Monday, November 18, 2013

ব্যবসায় পরিচিত: গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নাবলি: পর্ব-০১



এসএসসি পরীক্ষা ২০১৪
ব্যবসায় পরিচিতি
(গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নাবলি)


পর্ব-০১ : নির্বাচনি পরীক্ষা-২০১৩; বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম

প্রশ্ন: বিমা চুক্তির মূল্যবান শর্ত কোনটি?
উত্তর: বিমা চুক্তির মূল্যবান শর্ত হল ঝুঁকি আরম্ভ ও সমাপ্তির সময় উল্লেখ।
প্রশ্ন: জাপানের মুদ্রার নাম কী?
উত্তর: জাপানের মুদ্রার নাম ইয়েন।
প্রশ্ন: সকলের নিকট গ্রহণযোগ্য বিনিময়ের মাধ্যমকে কী বলা হয়?
উত্তর: সকলের নিকট গ্রহণযোগ্য বিনিময়ের মাধ্যমকে অর্থ বলা হয়।
প্রশ্ন: পণ্যের মান নির্দিষ্টকরণকে কী বলে?
উত্তর: পণ্যের মান নির্দিষ্টকরণকে প্রমিতকরণ বলে।
প্রশ্ন: ‘Business’ শব্দের আক্ষরিক অর্থ কী?
উত্তর: ‘Business’ শব্দের আক্ষরিক অর্থ হল ‘ব্যস্ত থাকা’।
প্রশ্ন: সীমিত দায় কোম্পানি কত প্রকার?
উত্তর: সীমিত দায় কোম্পানি দুই প্রকার।
প্রশ্ন: কারা উৎপাদক ও খুচরা ব্যবসায়ীদের মধ্যে যোগসূত্র স্থাপন করে?
উত্তর: ‘পাইকার’  উৎপাদক ও খুচরা ব্যবসায়ীদের মধ্যে যোগসূত্র স্থাপন করে।
প্রশ্ন: কোনটি ক্রেতার পণ্যের জ্ঞান সম্পর্কিত প্রতিবন্ধকতা দূর করে?
উত্তর: ‘বিজ্ঞাপন’ ক্রেতার পণ্যের জ্ঞান সম্পর্কিত প্রতিবন্ধকতা দূর করে।
প্রশ্ন: কোন ধরণের পত্র লেখা আজকাল রেওয়াজে পরিণত হয়েছে?
উত্তর: ‘অর্ডার স্বীকারপত্র’ বা ‘ফরমায়েশের স্বীকৃতিপত্র’ লেখা আজকাল রেওয়াজে পরিণত হয়েছে।

No comments:

Post a Comment