যের মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে
[ঘ] পাইকারের পরামর্শ অনুযায়ী
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও:
জনাব আলম কার্পেট প্রস্তুতের একটি শিল্প স্থাপনের পরিকল্পনা করছেন। প্রয়োজনীয় পুঁজি ও অন্যান্য উপকরণ সংগ্রহ করে চাঁদপুর বিসিক শিল্প এলাকায় সে একটি কার্পেট শিল্প-কারখানা স্থাপন করল।
২৪) জনাব আলমের শিল্পটি কোন শিল্পের অন্তর্গত?
[ক] বস্ত্রশিল্প 
[খ] পাট ও পাটজাত শিল্প
[গ] বনশিল্প
[ঘ] হস্তশিল্প
২৫) জনাব আলম কার্পেট শিল্পটি চাঁদপুরে কেন স্থাপন করেন?
[ক] কাঁচামালের সহজ প্রাপ্তি
[খ] দক্ষ শ্রমিকের যোগান
[গ] রফতানি সহজ
[ঘ] বিপণন সহজ
২৬) পল্লী অঞ্চলে সম্পদ বৃদ্ধির বাহন হলো_
[ক] ক্ষুদ্র ও কুটির শিল্প 
[খ] ক্ষুদ্র শিল্প
[গ] কুটির শিল্প 
[ঘ] বৃহৎ শিল্প
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৭ ও ২৮নং প্রশ্নের উত্তর দাও:
মিসেস ফাতেমা তাঁর দেনাদার মিসেস রহিমার কাছ থেকে একটি চেক পেয়ে সোনালী ব্যাংকে তাঁর হিসাবে জমা দেন। কিন্তু পরবর্তীতে চেকটি প্রত্যাখ্যাত হয়।
২৭) মিসেস রহিমার প্রদত্ত চেকটি কোন প্রকারের?
[ক] বাহক চেক
[খ] হুকুম চেক
[গ] দাগকাটা চেক 
[ঘ] ভ্রমণকারীর চেক
২৮) মিসেস রহিমার চেকটি প্রত্যাখ্যাত হওয়ার কারণ_
i.নমুনা স্বাক্ষরের সঙ্গে চেকের স্বাক্ষর মেলেনি
ii.চেকে তারিখ লেখা ছিল না
iii.টাকার পরিমাণ অঙ্কে ও কথায় গরমিল দেখা যায়।
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii 
[খ] i ও iii 
[গ] ii ও iii 
[ঘ] i, ii ও iii
২৯) এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠাবার সহজ ও নিরাপদ পদ্ধতি_
[ক] ব্যাংক ড্রাফট
[খ] বিনিময় বিল
[গ] প্রমিসরি নোট
[ঘ] হুন্ডি
৩০) 'নির্দিষ্ট মেয়াদের মধ্যে বীমা চুক্তির বিষয়বস্তুর কোন ক্ষতি না হলে বীমাকারীর কোন দায় থাকে না' - এটি বীমা চুক্তির কোন্ পর্যায়ে পড়ে?
[ক] বীমাযোগ্য স্বার্থ
[খ] চূড়ান্ত সদ্বিশ্বাস
[গ] ক্ষতিপূরণ 
[ঘ] সময়
৩১) 'মিশ্র বীমাপত্র' কোন্ বীমার অন্তর্গত?
[ক] নৌবীমা
[খ] অগি্নবীমা
[গ] জীবনবীমা
[ঘ] দুর্ঘটনা বীমা
৩২) জীনব বীমা কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৯৭০ সালে
[খ] ১৯৭১ সালে
[গ] ১৯৭২ সালে 
[ঘ] ১৯৭৩ সালে
৩৩। Acknowledgement-এর ব্যবস্থা আছে -
i.সাধারণ চিঠিতে
ii.রেজিস্ট্রি চিঠিতে
iii.বীমাকৃত চিঠিতে
নিচের কোন্টি সঠিক?
[ক] i 
[খ] ii 
[গ] i ও ii 
[ঘ] ii ও iii
৩৪) কি কারণে পত্রপ্রেরকের উদ্দেশ্য ব্যর্থ হতে পারে?
[ক] বক্তব্যের অস্পষ্টতা 
[খ] দীর্ঘ বক্তব্য
[গ] বানান ভুল 
[ঘ] সাধু-চলিত মিশ্রণ
৩৫) ব্যবসায় পত্রে সঠিকভাবে তারিখ লেখার আধুনিক পদ্ধতি কোনটি?
[ক] ১৪.০১.২০১৩ 
[খ] ১৬/০১/২০১৩
[গ] ১৮ জানুয়ারি, ২০১৩ 
[ঘ] ২০-০১-২০১৩
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৬ ও ৩৭ নং প্রশ্নের উত্তর দাও:
মি. তারেক বেক্সিমকো লি.-এ একজন হিসাবরক্ষক পদপ্রার্থী। তিনি আবেদনপত্রে পরিচয়সূত্র হিসেবে স্কয়ার লি.-এর নাম উল্লেখ করেছেন। বেক্সিমকো লি. অনুসন্ধান পত্র লিখে স্কয়ার লি.-এর নিকট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন।
৩৬) মি. তারেক পরিচয়সূত্র হিসেবে স্কয়ার লি.-এর নাম উল্লেখ করেছেন। স্কয়ার লি. এখানে_
[ক] জামিনদার 
[খ] মধ্যস্থতাকারী
[গ] তৃতীয় পক্ষ 
[ঘ] প্রত্যয়নকারী
৩৭) বেক্সিমকো লি.-এর অনুসন্ধান পত্র লেখার কারণ কী?
[ক] অভিযোগ উত্থাপন 
[খ] যোগ্য কর্মী নিয়োগ
[গ] মূল্য প্রাপ্তির নিশ্চয়তা 
[ঘ] আনুষ্ঠানিকতা
৩৮) ধারে মাল সরবরাহের পূর্বে তথ্য জানার প্রয়োজন হয়_
i.সরবরাহকারী সম্পর্কে
ii.ফরমায়েশদাতা সম্পর্কে
iii.তৃতীয় পক্ষ সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
[ক] i 
[খ] ii 
[গ] iii 
[ঘ] i, ii ও iii
৩৯) অভিযোগ প্রতিকারের ব্যবস্থা করে বিক্রেতা ক্রেতাকে যে পত্র লেখে তাকে বলে_
[ক] অভিযোগপত্র
[খ] মীমাংসাপত্র
[গ] ফরমায়েশপত্র 
[ঘ] চালানপত্র
৪০) বিক্রেতার মালের মূল্য পরিশোধের উপায় হলো_
i.পোস্টাল অর্ডার প্রেরণ
ii.নগদ মূল্য প্রদান
iii.বিলে স্বীকৃতি প্রদান
নিচের কোন্টি সঠিক?
[ক] i ও ii 
[খ] i ও iii
[গ] ii ও iii 
[ঘ] i, ii ও iii

