Tuesday, November 29, 2011

এইচএসসি পরীক্ষা ২০১২ (চট্টগ্রাম বোর্ড) হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র সম্ভাব্য প্রশ্নাবলি(থিউরি)

এইচএসসি পরীক্ষা ২০১২ (চট্টগ্রাম বোর্ড) হিসাববিজ্ঞান
দ্বিতীয়পত্র সম্ভাব্য প্রশ্নাবলি(থিউরি)

অধ্যায়: হস্তান্তরযোগ্য ঋণদলিল (বিনিময় বিল)
বিনিময় বিল বলতে কি বুঝ? বিনিময় বিল কত প্রকার?
বিনিময় বিলের সুবিধাসমূহ আলোচনা কর।
বিনিময় বিলের মধ্যস্থ পক্ষগুলোর সংক্ষিপ্ত বিবরণ দাও।
প্রাপ্য বিল ও প্রদেয় বিল বলতে কি বুঝ?
বাণিজ্যিক বিল ও অর্থসংস্থানকারী বিলের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
চেক ও বিনিময় বিলের মধ্যে পার্থক্যগুলো কি?
বিনিময় বিলের স্বীকৃতি বলতে কি বুঝ? একটি বিল কত উপায়ে স্বীকৃত হতে পারে?
বিনিময় বিল প্রত্যাখ্যাত হওয়া বলতে কি বুঝ?
কিভাবে বিনিময় বিল প্রত্যাখ্যাত হতে পারে?
কি কি পরিস্থিতিতে বিনিময় বিল প্রত্যাখ্যান হতে পারে?
বিনিময় বিল প্রত্যাখ্যান হওয়ার বিভিন্ন উপায় সংক্ষেপে বর্ণনা কর।
বিনিময় বিলের নবায়ন বলতে কী বুঝ? কীরূপ পরিস্থিতিতে একটি বিনিময় বিল নবায়ন করা যায়?

অধ্যায়: অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব
অব্যবসায়ী প্রতিষ্ঠান বলতে কি বুঝ?
অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের উৎসসমূহ কী কী?
অব্যবসায়ী প্রতিষ্ঠান কত প্রকার ও কী কী?
মুনাফাভোগী ও অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য দেখাও।
আয়-ব্যয় হিসাব কি? এটি কিভাবে প্রস্ত্তত করা হয়?
প্রাপ্তি ও প্রদান হিসাব হতে কিভাবে আয়-ব্যয় হিসাব প্রস্তুত করতে হয়?
মূলধন তহবিল কী? কীভাবে ইহা গঠিত হয়?/মূলধন তহবিল কীভাবে নির্ণয় করা হয়?
নিম্নলিখিত বিষয়সমূহ কিভাবে হিসাবভুক্ত করা হয়?
(ক) অনুদান; (খ) উইলকৃত ধন-দৌলত; (গ) চাঁদা; (ঘ) ভর্তি ফি; (ঙ) আজীবন সভ্যের চাঁদা

অধ্যায়: অনাদায়ী ও অনাদায়ী পাওনা সঞ্চিতি
অনাদায়ী পাওনা কাকে বলে? অনাদায়ী পাওনা কিভাবে হিসাবভুক্ত করা হয়?
অনাদায়ী ও সন্দেহজনিত পাওনা সঞ্চিতি কী? কিভাবে ইহা হিসাবভুক্ত হয়?
অনাদায়ী দেনা সঞ্চিতি বলতে কি বুঝ? অনাদায়ী পাওনা সঞ্চিতি কিভাবে হিসাবভুক্ত হয়?
অনাদায়ী পাওনা এবং অনাদায়ী ও সন্দেহজনিত পাওনা সঞ্চিতির পার্থক্য নির্ণয় কর।/অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা প্রভিশনের মধ্যে পার্থক্য দেখাও।
সঞ্চিতি ও ভবিষ্যত ব্যবস্থার মধ্যে পার্থক্য বর্ণনা কর।/সাধারণ সঞ্চিতি ও ভবিষ্যত ব্যবস্থার মধ্যে পার্থক্য দেখাও।

