Saturday, December 17, 2011

অধ্যায়: নগদান বই


অধ্যায়: নগদান বই

সমস্যা- 4.1 [জাবেদা, একঘরা ও দুইঘরা নগদান প্রস্তুত সংক্রান্ত]
২০১১ সালের ১ জানুয়ারি সেতু বন্ধন কোং-এর মালিক নগদ ১,৫০,০০০.০০ টাকা মূলধন নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। উক্ত প্রতিষ্ঠানে জানুয়ারি মাসে সংঘটিত লেনদেনগুলির কয়েকটি ছিল নিম্নরূপ:
২০১১ খ্রি:
জানু – ০২২০,০০০.০০ টাকা জমা দিয়ে ব্যাংকে একটি হিসাব খোলা হল।
জানু – ০৫মিতা ট্রেডার্স এর নিকট থেকে পণ্য ক্রয় ২৫,০০০.০০ টাকা।
জানু – ১০মিতু  ট্রেডার্স এর নিকট পণ্য বিক্রয় করে নগদে ৫,০০০.০০ টাকা এবং ২৫,০০০.০০ টাকার চেক পাওয়া গেল।
জানু – ২০মিতু ট্রেডার্স এর চেকটি ব্যাংকে জমা দেয়া হল।
জানু – ২৫ধারে বিক্রয় বাবদ পাওনা ১,০০০.০০ টাকা অনাদায়ী পাওনা হিসাবে গণ্য করতে হবে।
জানু – ৩০অফিস ভাড়া বাবদ ১২,০০০.০০ টাকার একটি চেক কাটা হল।
ক) উপর্যুক্ত লেনদেনগুলোর মধ্যে যেগুলি নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না সেগুলির জাবেদা দাখিলা দেখাও।
খ) উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে সেতু বন্ধন কোং- এর জন্য একটি একঘরা নগদান বই তৈরি কর।
গ) উপর্যুক্ত তথ্যের আলোকে সেতু বন্ধন কোং-এর জন্য একটি দু’ঘরা নগদান বই তৈরি কর।
সমস্যা – 4.2 [জাবেদা, একঘরা ও দুইঘরা নগদান বই প্রস্তুত সংক্রান্ত]
মেসার্স অনিলা ট্রেডার্স-এর ২০১১ সালের জানুয়ারি মাসে সংঘটিত লেনদেনসমূহ নিম্নরূপঃ
২০১১খ্রি:
জানু-০১হাতে নগদ ৮০,০০০.০০ টাকা এবং ব্যাংক জামাতিরিক্ত ৫,০০০.০০ টাকা।
জানু-০৫সাজুর নিকট থেকে ৫% কারবারি বাট্টায় নগদে পণ্য ক্রয় ১০,০০০.০০ টাকা।
জানু-০৭সানুর নিকট থেকে চেকে পণ্য ক্রয়- ৫,০০০.০০ টাকা
জানু-১২মনিরের নিকট পণ্য বিক্রয় ২০,০০০.০০ টাকা করে ৫,০০০.০০ টাকা নগদে পাওয়া গেল।
জানু-১৮মালিকের ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন ২,০০০.০০ টাকা।
জানু-২০মনিরের নিকট হতে ১৫,০০০.০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে নগদে ১২,০০০.০০ টাকা এবং চেকে ২,৮৫০.০০ টাকা পাওয়া গেল।
জানু-২৫মাছুমের নিকট পণ্য বিক্রয় করে ২০, ০০০.০০ টাকার একটি চেক পাওয়া গেল। চেকটি ঐদিনই  ব্যাংকে জমা দেওয়া হল।
জানু-৩০মামুন ৫০০.০০ টাকা দেনা পরিশোধ না করে নিঃস্ব অবস্থায় মারা গেল।
জানু-৩১ব্যাংক সুদ মঞ্জুর করল ২৫০.০০ টাকা এবং চার্জ কর্তন করল ১৫০.০০ টাকা।
ক)  ২০১১ সালে জানুয়ারি মাসের ২০ ও ৩০ তারিখের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও।