[সঠিক উত্তর : ১(ক), ২(খ), ৩(ক), ৪(গ), ৫(খ), ৬(ক), ৭(ঘ), ৮(ক), ৯(গ), ১০(গ), ১১(ঘ), ১২(গ), ১৩(ক), ১৪(ক), ১৫(ঘ), ১৬(গ), ১৭(খ), ১৮(ক), ১৯(খ),২০(খ), ২১(ঘ), ২২(ক), ২৩(খ),২৪(খ), ২৫(ক), ২৬(গ), ২৭(গ), ২৮(ঘ), ২৯(ক),৩০(গ), ৩১(ক), ৩২(ঘ), ৩৩(ঘ),৩৪(ক), ৩৫(গ), ৩৬(গ), ৩৭(খ), ৩৮(খ),৩৯(খ), ৪০(ঘ)]

এস এস সি পরীক্ষা ২০১৩ ( চূড়ান্ত মডেল) : ব্যবসায় পরিচিতি



এস এস সি পরীক্ষা ২০১৩ ( চূড়ান্ত মডেল) 
ব্যবসায় পরিচিতি(সৃজনশীল প্রশ্ন)
সময়-২ ঘণ্টা ১০ মিনিট পূর্ণমান-৬০ 
[যে কোনো ৬টি প্রশ্নের উত্তর দাও।]

১) জনাব হাসিব 'লিপটন টি হাউজ' এ চাকরির আবেদনপত্রে পরিচয়সূত্রে 'তাজা টি হাউস'-এর নাম উল্লেখ করেন। তাই 'লিপটন টি হাউজ' 'তাজা টি হাউজ'-এর কাছে একটি পত্র প্রেরণ করে।
ক. ব্যবসায় যোগাযোগ কী? ১
খ. পত্র বীমা করার কারণটি বর্ণনা করো। ২
গ. 'লিপটন টি হাউস'-এর লিখিত পত্রের ধরনটি ব্যাখ্যা কর। ৩
ঘ. হাসিব সম্পর্কে দেওয়া ' তাজা টি হাউস'-এর গৃহীত কর্মপন্থাটি ব্যবসায় ক্ষেত্রে কী ভূমিকা রাখবে? বিশ্লেষণ কর। ৪

