Thursday, November 28, 2013

এইচএসসি পরীক্ষা ২০১৪: হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র MCQ




এইচ এস সি পরীক্ষা-২০১৪
হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র
বহুনির্বাচনী প্রশ্নাবলি

১। বিনিময় বিল প্রত্যাখ্যানের ক্ষেত্রে কে রেফারী হিসাবে কাজ করেন?
ক) নোটারী পাবলিক
খ) আদালত
গ) সংশিষ্ট ব্যাংক
ঘ) যথাকালে ধারক
২। এড্রুক লিঃ বাজারে শেয়ার ছাড়ল। এটি কোন ধরণের কোম্পানী?
ক) প্রাইভেট লিঃ কোম্পানী
খ) পাবলিক লিঃ কোম্পানী
গ) বিধিবদ্ধ কোম্পানী
ঘ) হোল্ডিং কোম্পানী
৩। AB লিঃ সমাপনী মজুদ পণ্য ৪৫,০০০ টাকা মূল্যায়নের পর ৫,০০০ টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়ে যায়। বিষয়টি চূড়ান্ত হিসাবে দেখাতে হবে
i. ক্রয়-বিক্রয় হিসাবে ও উদ্বর্ত্তপত্রে সমাপনী মজুদ পণ্য হিসাবে ৫,০০০ টাকা বাদ দিয়ে
ii. ক্রয়-বিক্রয় হিসাবে ক্রেডিট পাশে আগুনে বিনষ্ট পণ্য হিসাবে ৫,০০০ টাকা বাদ দিয়ে
iii. লাভ-লোকসান হিসাবে ডেবিট পাশে আগুনে বিনষ্ট জনিত ক্ষতি হিসাবে ৫,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক) i.
খ) i. ii.
গ) ii. iii.
ঘ) i. , ii. iii.
৪। প্রাপ্তি-প্রদান হিসাব ব্যবসায়ী প্রতিষ্ঠানের কোন হিসাবের অনুরূপ:
ক) ক্রয়-বিক্রয় হিসাব
খ) লাভ-ক্ষতি হিসাব
গ) লাভ-ক্ষতি বণ্টন হিসাব
ঘ) নগদান হিসাব
৫। উৎপাদন হ্রাস-বৃদ্ধি পেলে যে ব্যয় একক প্রতি পরিবর্তন হয় তাকে বলে-
ক) পরিবর্তনশীল ব্যয়
খ) স্থায়ী ব্যয়
গ) আধা পরিবর্তনশীল ব্যয়
ঘ) আধা স্থায়ী ব্যয়
নিচের উদ্দীপকটি পড় এবং ৬ ও ৭ নং প্রশেড়বর উত্তর দাওঃ
রহিম একজন চাল ব্যবসায়ী। রহিম রহমানের নিকট থেকে ১,০০,০০০ টাকার চাল বাকীতে ক্রয় করেন। মূল্য বাবদ রহমান তিন
মাস মেয়াদী একখানা বিল ২০১৩ সালের জানুয়ারির ১ তারিখে প্রস্ত্তত করে। বিলখানা স্বীকৃতির পর রহমান সোনালী ব্যাংক থেকে বার্ষিক ১২% হারে বাট্টা করেন। মেয়াদ শেষে বিলখানি রহিম তার ব্যাংকের মাধ্যমে পরিশোধ করেন। এক্ষেত্রে ব্যাংক চার্জ বাবদ ২০০ টাকা কর্তন করে।
৬। রহমানের বাট্টাকৃত বিলখানির বাট্টার পরিমাণ কত?
ক) ১,০০০
খ) ৩,০০০
গ) ৪,০০০
ঘ) ১২,০০০
৭। ব্যাংক চার্জ বাবদ ব্যাংক যে পরিমাণ টাকা কর্তন করে তার জন্য ব্যাংকের বইয়ে জাবেদা কি হবে?
ক) ব্যাংক চার্জ হিসাব ডেবিট, রহিম হিসাব ক্রেডিট
খ) নগদান হিসাব ডেবিট, ব্যাংক চার্জ হিসাব ক্রেডিট
গ) ব্যাংক চার্জ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
ঘ) রহিম হিসাব ডেবিট, ব্যাংক চার্জ হিসাব ক্রেডিট
৮। বকেয়া খরচ কোন শ্রেণীর হিসাবকে বৃদ্ধি করে?
ক) আয় ও দায়
খ) খরচ ও দায়
গ) খরচ ও আয়
ঘ) সম্পদ ও আয়
৯। কর্মচারী বা কর্মকর্তাকে প্রদত্ত পারিশ্রমিককে কি বলে?
ক) বেতন ও মজুরী
খ) সম্মানী
গ) মজুরী
ঘ) বেতন
১০। ভবিষ্যৎ তহবিল কেন তৈরী করা হয়?