খ)  উপর্যুক্ত লেনদেনগুলোর ভিত্তিতে মেসার্স অনিলা ট্রেডার্স-এর একঘরা নগদান বই  প্রস্তুত কর।
গ)  উপর্যুক্ত তথ্যের আলোকে মেসার্স অনিলা ট্রেডার্স-এর জন্য উপযু্ক্ত ঘরবিশিষ্ট নগদান বই প্রস্ত্তত কর।
সমস্যা – 4.3   [নগদান বর্হিভুত লেনদেনের পরিমাণ নির্ণয় এবং একঘরা ও দুইঘরা নগদান বই প্রস্তুত সংক্রান্ত]
২০১১ সালের ১ জানুয়ারি বন্ধন ট্রেডার্স নগদ ৫০,০০০.০০ টাকা মূলধন নিয়ে ব্যবসায় আরম্ভ করে। জানুয়ারি মাসে সংঘটিত লেনদেন নিম্নরূপ:
২০১১ খ্রি:
জানু – ০২মমতা ট্রেডার্স এর নিকট থেকে পণ্য ক্রয় ৫,০০০.০০ টাকা।
জানু – ১০নন্দন ট্রেডার্স এর নিকট ১০,০০০.০০ টাকার পণ্য বিক্রয় বাবদ ৫,০০০.০০ টাকার চেক পাওয়া গেল।
জানু – ২০নন্দন ট্রেডার্স কর্তৃক সরাসরি ব্যাংকে জমা ৫,০০০.০০ টাকা।
জানু – ২৫অনাদায়ী পাওনা লেখা হলো ১,০০০.০০ টাকা।
জানু – 30বাড়ি ভাড়া চেক মারফত পরিশোধ ৩,০০০.00 টাকা।
ক) মোট কত টাকার লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না তা নির্ণয় কর।
খ) উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে বন্ধন ট্রেডার্স এর একটি একঘরা নগদান বই তৈরি কর।
গ) উপর্যুক্ত তথ্যের আলোকে বন্ধন ট্রেডার্স এর একটি দু’ঘরা নগদান বই তৈরি কর।
সমস্যা – 4.4  [নগদান বর্হিভুত লেনদেনের পরিমাণ নির্ণয় এবং একঘরা ও দুইঘরা নগদান বই প্রস্তুত সংক্রান্ত]
কপোতাক্ষ ট্রেডার্স এর ২০১১ সালের জানুয়ারি মাসে সংঘটিত লেনদেনসমূহ নিম্নরূপ:
২০১১ খ্রি:
জানু-০১নগদ তহবিল ৪০,০০০.০০ টাকা এবং ব্যাংক জামাতিরিক্ত ১০,০০০.০০ টাকা।
জানু-০৫৫% কারবারি বাট্টায় নগদে পণ্য ক্রয় ১৫,০০০.০০ টাকা।
জানু-০৭মনিরের নিকট হতে পণ্য ক্রয় ২৫,০০০.০০ টাকা।
জানু-১০মামুনের নিকট ১৬,০০০.০০ টাকার পণ্য বিক্রয় করে ১২,০০০.০০ টাকা নগদে পাওয়া গেল।
জানু-১৫মালিকের ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন ৪,৫০০.০০ টাকা।
জানু-২০মাছুমের নিকট পণ্য বিক্রয় বাবদ ৩০, ০০০.০০ টাকার চেক পাওয়া গেল; যা সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেয়া হল।
জানু-৩০মামুন দেনা পরিশোধ না করে নিঃস্ব অবস্থায় মারা গেল।
ক)  কপোতাক্ষ ট্রেডার্স-এর কোন কোন লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় কর।
খ)  উপর্যুক্ত তথ্যের আলোকে কপোতাক্ষ ট্রেডার্স-এর একটি দুইঘরা নগদান বই প্রস্ত্তত কর।
গ)  উপর্যুক্ত তথ্যের আলোকে কপোতাক্ষ ট্রেডার্স-এর একটি একঘরা নগদান বই তৈরি কর।
সমস্যা – 4.5  [নগদান বর্হিভুত লেনদেনের পরিমাণ নির্ণয় এবং একঘরা ও দুইঘরা নগদান বই প্রস্তুত সংক্রান্ত]