২) সিলেটের সীমা যখন অনার্স প্রথম বর্ষের ছাত্রী তখন তার বিয়ে হয়ে যায়। লেখাপড়া করা আর হয়ে ওঠে না। নিজে কিছু করার ইচ্ছা থেকে স্বল্প পুঁজি দিয়ে শুরু করেন নার্সারি ব্যবসা। বাড়ির উঠানে গাছ-গাছড়ার চারা আবাদ করেন। তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে চারা বিক্রির জন্য নিয়োগ করেন দুটি ছেলে। মুনাফা ভালোই হতে থাকে। মুনাফা দিয়ে বাড়ির পাশের পতিত জমিতে নার্সারির পরিধি আরও বৃদ্ধি করে।
ক. শিল্প কী? ১
খ. গাছ-গাছড়ার চারা আবাদ কোন ধরনের ব্যবসা? ব্যাখ্যা কর। ২
গ. সীমার মতো তুমি একজন নার্সারি ব্যবসায়ী হলে কীভাবে নিজের ব্যবসাকে গড়ে তুলতে চেষ্টা করবে?৩
ঘ. সীমার ব্যবসায়িক সাফল্য লাভে কোন বিষয়গুলো বেশি কাজ করেছে তা বিশ্লেষণ কর। ৪ 

৩) বাংলাদেশ বিমানের একটি বিমান ঢাকা থেকে নিউইয়র্ক যাওয়ার পথে দুর্ঘটনায় বিধ্বস্ত হয়ে ১১ জানুয়ারি ২০১২ তারিখে বিমানের সকল যাত্রীসহ ক্রু নিহত হন। বিমানটিতে ১৫ বিদেশি নাগরিক ছিলেন। এদের সকলের কোনো না কোনো জীবন বীমা করা ছিল। নিহতদের পরিবার তাদের আর ফিরে না পেলেও তাদের জীবনের বীমাকৃত অর্থ পাবেন এমন আস্থা ও চূড়ান্ত সদিশ্বাস রয়েছে।
ক. জীবন বীমা কী? ১
খ. বীমার ক্ষেত্রে চূড়ান্ত সদিশ্বাস থাকা প্রয়োজন কেন? ২
গ. বাংলাদেশ বিমানে আরোহী যাত্রীদের কোন কোন ধরনের জীবন বীমা পত্র থাকতে পারে বর্ণনা কর। ৩
ঘ. 'বিধ্বস্ত বিমানের যাত্রীদের জীবন বীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা যাবে না'_ বিষয়টির যৌক্তিকতা নিরূপণ কর। ৪

৪) আমজাদ সাহেব একজন পাইকারি ব্যবসায়ী। তিনি উৎপাদকের কাছ থেকে মাল ক্রয় করে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রয় করেন। খুচরা বিক্রেতাদের প্রয়োজন অনুসারে পণ্য সংগ্রহ করেন। আমজাদ সাহেব পণ্য গুদামজাতকরণে যথেষ্ট সাবধানতা অবলম্বন করেন।
ক. খুচরা ব্যবসায় কী? ১
খ. 'যোগসূত্র স্থাপন' কোন্ ব্যবসায়ের একটি অন্যতম বৈশিষ্ট্য_ ব্যাখ্যা কর। ২
গ. আমজাদ সাহেবকে তুমি কোন ধরনের পাইকার বলবে_ ব্যাখ্যা কর।৩
ঘ. 'পাইকার বা মধ্যস্থকারবারি না থাকলে বৃহদায়তন উৎপাদন সম্ভব হতো না'_ আলোচনা কর। ৪

৫) কুমিল্লার ব্যবসায়ী মি. সালমান বাহক চেকের মাধ্যমে লেনদেন করেন। জনৈক পাওনাদারকে অর্থ পরিশোধের জন্য তিনি তিন লাখ টাকা লিখিত একটি চেকে স্বাক্ষর করে তার এক কর্মচারীর কাছে জমা রাখেন। কর্মচারী উক্ত টাকা আত্মসাৎ করে পালিয়ে যান। এ ঘটনার পর সালমান দাগকাটা চেকের মাধ্যমে লেনদেন করার সিদ্ধান্ত নেন।
ক. ব্যাংক কী ? ১
খ. অর্থের মাধ্যমে সঞ্চয় করা নিরাপদ কেন? ব্যাখ্যা কর। ২
গ. মি. সালমানের কর্মচারী অর্থ আত্মসাতের সুযোগ পাওয়ার কারণ ব্যাখ্যা কর। ৩
ঘ. মি. সালমানের দাগকাটা চেকের মাধ্যমে লেনদেন করার সিদ্ধান্তটির যৌক্তিকতা বিশ্লেষণ কর। ৪

৬) এইচএসসি পাসের পর ফাহিম যুব উন্নয়ন অধিদফতর থেকে হাতে কলমে শিক্ষা নিয়ে এক আত্মীয়ের কাছ থেকে মূলধন সংগ্রহ করে মোবাইল সার্ভিসিংয়ের দোকান দেয়। অল্প কিছুদিনের মধ্যে সে সফল হয় এবং এলাকার দু'জন বেকার যুবককে তার দোকানে নিয়োগ দেয়।
ক. আত্মকর্মসংস্থান কী? ১
খ. উদ্ভাবনী শক্তি উদ্যোক্তার কোন ধরনের বৈশিষ্ট্য- ব্যাখ্যা কর। ২
গ.ফাহিমের সফলতায় কোন কারণটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে? ব্যাখ্যা কর।৩
ঘ. 'আমাদের যুবসমাজের জন্য প্রয়োজন ফাহিমের মতো উদ্যোক্তা' বাংলাদেশের প্রেক্ষাপটে উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর। ৪ 


