বাংলাদেশ
ও বিশ্বপরিচয়
সংক্ষিপ্ত
প্রশ্ন :
১। মানুষের
মৌলিক চাহিদাগুলো কী কী?
উত্তর :
মানুষের মৌলিক চাহিদাগুলো হলো- খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি।
২। বাংলাদেশে
প্রতিবছর খাদ্য ঘাটতি কত?
উত্তর :
বাংলাদেশে প্রতিবছর প্রায় ২৫ লাখ টন খাদ্য ঘাটতি হয়।
৩।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে প্রায়ই কী অসম্ভব হয়ে পড়ে?
উত্তর :
অতিরিক্ত জনসংখ্যার মৌলিক চাহিদা পূরণ করা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের প্রায়ই
অসম্ভব হয়ে পড়ে।
৪।
বাংলাদেশের খাদ্য ঘাটতির একটি প্রধান কারণ কী?
উত্তর :
অতিরিক্ত জনসংখ্যা বাংলাদেশের খাদ্য ঘাটতির একটি প্রধান কারণ।
৫। বাংলাদেশে
খাদ্য সংকট দেখা দিচ্ছে কেন?
উত্তর :
অতিরিক্ত জনসংখ্যা বাংলাদেশের খাদ্য ঘাটতির একটি প্রধান কারণ। তাই কৃষিপ্রধান দেশ
হয়েও বাংলাদেশে খাদ্য সংকট দেখা দিচ্ছে।
৬। অতিরিক্ত
মানুষের খাদ্য চাহিদা মেটাতে আমাদের কী করতে হয়?
উত্তর :
অতিরিক্ত মানুষের খাদ্য চাহিদা মেটাতে আমাদের প্রতিবছর বিদেশ থেকে খাদ্য আমদানি
করতে হয়।
৭। খাদ্যের
অভাব হলে কী হয়?
উত্তর :
খাদ্যের অভাব হলে শিশুসহ দরিদ্র জনগোষ্ঠী পুষ্টিহীনতায় ভোগে।
৮। খাদ্যের
পাশাপাশি আমাদের দেশে কিসের সংকট রয়েছে?
উত্তর :
খাদ্যের পাশাপাশি আমাদের দেশে বিশুদ্ধ পানির তীব্র সংকট রয়েছে।
৯। কিসের
সংকট দেশের ভবিষ্যৎ জনগোষ্ঠীর উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায়?
উত্তর :
খাদ্য ও পানীয় জলের সংকট দেশের ভবিষ্যৎ জনগোষ্ঠীর উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায়।
১০। মানুষের
মৌলিক চাহিদার মধ্যে অন্যতম কোনটি?
উত্তর :
মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হচ্ছে পরিধেয় বস্ত্র।
১১। অনেক
শিশু বিদ্যালয়ে আসতে চায় না কেন?
উত্তর :
উপযুক্ত পোশাক না থাকার কারণে অনেক শিশু বিদ্যালয়ে আসতে চায় না।
১২।
জাতিসংঘের তথ্যমতে বাংলাদেশে গৃহহীন মানুষের সংখ্যা কত?
উত্তর :
জাতিসংঘের তথ্যমতে বাংলাদেশে প্রায় দশ লাখ মানুষ গৃহহীন।
১৩। বর্তমানে
যে হারে লোকসংখ্যা বাড়ছে, তাতে কত জন মানুষের জন্য অতিরিক্ত বাসস্থান প্রয়োজন?
উত্তর :
বর্তমানে যে দ্রুত হারে জনসংখ্যা বাড়ছে, তাতে প্রতিবছর প্রায় তিন লাখ মানুষের জন্য অতিরিক্ত
বাসস্থান প্রয়োজন।
১৪। আমাদের
দেশে কারা মানবেতর অবস্থায় বসবাস করছে?
উত্তর :
আমাদের দেশে ছিন্নমূল মানুষরা মানবেতর অবস্থায় বসবাস করছে।
১৫। একটি
দেশের অন্যতম সম্পদ কী?
উত্তর : একটি
দেশের অন্যতম সম্পদ হচ্ছে সে দেশের শিক্ষিত জনগোষ্ঠী।
১৬। শিক্ষার
ক্ষেত্রে সফলতা আসা সত্ত্বেও শিক্ষার হার বাড়ছে না কেন?