জনাব অমি ২০১১ সালের জানুয়ারি মাসে ব্যবসায় শুরু করেন। লেনদেনগুলো নিম্নরূপ:
২০১১ খ্রি:
জানু – ০১নগদ তহবিল ৩০,০০০.০০ টাকা।
জানু – ০৫ব্যাংকে জমা দেয়া হল ১৫,০০০.০০ টাকা।
জানু – ১০সাজুর নিকট থেকে পণ্য ক্রয় ৫,০০০.০০ টাকা।
জানু – ১৫চেকের মাধ্যমে বেতন প্রদান ৩,০০০.০০ টাকা।
জানু – ১৮ব্যাংক থেকে উত্তোলন ৭,০০০.০০ টাকা।
জানু – ২০নগদ ক্রয় ৪,০০০.০০ টাকা।
জানু – ২৩চেকের মাধ্যমে বিক্রয় ৬,০০০.০০ টাকা।
জানু – ২৫ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন ১,০০০.০০ টাকা।
জানু – ২৮রাজুর নিকট পণ্য বিক্রয় ২,০০০.০০ টাকা।
জানু – ৩০কমিশন প্রাপ্তি ১,০০০.০০ টাকা।
ক)  উপর্যুক্ত তথ্যের কত টাকার লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না নির্ণয় কর।
খ)  উপরোক্ত লেনদেনগুলো জনাব অমির এক ঘরা নগদান বইতে লিপিবদ্ধ কর।
গ)  উপর্যুক্ত লেনদেনগুলো দিয়ে জনাব অমির হিসাব বইতে একটি দু’ঘরা নগদান বই তৈরি কর।
সমস্যা – 4.6  [নগদান বর্হিভুত লেনদেনের জাবেদা দাখিলা এবং একঘরা ও দুইঘরা নগদান বই প্রস্তুত সংক্রান্ত]
বৈশাখী এন্টারপাইজের ২০১১ সালের মার্চ মাসের লেনদেনগুলো নিম্নরূপ:
২০১১খ্রি:
মার্চ – ০১নগদ তহবিল ৬০,০০০.০০ টাকা।
মার্চ – ০২ব্যাংকে জমা দেয়া হল ৩০,০০০.০০ টাকা।
মার্চ – ০৫নগদ ক্রয় ১৫,০০০.০০ টাকা।
মার্চ – ১০নগদ বিক্রয় ২০,০০০.০০ টাকা
মার্চ – ১২আতিকে নিকট ১০% বাট্টায় ১৫,০০০.০০ টাকার পণ্য বিক্রয় করা হল।
মার্চ – ১৫করিমের নিকট থেকে চেকে পাওয়া গেল ৫,০০০.০০ টাকা।
মার্চ – ১৮ব্যাংক থেকে উত্তোলন: অফিসের জন্য ৩,০০০.০০ টাকা এবং মালিকের জন্য ২,০০০.০০ টাকা।
মার্চ – ২৩রহিমের থেকে ৫% বাট্টায় ১০,০০০.০০ টাকা পণ্য ক্রয় করে চেকে পরিশোধ করা হল ২,৫০০.০০ টাকা।
মার্চ – ২৫নগদে বেতন প্রদান ৭,০০০.০০ টাকা এবং চেকে ভাড়া প্রদান ৫,০০০.০০ টাকা।
মার্চ – ২৮মালিক তার ব্যক্তিগত তহবিল হতে কারবারের জন্য ৩০,০০০.০০ টাকা দিয়ে একটি কম্পিউটার ক্রয় করেন।
মার্চ – ২৯করিমের চেকটি ব্যাংকে জমা দেয়া হল।
মার্চ – ৩১ব্যাংক সুদ মঞ্জুর করল ২৫০.০০ টাকা।
ক)  বৈশাখি এন্টারপাইজের নগদানবর্হিভুত লেনদেনগুলো জাবেদা বইতে লিপিবদ্ধ কর।
খ)  বৈশাখি এন্টারপাইজের মার্চ মাসের জন্য একটি একঘরা নগদান বই তৈরি কর।
গ)  উপর্যুক্ত তথ্যাবলির আলোকে বৈশাখি এন্টারপাইজের জন্য একটি দুইঘরা নগদান বই তৈরি কর।
সমস্যা- 4.7  [জাবেদা, খতিয়ান ও দুইঘর নগদান বই প্রস্তুত সংক্রান্ত]
২০১১ সালের সেপ্টেম্বর মাসের জনাব সবুজ দাস – এর লেনদেনগুলো ছিল নিম্নরূপ:
২০১১খ্রি:
সেপ্টে – ০১নগদ তহবিল ৭,০০০.০০ টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত ১২,০০০.০০ টাকা।