৭) কল্যাণপুর গ্রামের সব কৃষক উদ্যোগ নিয়ে তাদের উৎপাদিত সবজি ও ফুল মানিকগঞ্জ সদর বাজার ও ঢাকায় কারওয়ানবাজারে বাজারজাত করার জন্য একটি সংগঠন প্রতিষ্ঠা করে বেশ উপকৃত হয়। নির্দিষ্ট নিয়ম মেনে তারা সংগঠনটি প্রতিষ্ঠা করলেও মাঝে মাঝে তারা মূলধন স্বল্পতাসহ দক্ষতার অভাব ও অসহযোগিতা ইত্যাদি সমস্যার সম্মুখীন হয়ে থাকে।

ক. কী উদ্দেশ্যে ভোক্তারা 'ভোক্তা সমবায় সমিতি' গঠন করে থাকে? ১
খ. পাবলিক লিমিটেড কোম্পানির বিলোপ সাধন বলতে কী বোঝায়? ২
গ. কল্যাণপুর গ্রামের কৃষকরা কোন সংগঠন প্রতিষ্ঠা করে উপকৃত হয়েছিল তা ব্যাখ্যা কর। ৩
ঘ. প্রতিষ্ঠিত সংগঠনটি হতে কেন কল্যাণপুর গ্রামের কৃষকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর। ৪

৮) জনাব আসলাম একজন ফরমায়েশদাতা। বিক্রেতা রায়হান মাল প্রেরণের পরপরই ফরমায়েশদাতা আসলামকে মাল প্রেরণের সংবাদ দিয়ে একটি পত্র লেখেন। ক্রেতা মাল প্রাপ্তির পর বিক্রেতাকে মূল্য পরিশোধের ব্যবস্থা গ্রহণ করেন।
ক. চালান পত্র কাকে বলে? ১
খ. ক্রেতা-বিক্রেতাকে কয়টি উপায়ে মালের মূল্য পরিশোধ করতে পারে_ ব্যাখ্যা কর। ২
গ. জনাব রায়হানের চালান পত্রটি রচনা করে দেখাও। ৩
ঘ. জনাব রায়হানের পাঠানো মালের মধ্যে চার বেল কাপড় ত্রুটিপূর্ণ_ এক্ষেত্রে ক্রেতা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে তুমি মনে কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। ৪

৯) রিয়ন ও রিমন একটি ব্যবসার দু'জন অংশীদার। যৌথভাবে ব্যবসা পরিচালনা করলেও বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। তাই ব্যবসায়ী মালিক সমিতির মধ্যস্থতায় উভয়কে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন করে স্বতন্ত্রভাবে ব্যবসা করার জন্য বললেন। তবে মূলধন ভাগ হয়ে গেলেও ব্যবসা চালাতে সমস্যা হবে বিধায় তারা একটি চুক্তিপত্র সম্পাদন ও তা মেনে চলার অঙ্গীকারবদ্ধ হন।
ক. অংশীদারি ব্যবসা কী? ১
খ. 'অংশীদারি ব্যবসার মূল ভিত্তি চূড়ান্ত সদ্বিশ্বাস'- ব্যাখ্যা কর ২
গ. ভবিষ্যতে মতবিরোধ এড়াতে রিয়ন ও রিমন চুক্তিপত্রে কী কী বিষয় অন্তর্ভুক্ত করতে পারে? ৩
ঘ. অংশীদারি ব্যবসাকে একমালিকানা ব্যবসা না করে তারা কী কী সুবিধা পেতে পারে তা বিশ্লেষণ কর। ৪
........

অর্থনীতি ২য় পত্র : সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

এইচ এস সি পরীক্ষা ২০১৩
অর্থনীতি ২য় পত্র( সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর)


প্রশ্ন ১ : অর্থ কাকে বলে?

