এসএসসি পরীক্ষা ২০১৪ (মডেল প্রশ্ন)
ব্যবসায় পরিচিতি (বহুনির্বাচনি প্রশ্ন)
সময়: ৪০ মিনিট
পূর্ণমান: ৪০ নম্বর
[ বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত নৈর্বাক্তিক
অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত
বৃত্তসমূহ হতে সঠিক/সবোর্ৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ
ভরাট করা। প্রতি প্রশ্নের মান ১। ]
1.
কোনটিকে
ব্যবসায় বলা যায়?
ক)
শ্রমিকের নিজস্ব পণ্য বহন
খ)
চাষীর নিজস্ব খাদ্য উৎপাদন
গ)
মায়ের সন্তান লালন-পালন
ঘ)
পরিবহনের মাধ্যমে যাত্রী বহন
2. কোনটি সামাজিক পরিবেশের সাথে সম্পর্কিত ?
ক)
সরকার
খ)
পরিবহন
গ)
জনসংখ্যা
ঘ)
জলবায়ু
3. ‘নিবন্ধন পত্র’ পাওয়া পর পরই ব্যবসায় আরম্ভ
করতে পারে-
i)
প্রাইভেট লিমিটেড কোম্পানি
ii) পাবলিক লিমিটেড কোম্পানি
iii) অংশীদারি ব্যবসায়
নিচের
কোনটি সঠিক?
ক)
i
খ)
ii
গ) i ও ii
ঘ) i, ii ও iii
4. নিচের কোনটি রাষ্ট্রীয় ব্যবসায়ের একটি মৌলিক
নীতি?
ক)
সম্পদের সুসম বন্টন
খ)
নতুন শিল্প স্থাপন
গ)
বেকার সমস্যা দূরীকরণ
ঘ)
জনগণের অধিকার রক্ষা
5. গুল বক্স ভূইঁয়া কত সালে সুতার পাইকারী
ডিলার নিযুক্ত হন?
ক)
১৯৪৩ সালে
খ)
১৯৪৭ সালে
গ)
১৯৪৯ সালে
ঘ)
১৯৫৩ সালে
6. পণ্যের মালিকানা পরিবর্তন হয় -
i)
পণ্য ক্রয়ের মাধ্যমে
ii) পণ্য বিক্রয়ের মাধ্যমে
iii) পণ্য উৎপাদনের মাধ্যমে
নিচের
কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
iও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
7. নিচের কোনটির জন্য প্রাপক ও প্রেরকের বিশেষ
ধরনের ঠিকানা ব্যবহার করতে হয়?
ক)
ই-মেইল
খ)
ফ্যাক্স
গ)
তারবার্তা
ঘ)
রেজিষ্টার্ড চিঠি
নিচের অনুচ্ছেদটি পড় এবং পরবর্তী দু’টি
প্রশ্নের উত্তর দাও:
জুবায়ের
গোপালগঞ্জ জেলা শহরের একজন ব্যবসায়ী। তিনি ১৫% কমিশনে ‘‘লিভার ব্রার্দাস’’এর পণ্য
বিক্রয় করেন এবং লাভবান হন।
8. জুবায়ের কি ধরণের পাইকার?
ক)
সাধারণ
খ)
জাতীয়
গ)
বিশেষ
ঘ)
আঞ্চলিক।
9. জুবায়েরের ব্যবসায় লাভজনক হওয়ার কারণ-
i)
নিজের অর্থে ব্যবসায় করেন না
ii) নিজের ইচ্ছামত পণ্যের মূল্য নির্ধারন করতে পারেন
iii) লাভ-ক্ষতির জন্য তার দায়বদ্ধতা নেই
নিচের
কোনটি সঠিক?
ক)
i
খ)
ii
গ) i ও ii
ঘ) i, ii ও iii
10. প্রত্যক্ষ সেবার অর্ন্তভুক্ত কোনটি?