সেপ্টে – ০৬পলাশকে চেক প্রদান ৪,০০০.০০ টাকা।
সেপ্টে – ০৮মালিকের জন্য ব্যাংক থেকে উত্তোলন ৩,০০০.০০ টাকা।
সেপ্টে – ১১শুভকে ৬,০০০.০০ টাকার চেক প্রদান করা হল।
সেপ্টে – ১৭মজুরি প্রদান ২,০০০.০০ টাকা।
সেপ্টে – ২৫বেতন ১,০০০.০০ টাকা ও ভাড়া ৭০০.০০ টাকা চেক প্রদান করা হল।
ক)  উপর্যুক্ত নগদ লেনদেনগুলোর ব্যাখ্যাসহ জাবেদা প্রদান কর।
খ)  উপর্যুক্ত তথ্যের আলোকে জনাব সবুজ দাসের হিসাব বইতে T-ছকে ‘নগদান হিসাব’ এবং ‘ব্যাংক হিসাব’ প্রস্তুত কর।
গ)  উপর্যুক্ত লেনদেনগুলো দিয়ে জনাব সবুজ দাসের হিসাব বইতে একটি উপযুক্ত ঘরবিশিষ্ট নগদান বই প্রস্তুত কর।
সমস্যা- 4.8 [নগদান বর্হিভুত লেনদেনের পরিমাণ নির্ণয় এবং জাবেদা ও একঘরা নগদান বই প্রস্তুত সংক্রান্ত]
২০১১ সালের মে মাসে মি. আনোয়ারের কতিপয় লেনদেন নিম্নরূপ:
২০১১খ্রি:
মে – ০১ নগদ ৫০,০০০.০০ টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ হল।
মে – ০৫ করিম থেকে পণ্য ক্রয় ১০,০০০.০০ টাকা।
মে – ০৮ ৫% বাট্টায় পণ্য বিক্রয় ৫,০০০.০০ টাকা।
মে – ১০ ১৮% বাট্টায় পণ্য বিক্রয় ৬,০০০.০০ টাকা।
মে – ১৫ অনাদায়ী পাওনা লেখা হল ৫,০০০.০০ টাকা।
মে – ২০ পণ্য বিক্রয় করে চেক পাওয়া গেল ২,০০০.০০ টাকা।
ক)  উপর্যুক্ত লেনদেনগুলোর কোনগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত তার পরিমাণ নির্ণয় কর।
খ)  উপর্যুক্ত লেনদেনগুলোর জাবেদা তৈরি কর।
গ)  মি. আনোয়ারের ব্যবসায়ের জন্য একটি উপযুক্ত নগদান বই তৈরি কর।
সমস্যা – 4.9 [প্রাপ্ত বাট্টার পরিমাণ নির্ণয় এবং জাবেদা ও একঘরা নগদান বই প্রস্তুত সংক্রান্ত]
মি. সুদীপ্ত কুমার ঢালী একজন খুচরা ব্যবসায়ী। তিনি ব্যবসায়ের নগদ লেনদেনগুলো দু’তরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী সংরক্ষণ করেন এবং নগদ তহবিলের ওপর নিয়ন্ত্রণ রাখেন। ২০১১ সালের মার্চ মাসে তার ব্যবসায়ের নগদ লেনদেনগুলো নিম্নরূপ:
২০১১ খ্রি:
মার্চ-০১নগদ ২০,০০০.০০ টাকা ও ব্যাংক জমা ২৫,০০০.০০ টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করেন।
মার্চ-০৪হান্নান ব্রাদার্সের নিকট চেকে বিক্রয় ৮,০০০.০০ টাকা।
মার্চ-০৮ব্যাংক থেকে উত্তোলন করা হল ৫,০০০.০০ টাকা।
মার্চ-১৫করিম থেকে ৫০০.০০ টাকা বাট্টায় ৩,০০০.০০ টাকার একটি চেক পেয়ে তা রহিমকে প্রদান করা হল।
মার্চ-২৫মি. সেলিমকে তার পাওনা ১,৫০০.০০ টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে ১,৪২০.০০ টাকা প্রদান করা হল।
ক)  মি. সুদীপ্ত কুমার ঢালীর প্রাপ্ত বাট্টার পরিমাণ কত?