উত্তর : সাধারণত বিনিময়ের মাধ্যমকেই অর্থ বলা হয়। অর্থ একটি বিনিময়ের মাধ্যম যা সবার কাছে গ্রহণযোগ্য, যা দ্বারা দ্রব্য ও সেবা ক্রয়-বিক্রয় এবং সব ধরনের লেনদেন সম্পাদন করা যায়। মোটকথা যা বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের ভাণ্ডার, মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে, তাকেই অর্থ বলে। 
বিভিন্ন দেশে অর্থকে বিভিন্ন নামে অবহিত করা হয়। যেমন_ বাংলাদেশে টাকা, জাপানে ইয়েন, যুক্তরাজ্যে পাউন্ড স্টার্লিং এবং আমেরিকায় ডলার। অর্থনীতিবিদ কোলের ভাষায়, 'অর্থ এমন একটি জিনিস যা সবাই সাধারণভাবে দেনা-পাওনা মেটাতে এবং ঋণ পরিশোধ করতে ব্যবহার করে।' অর্থনীতিবিদ ওয়াকারের মতে, 'অর্থের কাজ দ্বারাই অর্থের পরিচয় পাওয়া যায়।'
সুতরাং বলা যায়, যে বস্তু বিনিময়ের মাধ্যম ও দেনা-পাওনা মেটানোর উপায় হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য এবং যা মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে, তাকেই অর্থ বলা হয়।



প্রশ্ন ২ : জাতীয় আয় কাকে বলে?
উত্তর : কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশে যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবা উৎপন্ন হয়, তার আর্থিক মূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলে। বিভিন্ন অর্থনীতিবিদ নানা দৃষ্টিকোণ থেকে জাতীয় আয়ের সংজ্ঞা দিয়েছেন। 
অধ্যাপক পিএ স্যামুয়েলসন জাতীয় আয়কে একটি প্রবহমান ধারা হিসেবে অবহিত করেন। তার মতে, 'একটি দেশের উৎপাদিত দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের বার্ষিক সর্বমোট প্রবাহের আর্থিক পরিমাপ হলো জাতীয় আয়।' এ সি পিগু জাতীয় আয়কে খাজনা, মজুরি, সুদ ও মুনাফার সমষ্টি হিসেবে অবহিত করেছেন। অধ্যাপক হ্যানসনের ভাষায়, 'জাতীয় আয় হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড হতে সংগৃহীত সব ব্যক্তিগত আয়ের সমষ্টি।'
উপরোক্ত সংজ্ঞা পর্যালোচনা করে বলতে পারি, কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের জনগণের অর্থনৈতিক কার্যক্রমের ফলে মোট যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয়, তার আর্থিক মূল্যকে জাতীয় আয় বলে।

প্রশ্ন ৩ : অর্থের গুরুত্ব বর্ণনা করো ।
উত্তর : আধুনিক অর্থনীতিতে অর্থের গুরুত্ব অপরিসীম। অর্থ যে কেবল বিনিময় প্রথার অসুবিধা দূর করেছে তা নয়, বরং সমাজের উৎপাদন, সঞ্চয়, ভোগ_বণ্টন সর্বক্ষেত্রেই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 'অর্থের ব্যবহার ছাড়া আধুনিক সভ্যতার কথা চিন্তাও করা যায় না। 
অধ্যাপক মার্শালের মতে, 'অর্থকে কেন্দ্র করে অর্থনৈতিক জগৎ আবর্তিত হয়।' আধুনিক অর্থনীতি, সমাজ, রাষ্ট্রীয় অর্থনীতি এবং আর্থ-সামাজিক কাঠামোতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে অর্থর্। আধুনিক অর্থনীতিতে বিনিময়, মূল্য পরিমাপ, মূল্য স্থানান্তর প্রভৃতি ক্ষেত্রে অর্থের ভূমিকা অসীম। 
অর্থকে কেন্দ্র করেই বর্তমান অর্থনৈতিক জগৎ আবর্তিত হচ্ছে। ক্রাউথার যথার্থই বলেছেন, 'অর্থনীতিতে, সমাজ জীবনে, ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত কার্যাবলির ক্ষেত্রে অর্থ একটি অনবদ্য আবিষ্কার, যাকে কেন্দ্র করে বাকি সবকিছুই প্রতিষ্ঠিত।' 
সুতরাং আধুনিক অর্থনীতিতে অর্থের গুরুত্ব অপরিসীম।