ক) শ্রমিক ও কর্মচারীদের ভবিষ্যতের উনড়বয়নের জন্য
খ) শ্রমিক ও মালিকের ভবিষ্যত উনড়বয়নের জন্য
গ) শ্রমিক ও মালিক মিলে পরবর্তীতে ব্যবসা করার জন্য
ঘ) শ্রমিক ও প্রতিষ্ঠানের ভবিষ্যত উনড়বয়নের জন্য
১১। চলতি অনুপাত কোন শ্রেণীর অনুপাতের অন্তর্ভূক্ত?
ক) উপার্জন ক্ষমতা অনুপাত
খ) কার্যকলাপ অনুপাত
গ) তারল্য অনুপাত
ঘ) স্বচছলতার অনুপাত
১২। ক্ষুদ্র ব্যবসায়কে ঋণ প্রদানের পূর্বে ব্যাংক বিবেচনা করে ঐ ব্যবসায়ের
i. দায়-মালিকানা অনুপাত
ii. চলতি অনুপাত
iii. ত্বরিত অনুপাত
নিচের কোনটি সঠিক?
ক) i.
খ) i. ii.
গ) ii. iii.
ঘ) i. , ii. iii.
নিচের উদ্দীপকটি পড় এবং ১৩ ও ১৪ নং প্রশেড়বর উত্তর দাওঃ
BD লিঃ এর চলতি মূলধন ৩০,০০০ টাকা এবং চলতি অনুপাত ৩:১।
১৩। BD লিঃ এর চলতি সম্পদ এর পরিমাণ কত টাকা?
ক) ১৫,০০০
খ) ৩০,০০০
গ) ৪৫,০০০
ঘ) ৯০,০০০
১৪। BD লিঃ এর চলতি দায় এর পরিমাণ কত টাকা?
ক) ১০,০০০
খ) ১৫,০০০
গ) ২০,০০০
ঘ) ৩০,০০০
১৫। ক্রয়-বিক্রয় হিসাবের ডেবিট উদ্বৃত্তকে কি বলে?
ক) মোট লাভ
খ) মোট ক্ষতি
গ) নীট লাভ
ঘ) নীট ক্ষতি
১৬। ভবিষ্যতে অংশীদারদের মধ্যে সষ্ট ঝগড়া বিবাদ বা বিরোধ সহজে মীমাংসা করা যায়-
ক) অংশীদারী আইনের সাহায্যে
খ) লিখিত চুক্তির সাহায্যে
গ) আদালতের সাহায্যে
ঘ) কোন অংশীদার দোষী সাব্যস্ত হলে
১৭। চুক্তির অবর্তমানে দুইজন অংশীদারের মধ্যে লাভ-ক্ষতি বণ্টনের অনুপাত হবে কোনটি?
ক) ১:১
খ) ২:১
গ) ১:২
ঘ) ১:৩
১৮। রিমন ও জীবন দুইজন অংশীদার। তাদের মূলধনের প্রারম্ভিক উদ্বর্ত্ত ছিল যথাক্রমে ৪,৬০,০০০ টাকা ও ৫,৮০,০০০ টাকা। ঐ বছর ব্যবসায়ের নিট মুনাফার পরিমাণ ২,৫০,০০০ টাকা। রিমন ও জীবন বছরে যথাক্রমে ৪৫,০০০ টাকা ও ৫৫,০০০ টাকা বেতন পায় যা তারা কারবার থেকে গ্রহণ করেছে। বছর শেষে রিমনের মূলধন হিসাবের জের কত টাকা হবে?
ক) ৫,৩৫,০০০
খ) ৫,৮০,০০০
গ) ৫,৯০,০০০
ঘ) ৬,১০,০০০
১৯। মূখ্য ব্যয়ের উপাদান হল
i.ব্যবহৃত কাঁচামাল
ii. কারখানার উপরি ব্যয়
iii. প্রত্যক্ষ মজুরী
নিচের কোনটি সঠিক?
ক) i.
খ) i. ii.
গ) ii. iii.
ঘ) i. , ii. iii.
নিচের উদ্দীপকটি পড় এবং ২০ ও ২১ নং প্রশেড়বর উত্তর দাওঃ
প্রমি এককভাবে সমীম দায়ের ভিত্তিতে একটি ব্যবসায় পরিচালনা করে আসলেও ব্যবসায়ে সাফল্য আসছিল না। তাই সে অর্থসংস্থান
জনিত সমস্যা, দায়-দায়িতব বহন ইত্যাদি দূরীভতূ করার জন্য বন্ধু অমিকে সাথে নিয়ে ব্যবসায়টিকে অসীম দায়ের ব্যবসায়ে পরিণত
করল। ফলে তারা ব্যবসায়ে সফল হয়েছে।
২০। বর্তমানে প্রমি ও অমির ব্যবসায়টি কোন ধরণের সংগঠন?