খ)  উপরোক্ত লেনদেনগুলো মি. সুদীপ্ত কুমার ঢালীর জাবেদা বইতে লিপিবদ্ধ কর।
গ)  যথাযথ নিয়ম অনুসরণ করে উপরোক্ত লেনদেনগুলোর আলোকে মি. সুদীপ্ত কুমার ঢালীর একটি উপযুক্ত নগদান বই তৈরি কর।
সমস্যা – 4.10   [মূলধন ও বিবিধ দেনাদারের পরিমাণ নির্ণয় এবং নগদান বই প্রস্তুত সংক্রান্ত]
জনাব রহমান ২০১১ সালের ১ জানুয়ারি ৫০,০০০.০০ টাকা  নগদ;  ২৫,০০০.০০ টাকার পণ্য ও ২০,০০০.০০ টাকার ঋণ নিয়ে একটি মনিহারি ব্যবসায় আরম্ভ করলেন। তার কয়েকটি লেনদেন নিম্নে উল্লেখ করা হল:
২০১১খ্রি:
জানু – ০৫ধারে পণ্য ক্রয় ১২,০০০.০০ টাকা।
জানু – ০৭সিফাতের কাছে পণ্য বিক্রয় ২০,০০০.০০ টাকা।
জানু – ১০পণ্য বিক্রয় করে ৫,০০০.০০ টাকার একটি চেক পাওয়া গেল।
জানু – ১২বিক্রয়কৃত পণ্য ফেরত পাওয়া গেল ৫০০.০০ টাকা।
জানু – ২০১০,০০০.০০ টাকা পণ্য  ক্রয়ের ফরমায়েশ প্রদান।
জানু – ২২চেকের মাধ্যমে পণ্য ক্রয় ৮,০০০.০০ টাকা।
জানু – ২৪সিফাতকে বাট্টা প্রদান করা হল ৩০০.০০ টাকা।
জানু – ২৮সিফাতের কাছ থেকে চেক পাওয়া গেল ১০,০০০.০০ টাকা।
জানু – ৩০মাসিক ২,০০০.০০ টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ করা হল।
ক)  ২০১১ সালের ১ জানুয়ারি তারিখে জনাব রহমানের মূলধন কত ছিল?
খ)  চলমান জের ছকে জনাব রহমানের দেনাদারের পরিমাণ নির্ণয় কর।
গ)  উপর্যুক্ত তথ্যের আলোকে একটি উপযুক্ত ঘরবিশিষ্ট নগদান বই তৈরি করে জনাব রহমানের নগদ টাকার পরিমাণ নির্ণয় কর।
সমস্যা – 4.11  [মূলধন ও বিবিধ দেনাদারের পরিমাণ নির্ণয় এবং নগদান বই প্রস্তুত সংক্রান্ত]
মেসার্স আজিজ এন্ড ব্রাদার্স-এর  নিম্নলিখিত লেনদেনগুলো ২০১১ সালের জানুয়ারি মাসে সংঘটিত হয়:
২০১১খ্রি:
জানু – ০১নগদ তহবিল ৩৫,০০০.০০ টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত ২০,০০০.০০ টাকা।
জানু – ০২কারবারের জন্য ৪,০০০.০০ টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে ১,০০০.০০ টাকা ব্যাংক থেকে উত্তোলন।
জানু – ০৪৭,০০০.০০ টাকার পণ্য বিক্রয় করা হল।
জানু – ০৮রহমান এন্ড সন্স-এর নিকট থেকে তাদের ৫,০০০.০০ টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে ৪,৯০০.০০ টাকার একটি চেক পেয়ে সাথে সাথে ব্যাংকে জমা দেয়া হল।
জানু – ১৫নগদ বিক্রয় ১০,০০০.০০ টাকা।
জানু – ১৯৮ তারিখে  ব্যাংকে জমাকৃত চেকটি প্রত্যাখ্যান হয়ে ফেরত আসল।
জানু – ২৪ব্যাংকে জমা দেয়া হল ৬,৫০০.০০ টাকা।
জানু – ৩১ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ ২৫০.০০ টাকা এবং ধার্যকৃত চার্জ ৩০০.০০ টাকা।
ক)  ২০১১ সালের ১ জানুয়ারি তারিখে জনাব রহমানের মূলধন কত ছিল?