প্রশ্ন ৪ : অর্থ সরবরাহের উপাদানগুলো কী কী? 
উত্তর : অর্থের সরবরাহ ধারণাটি নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে মতবিরোধ রয়েছে। অর্থের সরবরাহকে কেউ সংকীর্ণ পরিসরে বিবেচনা করেছেন। আবার কেউ কেউ বিস্তৃত দৃষ্টিভঙ্গিতে অর্থের জোগানের সংজ্ঞা প্রদান করেছেন। সহজ কথায় সরকার কর্তৃক ছাপাকৃত নোট ও কয়েন এবং কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ছাপাকৃত নোটের সমষ্টি যা অনুমোদিত আকারে অর্থনীতিতে বিরাজমান, তাকেই অর্থের জোগান বলে। অর্থাৎ, অর্থের জোগানের মধ্যে প্রচলিত মুদ্রা ও চাহিদা আমানত অন্তর্ভুক্ত। এদিক থেকে অর্থেও সরবরাহ বলতে নিম্নে বর্ণিত দু'টি উপাদানের সমষ্টিকে বোঝায় :
গঝ = ঈট + উউৃ.(১) 
এখানে,
গঝ = অর্থের সরবরাহ।
ঈট = জনগণের হাতের মুদ্রা।
উউ = চাহিদা আমানত।
ওপরের সূত্র অনুযায়ী অর্থের সরবরাহ বলতে জনগণের হাতের মুদ্রা, ব্যাংকে রক্ষিত চাহিদা আমানতের সমষ্টিকে বোঝায়। অধ্যাপক মিল্টন ফ্রিডম্যান ও তার অনুসারীরা অর্থ সরবরাহ বলতে জনগণের হাতের মুদ্রা ব্যাংকে রক্ষিত চাহিদা আমানত এবং মেয়াদি আমানতের সমষ্টিকে বোঝান।
গঝ = ঈট + উউ + ঞউৃ.(২) এখানে,
ঞউ = মেয়াদি আমানতের পরিমাণ।

প্রশ্ন ৫:জাতীয় আয় পরিমাপের পদ্ধতি-সমূহ কী কী?
উত্তর : যে প্রক্রিয়ায় জাতীয় আয়ের হিসাব নিরূপণ করা হয়, তাকে জাতীয় আয়ের পরিমাপ পদ্ধতি বলা যায়। সাধারণত তিনটি পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করা হয়। যেমন_
উৎপাদন পদ্ধতি : এ পদ্ধতি অনুযায়ী জাতীয় আয় পরিমাপে কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশে উৎপাদিত সব বস্তুগত ও অবস্তুগত দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের আর্থিক মূল্যকে ধরা হয়।
আয় পদ্ধতি : এ পদ্ধতিতে উৎপাদন কাজে নিযুক্ত বিভিন্ন উৎপাদনের উপাদান এক বছরে যে অর্থ উপার্জন করে, তার সমষ্টিক পরিমাপ থেকে জাতীয় আয় পাওয়া যায়। 
ব্যয় পদ্ধতি : ব্যয় পদ্ধতি অনুযায়ী কোনো নির্দিষ্ট সময়ে সমাজের সব ব্যয়ের যোগফল থেকে জাতীয় আয় পাওয়া যায়।

প্রশ্ন ৬ : অর্থের কার্যাবলি উল্লেখ কর ।
উত্তর :বর্তমান বাস্তবতায় বিশ্বব্যাপী অর্থ একটি অপরিহার্য উপাদান। অর্থ মানুষের জীবনে সাধারণত তিন ধরনের কার্য সম্পাদন করে থাকে। যেমন : 
ক. বাণিজ্যিক কার্যাবলি।
খ. সামাজিক কার্যাবলি এবং
গ. মনস্তাত্তি্বক কার্যাবলি।
......

এইচ এস সি পরীক্ষা ২০১৩ (পূর্ণাঙ্গ মডেল)অর্থনীতি প্রথমপত্র

এইচ এস সি পরীক্ষা ২০১৩ (পূর্ণাঙ্গ মডেল)
বিষয় : অর্থনীতি  প্রথমপত্র 
(মানবিক বিভাগ)

সময় : ৩ ঘণ্টা 
পূর্ণমান : ১০০
[ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। একই প্রশ্নের বিভিন্ন অংশের উত্তর পর পর লেখা বাঞ্ছনীয়।]

ক-বিভাগ : রচনামূলক প্রশ্ন
১। উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কী বোঝায়? চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।                                                      ৪+৮
অথবা, 
     বাংলাদেশের স্বল্প মাথাপিছু আয়ের কারণগুলো বর্ণনা করো। কিভাবে আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি করা যায়?
২। অপেক্ষক কাকে বলে? নিম্নে প্রদত্ত অপেক্ষক হতে চাহিদা সূচি তৈরি করে চাহিদা রেখা অঙ্কন করো। P=100-2Q     ৪+৮
অথবা,
     চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে? রেখাচিত্রের সাহায্যে স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো।
৩। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। এর ব্যতিক্রমগুলো কী কী?                       ৪+৮
অথবা,
     কৃষির আধুনিকীকরণ বলতে কী বোঝায়? বাংলাদেশে কৃষির আধুনিকীকরণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
৪। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য অর্জন    রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।                                                                                                               ৬+৬
অথবা, 
     বাংলাদেশের শিল্পায়নের পথে সমস্যাগুলো কী কী? এ দেশে শিল্পায়নের উপায় আলোচনা করো।
৫। বাংলাদেশে কৃষিঋণের উৎসসমূহ কী? আমাদের দেশে কৃষিঋণ ব্যবস্থার ত্রুটিগুলো চিহ্নিত করো।                           ৪+৮
অথবা,
     সংগঠন বলতে কী বোঝায়? আধুনিক উৎপাদন ব্যবস্থায় সংগঠনের কার্যাবলি আলোচনা করো।

