Sunday, July 14, 2013

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত একাদশ-দ্বাদশ শ্রেণির(শিক্ষাবর্ষ ২০১৩-১৪) বইয়ের তালিকা:

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত একাদশ-দ্বাদশ শ্রেণির(শিক্ষাবর্ষ ২০১৩-১৪) বইয়ের তালিকা:
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপন
• ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথমপত্র - মো: শরিফুল আলম ও অন্যান্য, অক্ষর-পত্র প্রকাশনী, ঢাকা।
• ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথমপত্র - কাজী ফারুকী ও কাজী সায়মা, কাজী প্রকাশনী, ঢাকা।
হিসাববিজ্ঞান:
• হিসাববিজ্ঞান প্রথমপত্র - মোহাম্মদ জাকির হোসেন ও অন্যান্য, অক্ষর-পত্র প্রকাশনী, ঢাকা।
• হিসাববিজ্ঞান প্রথমপত্র - মোহাম্মদ আব্দুল্লাহ, হাসান বুক হাউস, ঢাকা।
• হিসাববিজ্ঞান প্রথমপত্র - মুহম্মদ আমিনুল ইসলাম ও অন্যান্য, ভেনাস প্রকাশনী, ঢাকা।
• হিসাববিজ্ঞান প্রথমপত্র - প্রফেসর পরেশ চন্দ্র মন্ডল ও অন্যান্য, কাজল ব্রাদার্স লিমিটেড।
• হিসাববিজ্ঞান প্রথমপত্র - শংকর চন্দ্র সাহা ও অন্যান্য, পূর্বদেশ পাবলিকেশনস্ লি:।
ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা
• ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথমপত্র - মোহাম্মদ জিয়াউল হুদা ও অন্যান্য, অক্ষর-পত্র প্রকাশনী, ঢাকা।
• ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথমপত্র - মোহাম্মদ খালেকুজ্জামান ও মো: হারুনার রশিদ, দি যমুনা পাবলিশার্স, ঢাকা।
• ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথমপত্র - মো: ওমর ফারুক ও উদয়শংকর সরকার, আলমগীর লাইব্রেরি, ঢাকা।
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন
• উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথমপত্র - মো: জাহিদ হোসেন সিকদার ও অন্যান্য, কাজী প্রকাশনী, ঢাকা
• উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথমপত্র - মো: ইসমাইল কাজী ও মোহাম্মদ আকতার হোসেন, ওহী প্রকাশনী, ঢাকা।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
• তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রথমপত্র - এফ. এম. নুর-উন-নবী, অ্যাডভান্সড পাবলিকেশন্স, ঢাকা।
পরিসংখ‍্যান
• পরিসংখ‍্যান প্রথমপত্র - মো: ফারুক ইমাম ও অন্যান্য, বাংলাদেশ বইঘর, ঢাকা।
অসমাপ্ত। চলবে.....

No comments:

Post a Comment