খ)  উপর্যুক্ত লেনদেনগুলো অবলম্বনে মেসার্স আজিজ এন্ড ব্রাদার্সের জন্য একটি উপযুক্ত ঘরবিশিষ্ট নগদান বই প্রস্তুত কর।
গ)  যদি ২০১১ সালের ৩১ জানুয়ারি তারিখে নগদ ৫,০০০.০০ টাকা ব্যাংকে জমা দেয়া হয় তাহলে নগদ তহবিল এবং ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় কর।
সমস্যা- 4.12  [উত্তোলন পরিমাণ নির্ণয়, ক্যাশমেমো তৈরি এবং নগদান বই প্রস্তুত সংক্রান্ত][এসএসসিনির্বাচনি পরীক্ষা-২০১১]
ঢাকার মেসার্স জয়তী বস্ত্রালয়ের স্বত্বাধিকারী মি: রহমান নিচের লেনদেনসমূহ সম্পন্ন করেন:
২০১০খ্রি:
মার্চ – ০১হাতে নগদ ২২,০০০.০০ টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত ১৫,০০০.০০ টাকা।
মার্চ – ০৭ধানমন্ডির সুমন ট্রেডার্সের নিকট প্রতিটি ৪০০.০০ টাকা দরে ৫০টি লুঙ্গি নগদে বিক্রয় করেন।
মার্চ – ১০নিজের জীবন বীমার প্রিমিয়াম প্রদান করেন ৩,০০০.০০ টাকা।
মার্চ – ১৫ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ৪,০০০.০০ টাকা এবং অফিসের প্রয়োজনে ২,০০০.০০ টাকা উত্তোলন।
মার্চ – ২৫কর্মচারীদের বেতন প্রদান ১,০০০.০০ টাকা।
মার্চ – ২৮বাড়িভাড়া বাবদ চেক প্রদান ৩,০০০.০০ টাকা ।
ক)  মি. রহমানের উত্তোলনের পরিমাণ নিরূপণ কর।
খ)  মি. রহমানের উপর্যুক্ত মার্চ ৭ তারিখের তথ্য থেকে যথাযথ ছক ব্যবহার করে একটি ক্যাশমেমো তৈরি কর।
গ)  উপর্যুক্ত তথ্যাবলির আলোকে মি. রহমানের ব্যবসায়ের জন্য উপযুক্ত ঘরবিশিষ্ট একটি নগদান বই তৈরি কর।
সমস্যা – 4.13   [ক্যাশমেমো তৈরি এবং একঘরা ও তিনঘরা নগদান বই প্রস্তুত সংক্রান্ত]
কুমিল্লার জনাব হাসিবের ব্যবসায়ের ২০১১ সাসের মার্চ মাসের লেনদেনসমূহ নিম্নরূপ:
২০১০খ্রি:
মার্চ – ০১হাতে নগদ ৭২,০০০.০০ টাকা।
মার্চ – ০৭চট্টগ্রামের সুমিত ট্রেডার্সের নিকট প্রতিটি ৫৫০.০০ টাকা দরে ৫০টি বিছানার চাদর চেকে বিক্রয় করেন।
মার্চ – ১০মালিকের স্ত্রীর জীবন বীমা চেকে পরিশোধ করেন ৫,০০০.০০ টাকা। ।
মার্চ – ১৫ব্যক্তিগত ব্যবহারের জন্য ৫,০০০.০০ টাকা এবং অফিসের জন্য ১০,০০০.০০ টাকার দুটি চেক কাটা হল।
মার্চ – ১৮ব্যবসায়ে ব্যবহারের জন্য একটি টেবিল এবং দুইটি চেয়ার ক্রয় ১০,০০০.০০ টাকা
মার্চ – ২০ভাড়া বাবদ চেক প্রদান ৩,০০০.০০ টাকা ।
মার্চ – ২৩ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ ৩,৫০০.০০ টাকা।
মার্চ – ২৫অফিস সহকারি মামুনের চলতি মাসের বেতন প্রদান ৭,০০০.০০ টাকা।
মার্চ – ২৯নোমানের নিকট থেকে ২০০.০০ টাকা বাট্টায় ২,৮০০.০০ টাকার একটি চেক পেয়ে তা রাশেদকে প্রদান করা হল।
ক) জনাব হাসিবের উপর্যুক্ত মার্চ ৭ তারিখের তথ্য থেকে যথাযথ ছক ব্যবহার করে একটি ক্যাশমেমো তৈরি কর।
খ) উপর্যুক্ত তথ্যাবলির আলোকে জনাব হাসিবের ব্যবসায়ের জন্য একটি একঘরা নগদান বই তৈরি কর।