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্ন
৬। অর্থনীতিতে 'দুষ্প্রাপ্য' ও 'নির্বাচন' বলতে কী বোঝায়?                                                                                      ৫
অথবা, 
     ব্যাষ্টিক ও সমষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য কী? 
৭। অনুন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে পার্থক্য কী?                                                                                              ৫
অথবা, 
     অবকাঠামো বলতে কী বোঝায়? 
৮। চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্যগুলো কী কী?                                                                                                   ৫
অথবা,
     ভোক্তার উদ্বৃত্ত বলতে কী বোঝায়? 
৯। চাহিদার আড়াতাড়ি স্থিতিস্থাপকতা কী?                                                                                                          ৫
অথবা, 
       যোগানের ওপর সময়ের প্রভাব কী? 
১০। ভারসাম্য বলতে কী বোঝায়?                                                                                                                    ৫
অথবা,
       অভ্যন্তরীণ ব্যয় সংকোচ বলতে কী বোঝায়?  
১১। প্রান্তিক কৃষক বলতে কী বোঝায়?                                                                                                               ৫
অথবা,
       বাংলাদেশের কৃষিজাত পণ্য বিপণনের সমস্যাসমূহ কী কী? 
১২। একচেটিয়া বাজার বলতে কী বোঝায়?                                                                                                        ৫
অথবা,
       যৌথ মূলধনী কারবার বলতে কী বোঝায়? 
১৩। শেয়ারবাজার কী?                                                                                                                                 ৫
অথবা,
       বাংলাদেশের কুটির শিল্পের সমস্যাগুলো কী কী? 
.....

সৃজনশীল প্রশ্ন ও উত্তর : ব্যবসায় নীতি ও প্রয়োগ দ্বিতীয়পত্র


সৃজনশীল প্রশ্ন ও উত্তর : ব্যবসায় নীতি ও প্রয়োগ দ্বিতীয়পত্র

প্রশ্ন: হিজবুল বাহার নামক জাহাজটি পণ্য রপ্তানির কাজে নিয়োজিত। যাত্রাপথে জাহাজটি বিভিন্ন ধরনের ঝুঁকির সম্মুখীন হওয়ায় এর মালিক নাভানা সাধারণ বীমা লিমিটেডের সঙ্গে এক বছর মেয়াদি একটি বীমাচুক্তিতে আবদ্ধ হন। ইতিপূর্বে জাহাজটি যে বীমাচুক্তিগুলো সম্পাদন করেছিল তাতে যাত্রার সময় উল্লেখ করেছিল। কিন্তু এই চুক্তিতে তা সুস্পষ্টভাবে উল্লেখ ছিল না। 
ক) মূল্যায়িত বীমা পত্র কী?
খ) পণ্য নিক্ষেপণ বলতে কী বোঝ?
গ) হিজবুল বাহারের মালিক কোন ধরনের নৌবীমা চুক্তিতে আবদ্ধ হয়েছেন? বর্ণনা করো।
ঘ) নাভানা সাধারণ বীমা লিমিটেডের সঙ্গে হিজবুল বাহারের মালিক যে বীমাচুক্তি করেছে তার বৈধতা নিরূপণ করো। 
উত্তর: (ক)
মূল্যায়িত বীমাপত্র: যে বীমাপত্রে বীমাকৃত বিষয়বস্তুর মূল্য উল্লেখ করা থাকে এবং দুর্ঘটনার কারণে উক্ত বিষয়বস্তু ক্ষতিগ্রস্ত হলে চুক্তি অনুযায়ী তার ক্ষতিপূরণ দিয়ে থাকে, তাকে মূল্যায়িত বীমাপত্র বলে। 
উত্তর: (খ)
পণ্য নিক্ষেপণ: পণ্য নিক্ষেপণ বলতে জাহাজের নিরাপত্তার জন্য জাহাজকে হালকা বা বিপদমুক্ত করার লক্ষ্যে স্বেচ্ছায় পণ্য বা জাহাজের কোনো যন্ত্রাংশ ছুড়ে ফেলাকে বোঝায়। পণ্য নিক্ষেপণের ফলে সৃষ্ট ক্ষতি বীমাকারী ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকে। 
উত্তর: (গ)
হিজবুল বাহারের মালিক জাহাজ বীমা চুক্তিতে আবদ্ধ হয়েছেন। সমুদ্রে চলাচলের সময় জাহাজ বিভিন্ন বিপদের সম্মুখীন হতে পারে। এসব বিপদের কারণে সম্ভাব্য ক্ষতির বিরুদ্ধে জাহাজের মালিক বীমাকারীর সঙ্গে যে বীমাপত্র গ্রহণ করা হয় তাকে জাহাজ বীমা বলে।
উদ্দীপকে হিজবুল বাহার নামক জাহাজটির মালিক জাহাজটি ঝুঁকিজনিত ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নাভানা সাধারণ বীমা লিমিটেডের সঙ্গে বীমা চুক্তিতে আবদ্ধ হয়েছেন। এ ধরনের বীমাকে নৌবীমার আলোকে জাহাজ বীমা বলা যায়। সুতরাং হিজবুল বাহারের মালিক বাহার বীমাচুক্তিতে আবদ্ধ হয়েছেন। 
উত্তর: (ঘ)
নাভানা সাধারণ বীমা লিমিটেডের সঙ্গে হিজবুল বাহারের মালিক যে বীমা চুক্তি করেছে আমার মতে, বীমা চুক্তি হিসেবে এটি বৈধতা হারিয়েছে। কারণ, এতে নৌবীমার অন্যতম ব্যক্ত শর্ত যাত্রার সময় উল্লেখ না থাকা। 
নৌবীমাচুক্তির একটি গুরুত্বপূর্ণ ব্যক্ত শর্ত হচ্ছে সমুদ্র যাত্রার সময় বীমাপত্রে উল্লেখ করা। কোন দিন বা কোন সময়ে সংশ্লিষ্ট জাহাজটি পণ্যসামগ্রী নিয়ে যাত্রা শুরু করবে তা চুক্তিপত্রে সুস্পষ্টভাবে প্রকাশ করতে হয়। এ শর্তটি যদি বীমাপত্রে উল্লেখ না থাকে তাহলে নৌবীমাচুক্তি বাতিল বলে গণ্য হয়। 
উদ্দীপকে এক বছর মেয়াদি জাহাজ বীমা চুক্তি যা হিজবুল বাহারের মালিক নাভানা সাধারণ বীমা লিমিটেডের সঙ্গে আবদ্ধ হয়, তাতে যাত্রার সময় সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। এটি একটি ব্যক্ত শর্ত, যা না থাকলে বীমাপত্র বাতিল বলে গণ্য হয়।
সুতরাং হিজবুল বাহারের মালিকের সঙ্গে বীমাকারীর যে চুক্তি তাতে নৌবীমায় ব্যক্ত শর্তের অনুপস্থিতি থাকায় এটি বৈধতা হারিয়েছে বলে আমি মনে করি।