ক)
বিদ্যুৎ উৎপাদন
খ)
হিসাব নিরীক্ষা
গ)
ঘর-বাড়ি তৈরি
ঘ)
গাছের চারা উৎপাদন
ক)
ত্যাগ
খ)
প্রতিদান
গ)
স্বার্থ
ঘ)
ক্ষতি
12. চাহিবামাত্র টাকা প্রদানের নির্দেশ থাকে
কোনটিতে?
ক)
দাগকাটা চেকে
খ)
প্রাপ্য বিলে
গ)
প্রদেয় বিলে
ঘ)
ব্যাংক ড্রাফট
13. ভবিষ্যৎ কর্মপন্থার ছক নির্ধারণকে কি বলে?
ক)
পরিকল্পনা
খ)
কর্ম পদ্ধতি
গ)
নির্দেশনা
ঘ)
সিদ্ধান্ত গ্রহণ
14. পাইকারের প্রথম কাজ কী?
ক)
পণ্য সংরক্ষণ
খ)
পুঁজি সরবরাহ
গ)
ঝুঁকি গ্রহণ
ঘ)
পণ্য সংগ্রহ
15. বিসিক জেলা প্রধান কর্মকর্তা কি হিসাবে কাজ
করেন?
ক)
কমিটির প্রধান
খ)
জেলা কর্মকর্তা
গ)
নির্বাহী প্রকৌশলী
ঘ)
সদস্য-সচিব
নিচের উদ্দীপকটি পড় এবং পরবর্তী দু’টি
প্রশ্নের উত্তর দাও:
যশোরের
মর্জিনা বেগম তার পরিবারের সদস্যদের নিয়ে নিজ এলাকায় উৎপাদিত বেত দিয়ে চেয়ার,
টেবিল, ঝুড়ি ইত্যাদি তৈরি করেন। এ থেকে সে সফলতা অর্জন করেন।
16. মর্জিনা বেগমের শিল্পটি কোন ধরনের?
ক)
বৃহৎ শিল্প
খ)
মাঝারি শিল্প
গ)
কুটির শিল্প
ঘ)
ক্ষুদ্র শিল্প
17. জাতীয় অর্থনীতিতে মর্জিনা বেগমের অবদান হল-
i)
কর্মসংস্থান সৃষ্টি
ii) স্থানীয় সম্পদের সদ্ব্যবহার
iii) উদ্যেক্তার প্রতিভা লালন
নিচের
কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
18. সতরঞ্জি কোন শিল্পের অর্ন্তগত?
ক)
পাট শিল্প
খ)
হস্ত শিল্প
গ)
বেত শিল্প
ঘ)
তাঁত শিল্প
19. ফারুক সাহেব একটি টেক্সটাইল শিল্পের
ম্যানেজার। তার সঠিক উৎপাদনের জন্য বাজার তথ্য প্রয়োজন। সুতরাং তার বাজার তথ্য
প্রয়োজন-
i)
পণ্য উৎপাদনে
ii) পণ্য বাজারজাত করনে
iii) পণ্য সরবরাহে
নিচের
কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
20. নিজেই নিজের কর্মসংস্থান করাকে কী বলে?
ক)
ব্যবসায়
খ)
বাণিজ্য
গ)
চাকুরি
ঘ)
আত্মকর্মসংস্থান
21. সঞ্চয়ী হিসাবে জমা টাকার উপর বছরে কত বার
সুদ দেওয়া হয়?
ক)
একবার
খ)
দুইবার
গ)
তিনবার
ঘ)
চারবার
22. খন্ডকালীন বেকারত্ব দূর করার ক্ষেত্রে নিচের
কোনটি গ্রামীণ এলাকায় গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ভূমিকা পালন করে?
ক)
ক্ষুদ্র ও কুটির শিল্প
খ)
মাঝারি শিল্প
গ)
বৃহৎ শিল্প
ঘ)
সেবা শিল্প
23. কোনটি সর্বাপেক্ষা তরল সম্পদ?