গ) মার্চ ১, ২০১১ তারিখে ব্যাংক ব্যালেন্স ৬৫,০০০.০০ টাকা ধরে উপর্যুক্ত তথ্যাবলির আলোকে জনাব হাসিবের ব্যবসায়ের জন্য উপযুক্ত ঘর বিশিষ্ট নগদান বই তৈরি কর।
সমস্যা- 4.14  [কন্ট্রা দাখিলার পরিমাণ নির্ণয় এবং ক্যামমেমো ও দুইঘরা নগদান বই প্রস্তুত সংক্রান্ত]
১ অক্টোবর ২০১১ তারিখে জনাব আবদুর রহমানের  নগদান ও ব্যাংক হিসাবের ব্যালেন্স ছিল নিম্নরূপ:
ব্যাংক হতে জমাতিরিক্ত উত্তোলন            ২,৫০০.০০ টাকা
হাতে নগদ তহবিল                       ৫০০.০০ টাকা
অক্টোবর মাসের অন্যান্য লেনদেন ছিল নিম্নরূপ:
২০১১খ্রি:
অক্টো – ০৫করিমের নিকট হতে ২৯৫.০০ টাকার একটি চেক গ্রহণ।
অক্টো – ১১রহিমকে ২৮০.০০ টাকা এবং রহমানকে ৩৯০.০০ টাকার চেক প্রদান।
অক্টো – ১৭বরিশালের জলিলের নিকট প্রতিটি ৫.০০ টাকা দরে ১২ ডজন পেন্সিল নগদে বিক্রয় করা হল।
অক্টো – ২১উদ্বৃত্ত নগদ টাকা হতে ৫০০.০০ টাকা ব্যাংকে জমা।
অক্টো – ২৫জনাব রহমানের ব্যক্তিগত তহবিল থেকে কারবারের ব্যাংক হিসাবে ৫,০০০.০০ টাকা জমা দিলেন।
অক্টো – ২৯করিমের চেকটি ব্যাংকে জমা দান।
অক্টো – ৩১ইমনের নিকট হতে ১,২৩০.০০ টাকার একটি চেক গ্রহণ ও ব্যাংকে জমা দান।
ক. কন্ট্রা দাখিলার পরিমাণ নির্ণয় কর।
খ. জনাব আবদুর রহমানের উপর্যুক্ত অক্টোবর ১৭ তারিখের তথ্য অবলম্বনে যথাযথ ছক ব্যবহার করে একটি ক্যাশমেমো তৈরি কর।
গ. উপর্যুক্ত তথ্যাবলির আলোকে জনাব আবদুর রহমানের ব্যবসায়ের জন্য উপযুক্ত ঘরবিশিষ্ট একটি নগদান বই তৈরি কর।
সমস্যা – 4.15 [নগদান বর্হিভুত লেনদেনের পরিমাণ নির্ণয়, জাবেদা দাখিলা এবং নগদান বই প্রস্তুত সংক্রান্ত]
রবি এন্ড সন্স এর ২০১১ সালের অক্টোবর মাসের লেনদেনগুলো নিম্নরূপ:
২০১১খ্রি:
অক্টো – ০১হাতে নগদ ৪৩,০০০.০০ টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত ৪৫,০০০.০০ টাকা।
অক্টো – ০৬রেজার নিকট ১৫,০০০.০০ টাকার পণ্য বিক্রয় করে নগদ ৭,০০০.০০ টাকা এবং ৪,০০০.০০ টাকার একটি চেক পাওয়া গেল।
অক্টো – ১১সুমনের নিকট হতে ১৮,০০০.০০ টাকার পণ্য ক্রয় করে নগদে ৬,০০০.০০ টাকা এবং চেকে ৫,০০০.০০ টাকা প্রদান।
অক্টো – ২০অভির নিকট পাওনা ১০,০০০.০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৫% বাট্টায় নগদ ২,৫০০.০০ টাকা এবং অবশিষ্ট টাকার চেক পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংক জমা দেয়া হল।
অক্টো – ২৩রেজার চেকটি ব্যাংক জমা দেয়া হল।
অক্টো – ২৫মালিক ব্যক্তিগত প্রয়োজনে ৩,০০০.০০ টাকার পণ্য এবং অফিসের প্রয়োজনে ৪,০০০.০০ টাকা ব্যাংক হতে উত্তোলন করেন।
অক্টো – ২৮বেতন ৪,০০০.০০ টাকা নগদে এবং ভাড়া ১,৫০০.০০ টাকা চেকে পরিশোধ করা হল।
অক্টো – ৩০রেজার চেকটি প্রত্যাখ্যাত হয়ে ফেরত আসে।
অক্টো – ৩১ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ২৫০.০০ টাক এবং মঞ্জুরিকৃত সুদ ৩৪০.০০ টাকা।
