Monday, April 8, 2013

অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল প্রথমপত্র(সম্ভাব্য প্রশ্নাবলি): একাদশ শ্রেণি সমাপনী পরীক্ষা – ২০১৩


বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম
অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল প্রথমপত্র
একাদশ শ্রেণি সমাপনী পরীক্ষা – ২০১৩ (সম্ভাব্য প্রশ্নাবলি)

রচনামূলক প্রশ্ন:


  • অর্থনৈতিক ব্যবস্থা বলতে কী বোঝায়? মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।
  • উন্নত ও অনুন্নত অর্থনীতি কী? বাংলাদেশের অর্থনীতি কি উন্নত, অনুন্নত না কি উন্নয়নশীল? ব্যাখ্যা কর।
  •  ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা কর। এই বিধিটির ব্যতিক্রমগুলো কী?
  • চাহিদা সূচি কাকে বলে? একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অংকন কর।
  • চিত্রসহকারে চাহিদা ও যোগানের পারস্পরিক প্রভাবে কীভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয়? ব্যাখা কর।
  • সমালোচনাসহ জাতীয় আয়ের বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বটি ব্যাখ্যা কর।
  • উৎপাদন কাকে বলে? উৎপাদনের উপকরণসমূহের তুলনামূলক গুরুত্ব আলোচনা কর।
  • সমালোচনাসহ ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি ব্যাখ্যা কর।
  • একচেটিয়া বাজার কী? একচেটিয়া বাজারে  ফার্মের স্বল্পকালীন ভারসাম্য কীভাবে নির্ধারিত হয়? চিত্রসহকারে ব্যাখ্যা কর।
  • সমালোচনা সহ রিকার্ডোর খাজনা তত্ত্বটি ব্যাখ্যা কর।
  • অর্থের সংজ্ঞা দাও। আধুনিক অর্থনীতিতে অর্থের কার্যাবলি বর্ণনা কর।
  • মুদ্রাস্ফীতি বলতে কী বোঝায়? বাংলাদেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির কারণসমূহ ব্যাখ্যা কর।
  • অর্থের পরিমাণ তত্ত্বের ফিশারীয় ভাষ্যটি সমালোচনাসহ ব্যাখ্যা কর।
  • সরকারি ব্যয় কাকে বলে? সরকারি ব্যয়ের প্রধান খাতগুলো বর্ণনা কর।
  • আন্তর্জাতিক বাণিজ্যের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক বাণিজ্য ও অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পার্থক্য নির্দেশ কর।

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:
  •  ব্যষ্টিক ও সমষ্টিক অর্থনীতি বলতে কী বোঝায়?
  • প্রবৃদ্ধি ও উন্নয়নের মধ্যে পার্থক্য লিখ।
  • সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে সম্পর্ক কী?
  • চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য কী?
  • স্বাধীন ও অধীন চলক বলতে কী বোঝায়?
  • উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে?
  • সুযোগ ব্যয় বলতে কী বোঝায়?
  • মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ কাকে বলে?
  • ব্যবহারিক মূল্য ও বিনিময় মূল্যের মধ্যে পার্থক্য কী?
  • শ্রমের গতিশীলতা বলতে কী বুঝ?
  • অভাবের বৈশিষ্ট্যগুলো কী?
  • ভূমির বৈশিষ্ট্যগুলো কী কী?
  • পরিবর্তক দ্রব্য ও পরিপূরক দ্রব্যে কাকে বলে?
  • যোগান বিধিটি ব্যাখ্যা কর।
  • অনুপার্জিত আয় বলতে কী বোঝায়?
  • আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য নির্দেশ কর।
  • ভোক্তার উদ্বৃত্ত বলতে কী বোঝায়?
  • অভ্যন্তরীণ ও বহিস্থ ব্যয়সংকোচ বলতে কী বোঝায়?
  • মোট জাতীয় উৎপাদন ও নিট জাতীয় উৎপাদনের মধ্যে পার্থক্য কী?
  • গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় বলতে কী বোঝায়?
  • সুদ কেন দেয়া হয়?
  • মোট সুদ ও নিট সুদের মধ্যে পার্থক্য দেখাও।
  • দ্রব্য বিনিময় প্রথা কাকে বলে?
  • প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
  • রাজস্ব বাজেট ও মূলধনী বাজেটের মধ্যে পার্থক্য কী?
  • উদ্বৃত্ত বাজেট ও ঘাটতি বাজেটের মধ্যে পার্থক্য কী?
  • করের কানুনগুলো কী?
  • বাণিজ্যের ভারসাম্য ও লেনদেন ভারসাম্যের মধ্যে পার্থক্য কী কী?
....

No comments:

Post a Comment