ক) এক মালিকানা কারবার
খ) সমবায় সমিতি
গ) প্রাইভেট লিমিটেড কোম্পানি
ঘ) অংশীদারী কারবার
২১। প্রমির পূর্বের ব্যবসায়ে সাফ্যর না পাওয়ার কারণ
i.জনগনের বিশ্বাসের অভাব
ii. ঋণের সুযোগ না থাকা
iii. প্রতিষ্ঠানের প্রয়োজনীয় মূলধনের অভাব থাকা
নিচের কোনটি সঠিক?
ক) i.
খ) i. ii.
গ) ii. iii.
ঘ) i. , ii. iii.
২২। প্রাইভেট লিঃ কোম্পানীর সদস্য সংখ্যা কত?
ক) ২ থেকে ১০ জন
খ) ২ থেকে ২০ জন
গ) ২ থেকে ৫০ জন
ঘ) ৭ থেকে ৫০ জন
নিচের উদ্দীপকটি পড় এবং ২৩ ও ২৪ নং প্রশেড়বর উত্তর দাওঃ
মহানন্দা লিঃ প্রতি শেয়ার ১০ টাকা মূল্যের ১০,০০০ শেয়ারে নিবন্ধিত হয়। প্রতি শেয়ার ২ টাকা অবহারে ৬,০০০ শেয়ার জনসাধারণের কাছে বিক্রয়ের উদ্দেশ্যে নিমড়ব পন্থায় ইস্যু করল। প্রতি শেয়ার আবেদনে ২.০০ টাকা আবণ্টনে ৩.০০ টাকা এবং তলবে ৩.০০ টাকা।
২৩। আবণ্টন কিস্তি পর্যন্ত মহানন্দা লিঃ এর ব্যাংকে কত টাকা জমা হবে?
ক) ১৮,০০০
খ) ৩০,০০০
গ) ৫০,০০০
ঘ) ৬০,০০০
২৪। কাল্পনিক সম্পদের উপর ১০% অবলোপন করলে বছর শেষে উদ্বৃত্তপত্রে কাল্পনিক সম্পদ হিসাবে কত টাকা দেখা যাবে?
ক) ১০,৮০০
খ) ১৮,০০০
গ) ২৭,০০০
ঘ) ৪৩,০০০
২৫। অনাদায়ী পাওনা কারবারের জন্য-
ক) নিশ্চিত ক্ষতি
খ) অনিশ্চিত ক্ষতি
গ) সম্ভাব্য ক্ষতি
ঘ) নীট ক্ষতি
২৬। প্রতি বছর সমপরিমাণ অবচয় ধার্য করার পদ্ধতিকে কি পদ্ধতি বলে?
ক) সরল রৈখিক
খ) ক্রমহ্রাসমান জের
গ) উৎপাদন একক
ঘ) বর্ষ সংখ্যা সমষ্টি
২৭। কিভাবে প্যাটেণ্ট এর অবলোপন ঘটে?
ক) ব্যবহারজনিত কারণে
খ) নিঃশেষ হওয়ার কারণে
গ) দুর্ঘটনাজনিত কারণে
ঘ) সময় অতিবাহিত হওয়ার কারণে
নিচের উদ্দীপকটি পড় এবং ২৮ ও ২৯ নং প্রশেড়বর উত্তর দাওঃ
রূপম মেটাল ইন্ডাস্ট্রিজ কর্তক ২০১২ সালের ১ জানুয়ারী তারিখে ১,০০,০০০ টাকায় একটি যন্ত্র ক্রয় করা হয়। যার ভ্যাট ও সংস্থাপন ব্যয় বাবদ যথাক্রমে, ১৫,০০০ টাকা ও ১০,০০০ টাকা প্রদান করে। ২০% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত নেয়।
২৮। যন্ত্রটির মূল্য কত টাকা?
ক) ১,০০,০০০
খ) ১,১০,০০০
গ) ১,১৫,০০০
ঘ) ১,২৫,০০০
২৯। যন্ত্রটি ২য় বছর শেষে ৫০,০০০ টাকায় বিক্রয় করলে রূপম মেটাল ইণ্টাস্ট্রিজের আর্থিক ফলাফলের উপর কি প্রভাব পড়বে?
ক) নীট মুনাফা ৩০,০০০ টাকা বৃদ্ধি পাবে
খ) নীট মুনাফা ৩০,০০০ টাকা হ্রাস পাবে
গ) নীট মুনাফা ৫০,০০০ টাকা বৃদ্ধি পাবে
ঘ) নীট মুনাফা ৫০,০০০ টাকা হ্রাস পাবে
৩০। যন্ত্রপাতির মূল্য ২,০০,০০০ টাকাযন্ত্রপাতির ভগড়বাবশেষ মূল্য ২০,০০০ টাকা এবং অবচয়ের হার ১০%। সরল রৈখিক
পদ্ধতিতে বার্ষিক অবচয় কত টাকা?