ক)
পারদ
খ)
অর্থ
গ)
পানি
ঘ)
পেট্রোল
নিচের অনুচেছদটি পড় এবং পরবর্তী দু’টি
প্রশ্নের উত্তর দাও।
রেহানা
পারভিন একজন গৃহিনী। তার স্বামী ৫ বছর যাবৎ দুবাই থাকেন। তিনি ছেলে-মেয়েদের
ভবিষ্যৎ চিন্তা করে ৫ লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে চান।
24. রেহানা পারভিন কোন ব্যবস্থা গ্রহন করলে
উপযুক্ত হবে?
ক)
সঞ্চয়ী হিসাব খোলা
খ)
চলতি হিসাব খোলা
গ)
স্থায়ী হিসাব খোলা
ঘ)
প্রাইজবন্ড ক্রয় করা
25. রেহানা পারভিনের হিসাবটি থেকে তিনি কত দিন
পর পর টাকা তুলবে পারবেন?
i)
প্রতি ছয়মাস পর পর
ii) এককালীন
iii) বছরে একবার
নিচের
কোনটি সঠিক?
ক)
i
খ)
ii
গ) i ও ii
ঘ) ii ও iii
26. পৌর এলাকায় কে ট্রেড লাইসেন্স প্রদান করেন?
ক)
কমিশনার
খ)
জেলা প্রশাসন
গ)
পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা
ঘ)
আঞ্চলিক পাইকার
27. আমাদের দেশে কোন অঞ্চলে প্রচুর পাইকারি
ব্যবসায় গড়ে উঠেছে?
ক)
নদী-বন্দর
খ)
সমুদ্র বন্দর
গ)
বিমান বন্দর
ঘ)
রেল ষ্টেশন
28. সহজ ও স্বল্প ব্যয় সাপেক্ষ যোগাযোগ মাধ্যম
কোনটি ?
ক)
পত্র
খ)
ফ্যাক্স
গ)
টেলেক্স
ঘ)
টেলিগ্রাম
29. ব্যবসায়ের লক্ষ্য অর্জনে কোনটি অতীব
প্রয়োজন?
ক)
পরিকল্পনা প্রণয়ন
খ)
বাজার তদারকিকরণ
গ)
নির্দেশনা দান
ঘ)
শ্রমিক ও মালিক সৌহার্দপূর্ণ সম্পর্ক
30. বিক্রেতা কর্তৃক প্রেরিত পত্র হলো-
i)
চালানপত্র
ii) ফরমায়েশ স্বীকৃতিপত্র
iii) মীমাংসাপত্র
নিচের
কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
iও iii
গ)
ii ও iii
ঘ)
i, ii
ও iii
31. ব্যক্তিগত তথ্যানুসন্ধান পত্র কে লিখেন?
ক)
জেলা প্রশাসক
খ)
নিয়োগ কর্তা
গ)
আবেদন কারী
ঘ)
সরবরাহকারী
32. ক্রেতা বিক্রেতাকে পণ্যের মূল্য পরিশোধ করতে
পারে -
i)
চেক প্রদান ও পোস্টাল অর্ডার প্রেরন করে
ii) ব্যাংকড্রাফ্ট প্রেরণ করে
iii) নগদ টাকা প্রদান করে
নিচের
কোনটি সঠিক?
ক)
i ও ii
খ)
i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
33. ক্ষুদ্র শিল্পের বিনিয়োগ কত টাকার মধ্যে
সীমিত থাকতে হবে?
ক)
৫ লক্ষ টাকা
খ)
৫০ লক্ষ টাকা
গ)
১.৫ কোটি টাকা
ঘ)
১০ কোটি টাকা
34. পণ্যকে পর্যায়িতকরন করা হয় কেন?
