Tuesday, May 6, 2014

আর্থিক বিবরণী: বিশদ আয় বিবরণীর সাথে সংশ্লিস্ট বিভিন্ন হিসাব উপাত্ত নির্ণয় প্রক্রিয়া-৩

অধ্যায়: আর্থিক বিবরণী প্রস্তুতকরণ (এক মালিকানা কারবারের )

বিশদ আয় বিবরণী:
এক মালিকানা কারবারের বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে হলে আমাদের  নিট বিক্রয়, নিট ক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়, পরোক্ষ পরিচালনা খরচ, পরোক্ষ পরিচালনা আয়, অ-পরিচালনা আয় এবং অ-পরিচালনা খরচ ইত্যাদি উপাত্ত নির্ণয় করা শিখতে হবে। এখানে, ধারাবাহিক ভাবে উদাহরণের মাধ্যমে বিষয়গুলি নির্ণয় করে দেখানো হলো:  



উদাহরণ -৩
রেওয়ামিল (আংশিক)
হিসাব শিরোনাম
সূত্র
ডেবিট জের টাকা
ক্রেডিট জের টাকা
প্রারম্ভিক মজুদ পণ্য

৩,০০,০০০

ক্রয়

১০,০০,০০০

ক্রয় ফেরত/বহি:ফেরত


৫০,০০০
ক্রয় বাট্টা/ক্রয়ের উপর বাট্টা/কারবারি বাট্টা


৫০,০০০
ক্রয় পরিবহন (বহি: পরিবহন)/জাহাজ ভাড়া

৩০,০০০

মজুরি

৮০,০০০

সমন্বয়:
(১) ১,০০,০০০ টাকার ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয় নাই।(অলিখিত ক্রয় ১,০০,০০০টাকা)
(২) ৫,০০০ টাকার ক্রীত পণ্য ফেরত দেয়া হয়েছিল, কিন্তু হিসাবভুক্ত হয়নি।(অলিখিত ক্রয় ফেরত ৫,০০০ টাকা)।
(৩) মুনাফা বিহীন পণ্য ক্রয় ২৫,০০০ টাকা ক্রয়ের অন্তর্ভুক্ত রয়েছে।
(৪) মালিক কর্তৃক পণ্য উত্তোলন ২০,০০০ টাকা হিসাবভুক্ত হয় নাই।
(৫) পুরাতন সম্পত্তি ক্রয় ৩০,০০০ টাকা ক্রয়ের  অন্তর্ভুক্ত রয়েছে।
(৬) বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে/ নমুনা পণ্য বিতরণ ৭৫,০০০ টাকা হিসাবভুক্ত হয় নাই।
(৭) সমাপনী মজুদ পণ্য ২,৫০,০০০ টাকা মূল্যায়ন করা হয়েছে।(বাজার মূল্য ২,৮০,০০০ টাকা)।

করণীয়: বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় কর।
সমাধান:
বিবরণ
টাকা
টাকা
প্রারম্ভিক মজুদ পণ্য

৩,০০,০০০
যোগ: নিট ক্রয়


            ক্রয়
১০,০০,০০০

            যোগ: অলিখিত ক্রয়
    ১,০০,০০০


১১,০০,০০০

            যোগ: পণ্য উত্তোলন (মালিক কর্তৃক)
       ২০,০০০


১১,২০,০০০

            বাদ: ক্রয় ফেরত
      ৫০,০০০


১০,৭০,০০০

            বাদ: ক্রয়ের উপর বাট্টা
      ৫০,০০০


১০,২০,০০০

            বাদ: অলিখিত ক্রয় ফেরত
       ৫,০০০


১০,১৫,০০০

            বাদ: মুনাফা বিহীন বিক্রয়
      ২৫,০০০


৯,৯০,০০০

            বাদ: সম্পত্তি ক্রয়
     ৩০,০০০


৯,৬০,০০০

            বাদ: পণ্য বিতরণ(বিজ্ঞাপনের উদ্দেশ্যে)
     ৭৫,০০০
৮,৮৫,০০০
যোগ: ক্রয় সংশ্লিষ্ট খরচ


            ক্রয় পরিবহন/জাহাজ ভাড়া
৩০,০০০

            মজুরি
     ৮০,০০০
১,১০,০০০
বিক্রয়যোগ্য পণ্যের মোট ব্যয় =

১২,৯৫,০০০
বাদ: সমাপনী মজুদ পণ্য

     ২,৫০,০০০
বিক্রিত পণ্যের ব্যয় =

    ১২,৪৫,০০০

 

No comments:

Post a Comment