Saturday, March 9, 2013

ব্যবসায় পরিচিতি বিষয়ে এ+ পাওয়ার জন্য


ব্যবসায় পরিচিতি বিষয়ে এ+ পাওয়ার জন্য নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি অবশ্যই গভীরভাবে দৃষ্টি রাখতে হবে:
  • বোর্ডের পাঠ্যবই ভালো করতে পড়তে ও বুঝতে হবে। সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষার প্রস্তুতির জন্য পাঠ্যবই পড়ার কোনো বিকল্প নেই।
  • জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন সাধারণত পাঠ্যবই থেকেই কমন পাবে। প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তর ঠাণ্ডা মাথায় চিন্তা করে লিখবে।
  • অধিক নম্বর প্রাপ্তির জন্য প্রশ্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে প্রশ্নগুলোর উত্তর তুমি নির্ভুলভাবে দিতে পারবে প্রথমেই সেই প্রশ্নগুলো নির্বাচন করবে। এরপর যে প্রশ্নের উত্তরটি সবচেয়ে ভালো জানো সেটি দিয়ে পরীক্ষার খাতায় লেখা শুরু করবে। এভাবে পর্যায়ক্রমে অন্যান্য প্রশ্নের উত্তর করবে।
  • পরীক্ষার প্রশ্নের উত্তর যেন নির্ভুল ও প্রাসঙ্গিক হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এজন্য প্রশ্নে যা চাইবে তাই যথাযথভাবে লিখতে হবে। প্রশ্নের উত্তর লেখার সময় অবশ্যই তোমরা প্রশ্নের মানবণ্টন ও সময়ের প্রতি লক্ষ্য রাখবে।
  •  সুন্দর হাতের লেখা পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করে। তাই প্রশ্নের উত্তর স্পষ্ট ও সুন্দর হস্তাক্ষরে লেখার চেষ্টা করবে।
  • অশুদ্ধ বানানযুক্ত খাতার প্রতি পরীক্ষকের অসন্তুষ্টি ও বিরক্তিবোধ সৃষ্টি করে। তাই শুদ্ধ বানানরীতির প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হবে।
  • সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় বাক্য গঠন করবে। জটিল ও যৌগিক বাক্য যতটা সম্ভব পরিহার করতে হবে।
  • নৈর্ব্যক্তিক অভীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য পাঠ্যবই ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে।
সর্বোপরি পরীক্ষার হলে তোমাদের আত্মবিশ্বাস থাকতে হবে।