ক)
উৎপাদনের সুবিধার জন্য
খ)
বিপননের সুবিধার জন্য
গ)
বিজ্ঞাপনের সুবিধার জন্য
ঘ)
ক্রয়-বিক্রয়ের সুবিধার জন্য
35. আম বিক্রেতা জামিল তার দোকানের আম গুলোকে
এমন ভাবে সাজান যাতে ক্রেতারা সহজেই আকৃষ্ট হয়। জামিল আম বিক্রয় করতে কোন কৌশল
ব্যবহার করেন?
ক)
প্রমিতকরন
খ)
বিভাগীয়করন
গ)
বিজ্ঞাপন
ঘ)
দোকান সজ্জ্বাকরন
36. খুচরা ব্যবসায়ের গুরুত্বপূর্ণ কাজ কোনটি?
ক)
ক্রয়
খ)
বিক্রয়
গ)
মূল্য নির্ধারন
ঘ)
বিজ্ঞাপন
37. কে কৃষকদের নিকট থেকে নির্দিষ্ট দরে প্রচুর
পরিমান কৃষিপণ্য ক্রয় করে?
ক)
পাইকার
খ)
দালাল
গ)
খুচরা বিক্রেতা
ঘ)
বাংলাদেশ সরকার
38. চিঠি রেজিস্ট্রি করতে নিয়মিত মাশুল ছাড়াও
অতিরিক্ত কত টাকার ডাক টিকেট দিতে হয়?
ক)
দুই টাকা
খ)
তিন টাকা
গ)
চার টাকা
ঘ)
পাঁচ টাকা
নিচের অনুচ্ছেদটি পড়ে পরবর্তী দু’টি
প্রশ্নের উত্তর দাও:
ঢাকার
ইসলাম পুরের সফিক এন্ড ব্রাদার্সের কাছে খুলনার আলীজ বস্ত্রালয় বাকিতে কাপড় ক্রয়ের
জন্য ফরমায়েশ পত্র পাঠায়। সম্পূর্ণ অপরিচিত বলে পরিচয় সূত্র হিসাবে আলীজ বস্ত্রালয়
রমনার এম সাহেব আলী কোম্পানির নাম উল্লেখ করেন।
39. সফিক এন্ড ব্রাদার্স-এর ব্যবস্থাপক কোন
ধরণের অনুসন্ধান পত্র লিখেন?
ক)
ব্যক্তিগত তথ্যানুসন্ধান
খ)
ব্যবসায়িক তথ্যানুসন্ধান
গ)
সামাজিক তথ্যানুসন্ধান
ঘ)
পারিবারিক তথ্যানুসন্ধান
40. উপরোক্ত অনুসন্ধান পত্রে আলীজ বস্ত্রালয়-এর
অবস্থান কি?
ক)
ফরমায়েশ দাতা
খ)
ফরমায়েশ গ্রহীতা
গ)
জিজ্ঞাসিত ফরমায়েশ দাতা
ঘ)
উত্তর দাতা
[উত্তর সংকেত: ১(ঘ);
২(গ); ৩(ক); ৪(ক); ৫(ঘ); ৬(ক); ৭(ক); ৮(গ); ৯(ঘ); ১০(খ); ১১(খ); ১২(ঘ); ১৩(ক); ১৪(ঘ);
১৫(ঘ); ১৬(গ); ১৭(ঘ); ১৮(খ); ১৯(ক); ২০(ঘ); ২১(খ); ২২(ক); ২৩(খ); ২৪(গ); ২৫(খ); ২৬(গ);
২৭(ক); ২৮(ক); ২৯(ঘ); ৩০(ঘ); ৩১(খ); ৩২(ঘ); ৩৩(ঘ); ৩৪(ঘ); ৩৫(গ); ৩৬(গ); ৩৭(ক); ৩৮(গ);
৩৯(খ); ৪০(গ)]
No comments:
Post a Comment