ক. রবি এন্ড সন্স এর যে সকল লেনদেন নগদান বইয়ে অর্ন্তভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় ।
খ.  অক্টোবর ৬, ১১, ২০ ও ৩০ তারিখের লেনদেনগুলির জাবেদা দাখিলা দেখাও।
গ.  রবি এন্ড সন্স এর উপর্যুক্ত তথ্যাবলির আলোকে  যথাযথ ছক ব্যবহার করে একটি উপযুক্ত ঘরবিশিষ্ট নগদান বই তৈরি কর।
সমস্যা- 4.16 [নগদান বর্হিভুত লেনদেনের পরিমাণ নির্ণয়, একঘরা ও দুইঘরা নগদান বই প্রস্তুত সংক্রান্ত]
নিম্নলিখিত লেনদেনগুলো মেসার্স রেজা এন্ড সন্স এর ২০১১ সালের অক্টোবর মাসের:
২০১১খ্রি:
অক্টো – ০১নগদ উদ্বৃত্ত ৮৩,০০০.০০ টাকা।
অক্টো – ০৬পণ্য খরিদ ১৫,০০০.০০ টাকা।
অক্টো – ১০পণ্য বিক্রয় ৩০,০০০.০০ টাকা।
অক্টো – ১৪রাসেলের নিকট বিক্রয় ৫২,০০০.০০ টাকা।
অক্টো – ১৭বিথির নিকট থেকে পাওয়া গেল ৯,০০০.০০ টাকা।
অক্টো – ১৯সম্পত্তির উপর অবচয় ধরা হল ৭,০০০.০০ টাকা।
অক্টো – ২২আকাশের নিকট চেক মারফত পণ্য বিক্রয় ৮৭,০০০.০০ টাকা।
অক্টো – ২৫প্রদেয় বিল পরিশোধ করা হল ৯,০০০.০০ টাকা।
অক্টো – ২৮ব্যাংক হতে উত্তোলন ৫,০০০.০০ টাকা।
অক্টো – ৩০ব্যাংকে জমা দেয়া হল ১৮,০০০.০০ টাকা।
অক্টো – ৩১মুনিয়ার নিকট পণ্য বিক্রয় ৫,৫০০.০০ টাকা।
ক. যে সমস্ত লেনদেন নগদান বইয়ে হবে না তার পরিমাণ নির্ণয় ।
খ. উপর্যুক্ত লেনদেনগুলোর মাধ্যমে একটি একঘরা নগদান বই প্রস্তুত কর।
গ. যদি প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত ৩৫,০০০.০০ টাকা হয় তবে সমাপ্তি ব্যাংক উদ্বৃত্ত বের করার জন্য একটি  দুইঘরা নগদান বই তৈরি কর।
সমস্যা- 4.17  [কন্ট্রা দাখিলার জাবেদা, দুইঘরা ও তিনঘরা নগদান বই প্রস্তুত সংক্রান্ত]
মেসার্স মহসিন এন্ড ব্রাদার্স নগদান বই সংরক্ষণের মাধ্যমে জাবেদা ও খতিয়ান একসাথে দুইটির কাজ সম্পাদিত করে:
২০১১খ্রি:
অক্টো – ০১নগদ জমা ৬৫,০০০.০০ টাকা এবং ব্যাংক উদ্বৃত্ত ৪৩,০০০.০০ টাকা।
নভে – ০২নগদ ক্রয় ৫,০০০.০০ টাকা।
নভে – ০৪নগদ বিক্রয় ৬৩,০০০.০০ টাকা।
নভে – ১০পণ্য বিক্রয় করে চেক পাওয়া গেল ১২,০০০.০০ টাকা।
নভে – ১৩পণ্য ক্রয় করে চেকে প্রদান ২১,০০০.০০ টাকা।
নভে -  ১৯ব্যাংকে নগদ টাকা জমা দেয়া হল ১৫,০০০.০০ টাকা।
নভে -  ২২ব্যাংক থেকে নগদ টাকা উঠানো হল ২০,০০০.০০ টাকা।
নভে –  ২৫বার্ষিক বাড়ি ভাড়া ১,২০,০০০.০০ টাকা। চলতি মাসের ভাড়া ৫০% নগদে এবং ৫০% চেকে প্রদান করা হল।/td>
নভে -  ২৮মামুনকে পরিশোধ করা হল ১৫,০০০.০০ টাকা।
নভে -  ৩০ইমতিয়াজের নিকট থেকে ২৫,০০০.০০ টাকার একটি চেক পাওয়া গেল।
নভে -  ৩১ইলোরার নিকট হতে ১৮,০০০.০০ টাকা পাওয়া গেল।
ক. কন্ট্রা এন্ট্রি গুলির জাবেদা দাখিলা দেখাও।
খ. উপর্যুক্ত লেনদেনগুলোর ভিত্তিতে একটি দুইঘরা নগদান বই প্রস্তুত কর।
গ. ২৮ তারিখে ৫% বাট্টা পাওয়া গেল ও ৩১ তারিখে ১০% বাট্টা মঞ্জুর করা হলে উপর্যুক্ত তথ্যের আলোকে একটি  তিনঘরা নগদান বই তৈরি কর।
…..

No comments:

Post a Comment