ক) ১৮,০০০
খ) ২০,০০০
গ) ২২,০০০
ঘ) ৩৬,০০০
৩১। তানজিব এন্ড কোং এর বছরে মোট ধারে বিক্রয়ের পরিমাণ ২,০০,০০০ টাকা। বছরে অলিখিত অনাদায়ী পাওনার পরিমাণ ২০,০০০ টাকা এবং দেনাদারের নিকট থেকে বছরে আদায় ১,০০,০০০ টাকা হলে বছর শেষে প্রকৃত দেনাদারের পরিমাণ কত টাকা?
ক) ৮০,০০০
খ) ১,০০,০০০
গ) ১,২০,০০০
ঘ) ১,৮০,০০০
৩২। একটি হিসাব বছরের জন্য প্রদত্ত ও প্রাপ্ত শিক্ষানবীশ ভাতা এবং শিক্ষা নবীশ সেলামী দফা দু’টির-
ক) প্রথমটি ব্যয় পরেরটি আয়
খ) প্রথমটি আয় পরেরটি ব্যয়
গ) প্রথমটি ব্যয় পরেরটি সম্পদ
ঘ) প্রথমটি ব্যয় পরেরটি দায়
৩৩। কোন বিলের ক্ষেত্রে অনুগ্রহ দিবস থাকে না?
ক) আভ্যন্তরীন বিল
খ) বৈদেশিক বিল
গ) চাহিবামাত্র বিল
ঘ) উপযোগ বিল
৩৪। আদেষ্টা ও আদিষ্ট নিজেদের মধ্যে অথ সংস্থানকারী বিল ব্যবহার করে
i. সাময়িক আর্থিক সমস্যা সমাধানের জন্য
ii. আদেষ্টা ও আদিষ্টের মধ্যে বন্ধুতব বৃদ্ধির জন্য
iii. চলতি মূলধনের সমস্যা সমাধানের জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i.
খ) i.
গ) i. ii.
ঘ) i. iii.
৩৫। নিচের কোনটি অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান?
ক) আইনজীবী সংঘ
খ) বীমা কোম্পানী
গ) শিক্ষা প্রতিষ্ঠান
ঘ) হিসাব বিজ্ঞানী সংঘ
নিচের উদ্দীপকটি পড় এবং ৩৬ ও ৩৭ নং প্রশেড়বর উত্তর দাওঃ
জনাব আলী একজন আয়কর উপদেষ্টা। বছরে উপদেষ্ট সেবা ফিস বাবদ পেয়েছেন ৪০,০০০ টাকা। উক্ত বছরে সেবা ফিস বকেয়া আছে ১০,০০০ টাকা এবং অগ্রিম সেবা ফিস বাবদ প্রাপ্তি ১৫,০০০ টাকা।
৩৬। আয়-ব্যয় হিসাবে উপদেষ্টা সেবা ফিস বাবদ কত টাকা দেখাতে হবে?
ক) ১৫,০০০
খ) ৩৫,০০০
গ) ৪৫,০০০
ঘ) ৬৫,০০০
৩৭। উদ্বর্ত্ত পত্রের দায় পাশের্ব উপদেষ্টা সেবা ফিস বাবদ কত টাকা দেখাতে হবে?
ক) ১০,০০০
খ) ১৫,০০০
গ) ৩০,০০০
ঘ) ৪০,০০০
৩৮। প্রতিষ্ঠানের অভ্যন্তরে শ্রমিকগণ যে পরিমাণ সময় অবস্থান করে তা নির্ণয়ের জন্য যে রেজিস্ট্রার বা কার্ড ব্যবহার হয়, সেটাকে
কি কার্ড বলে?
ক) জব কার্ড
খ) সময় কার্ড
গ) বিন কার্ড
ঘ) আইডি কার্ড
৩৯। কোন অনুপাতটি কারবারের দীর্ঘকালীন স্বচছলতা যাচাইয়ে ব্যবহৃত হয়?
ক) চলতি অনুপাত
খ) ত্বরিত অনুপাত
গ) মূলধন গিয়ারিং অনুপাত
ঘ) নীট লাভ অনুপাত
৪০। শ্রমিক কর্মচারীদের অনার্থিক সুবিধা কোনটি?
ক) বিনোদনের ব্যবস্থা
খ) মহার্ঘ ভাতা
গ) বোনাস
ঘ) আনুতোষিক

No comments:

Post a Comment