অধ্যায়: অংশীদারী কারবারের হিসাব
অংশীদারী কারবারের চুক্তিপত্র কি? চুক্তিপত্রের বিষয়বস্ত্তসমূহ সংক্ষেপে উল্লেখ কর।
অংশীদারী কারবারের চুক্তিপত্রের অবর্তমানে প্রযোজ্য আইনের বিধানগুলো বর্ণনা কর।
অংশীদারদের চলতি হিসাব কী?এটি কখন খোলা হয়? কীভাবে এটি প্রস্ত্তত করা হয়?
অংশীদারদের চলতি হিসাব ও মূলধন হিসাবের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
অংশীদারগণের মূলধন হিসাব ও চলতি হিসাব পৃথকভাবে সংরক্ষণের উদ্দেশ্য ব্যাখ্যা কর।
অংশীদারদের মূলধনের সুদ এবং অংশীদারদেরকে বেতন প্রদান তুমি কখন সুপারিশ করবে?
অংশীদারদের মূলধনের সুদ, অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের সুদ এবং অংশীদারদের বেতন কিভাবে হিসাবভুক্ত হয়?
স্থিতিশীল ও পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে কিভাবে অংশীদারদের মূলধন হিসাব তৈরি করা হয়?

অধ্যায়: অবচয় হিসাব
অবচয়ের সংজ্ঞা দাও।
অবচয় ধার্যের উদ্দেশ্যগুলো লেখ।
অবচয় ধার্য করার প্রয়োজনীয়তা কি?
স্থায়ী সম্পত্তির অবচয় কেন ঘটে?
অবচয় নির্ধারণের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা কর।

অধ্যায়: উৎপাদন ব্যয় হিসাব
উৎপাদন ব্যয় হিসাবের সংজ্ঞা দাও।
উৎপাদন ব্যয় হিসাবের কার্যাবলি সংক্ষেপে বর্ণনা কর।
উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্যসমূহ বর্ণনা কর।
আর্থিক হিসাব ও উৎপাদন ব্যয় হিসাবের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
উৎপাদন ব্যয়ের উপাদান কি?
উৎপাদন ব্যয়কে বিভিন্ন উপাদানে বিভক্ত করা হয় কেন?
উৎপাদন ব্যয়ের বিভিন্ন উপাদানগুলো বর্ণনা কর।

অধ্যায়: মজুরি ও বেতন
মজুরি ও বেতনের সংজ্ঞা দাও।
বেতন ও মজুরির উপাদানসমূহ ব্যাখ্যা কর।
মোট বেতন ও মজুরি থেকে কর্তনযোগ্য দফাসমূহ বর্ণনা কর।
বেতন রেজিস্টার কী?
নিয়োগকর্তা কর্তৃক একজন শ্রমিককে প্রদত্ত আর্থিক সুবিধাসমূহ কী কী?

অধ্যায়: যৌথমূলধনী কারবারের হিসাব
শেয়ার কি? সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের মধ্যে তুলনা কর।
বিভিন্ন শ্রেণীর শেয়ার মূলধনের বর্ণনা দাও।
ঋণপত্র এবং শেয়ারের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
অবহারে এবং অধিহারে শেয়ার বিলিকরণ বলতে কী বুঝ? এদের কিভাবে হিসাবভুক্ত হয়?
অনাদায়ী তলব ও অগ্রিম তলব বলতে কী বুঝ? কীভাবে এগুলো হিসাবভুক্ত করা করা হয়?
শেয়ার বাজেয়াপ্তকরণ বলতে কি বুঝ? শেয়ার বাজেয়াপ্তকরণ কিভাবে হিসাবভুক্ত হয়?
শেয়ার বাজেয়াপ্তকরণ বলতে কি বুঝ? এটি কিভাবে হিসাব বইতে লিপিবদ্ধ করা হয়?
বাজেয়াপ্ত শেয়ার পুনবিলি বলতে কি বুঝ? বাজেয়াপ্ত শেয়ার পুনবিলি কিভাবে হিসাবভুক্ত হয়?

অধ্যায়: আর্থিক বিবরণী পর্যালোচনা (অনুপাত বিশ্লেষণ)
অনুপাতের সংজ্ঞা দাও।/ অনুপাত কি?
অনুপাত বিশ্লেষণ বলতে কি বুঝ?
অনুপাত বিশ্লেষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বর্ণনা কর।
অনুপাত বিশ্লেষণ কিভাবে আর্থিক বিবরণীসমূহকে বিশ্লেষণে সহায়তা করে?
ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা বিষয়ক অনুপাতসমূহ কী কী? উহাদের ব্যাখ্যা কর।
আর্থিক বিবরণী বিশ্লেষণের প্রয়োজনীয়তা সংক্ষেপে আলোচনা কর।
অনুপাত বিশ্লেষণের সীমাবদ্ধতা বর্ণনা কর।
বিনিয়োজিত মূলধন কি? এটা কিভাবে নির্ণীত হয়?
চলতি অনুপাত কী? চলিত অনুপাত কেন নির্ণয় করা হয়?
.........

No comments:

Post a Comment