উত্তর :
শিক্ষার ক্ষেত্রে সফলতা আসা সত্ত্বেও শিক্ষার হার বাড়ছে না। এর প্রধান কারণ হচ্ছে
সম্পদের তুলনায় অতিরিক্ত জনসংখ্যা।
১৭। শিক্ষা
খাতে প্রয়োজন অনুযায়ী কী দেওয়া যাচ্ছে না?
উত্তর :
শিক্ষা খাতে প্রয়োজন অনুযায়ী শ্রেণিকক্ষ, শিক্ষক ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া যাচ্ছে না।
১৮। জনসংখ্যা
বৃদ্ধির কারণে কিসের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে?
উত্তর :
জনসংখ্যা বৃদ্ধির কারণে আমাদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
১৯।
বাংলাদেশে কতজন লোকের জন্য মাত্র একজন প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক রয়েছেন?
উত্তর :
বাংলাদেশে প্রতি ৪০৪৩ জনের জন্য মাত্র একজন প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক রয়েছেন।
২০। দেশের
জনগণের জীবনযাত্রার মান কিভাবে নির্ধারিত হয়?
উত্তর :
খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ইত্যাদি মিলেই নির্ধারিত হয়
দেশের জনগণের জীবনযাত্রার মান।
২১। অতিরিক্ত
জনসংখ্যার চাপে কী হচ্ছে?
উত্তর :
অতিরিক্ত জনসংখ্যার চাপে দেশে দারিদ্র্য বিমোচন বাধাপ্রাপ্ত হচ্ছে, বেকারত্ব বাড়ছে এবং মানুষের
জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে না।
২২। দেশের
সামাজিক অস্থিরতা বেড়ে যাওয়া ও উন্নয়ন প্রক্রিয়া ব্যাহত হওয়ার কারণ কী?
উত্তর : দেশে
সামাজিক অস্থিরতা বেড়ে যাওয়া ও উন্নয়ন প্রক্রিয়া ব্যাহত হওয়ার পেছনে অতিরিক্ত
জনসংখ্যা অন্যতম কারণ।
২৩। নারী
উন্নয়নের জন্য কী কী দরকার?
উত্তর : নারী
উন্নয়নের জন্য নারী শিক্ষার প্রসার, নারীর কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক
মর্যাদা বৃদ্ধি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ দরকার।
২৪। বর্তমানে
বাংলাদেশে প্রধান আলোচিত বিষয় কী?
উত্তর :
বর্তমানে বাংলাদেশে পরিবেশ সমস্যা একটি প্রধান আলোচিত বিষয়।
২৫। একটি
দেশের অর্থনৈতিক উন্নয়নের উপাদানগুলো কী কী?
উত্তর : একটি
দেশের অর্থনৈতিক উন্নয়নের তিনটি উপাদানের মধ্যে দুটি হচ্ছে জনসম্পদ ও প্রাকৃতিক
সম্পদ। তৃতীয়টি হচ্ছে মূলধন।
২৬। জনসম্পদ
কিসের জন্য প্রয়োজন?
উত্তর :
প্রাকৃতিক সম্পদ ও মূলধনকে কাজে লাগানোর জন্য প্রয়োজন জনসম্পদ।
২৭। বাংলাদেশ
কিসে সমৃদ্ধ?
উত্তর :
বাংলাদেশে মূলধন কম হলেও প্রাকৃতিক সম্পদ ও জনসম্পদে সমৃদ্ধ।
২৮। কিভাবে এ
দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব?
উত্তর : এ
দেশের অতিরিক্ত জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তরের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন
সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা।
২৯।
বাংলাদেশের জনসংখ্যাকে কিভাবে জনসম্পদে রূপান্তর করা সম্ভব?
উত্তর :
বাংলাদেশে রয়েছে পর্যাপ্ত জনসংখ্যা। এই জনসংখ্যার দক্ষতা বাড়ানোর মাধ্যমে তাদের 'মানব মূলধন' বা
দক্ষ জনসম্পদে রূপান্তর করা সম্ভব।
৩০।
অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান ও অপরিহার্য শর্ত কোনটি?
উত্তর :
মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নির্ভর করে দক্ষ জনসম্পদের ওপর। তাই
দক্ষ জনসম্পদ অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান ও অপরিহার্য শর্ত।
No comments:
Post a Comment