গুরুত্বপূর্ণ তত্ত্বীয় প্রশ্নাবলি - উচ্চ মাধ্যমিক হিসাববিজ্ঞান প্রথমপত্র
(একাদশ শ্রেণীর বার্ষিক/সমাপনী পরীক্ষার জন্য- চট্টগ্রাম বোর্ড)
অধ্যায়: হিসাববিজ্ঞানের প্রাথমিক ধারণা/সূচনা
• হিসাববিজ্ঞান কাকে বলে? হিসাববিজ্ঞানের উদ্দেশ্যাবলি বর্ণনা কর।
• হিসাববিজ্ঞান কি? হিসাববিজ্ঞানের প্রয়োজনীয়তা বর্ণনা কর।
• হিসাববিজ্ঞানের সংজ্ঞা দাও। এর সুবিধাগুলো বর্ণনা কর।
• হিসাববিজ্ঞান কলা না বিজ্ঞান?- ব্যাখ্যা কর।/“হিসাববিজ্ঞান কলা এবং বিজ্ঞান উভয়ই”- ব্যাখ্যা কর।
• হিসাবরক্ষণ ও হিসাববিজ্ঞানের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
• “হিসাববিজ্ঞান ব্যবসায়ের ভাষা”-উক্তিটি ব্যাখ্যা কর।
• মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে হিসাববিজ্ঞানের ভূমিকা লিখ।
• হিসাববিজ্ঞানের জনক কে? তাঁর ওপর একটি সংক্ষিপ্ত টীকা লিখ।/হিসাববিজ্ঞানের উন্নয়নে লুকা প্যাসিওলির অবদান উল্লেখ কর।
• পাবলিক একাউন্টিং এবং প্রাইভেট একাউন্টিং এর মধ্যে পার্থক্য নির্ণয় কর।
অধ্যায়: লেনদেন
• লেনদেন বলতে কি বুঝ? এর বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা কর।
• কারবারি লেনদেন বলতে কি বুঝ? এর বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।
• লেনদেনের দ্বৈতসত্তা বলতে কি বুঝ? বর্ণনা কর।
• হিসাব সমীকরণ কি? হিসাব সমীকরণটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা কর।
• চালান কি? এর একটি নমুনা দেখাও।
• ডেবিট নোট, ক্রেডিট নোট এবং চালান বলতে কি বুঝায়?
অধ্যায়: হিসাব
• হিসাব খাত বলতে কি বুঝ? বিভিন্ন শ্রেণীর হিসাবের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
• হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নীতি আলোচনা কর।
• হিসাব বলতে কি বুঝ? হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের আধুনিক নিয়মাবলি বর্ণনা কর।
অধ্যায়: দু’তরফা দাখিলা পদ্ধতি
• দু’তরফা দাখিলা পদ্ধতি বলতে কি বুঝ? এর সুবিধাসমূহ কী কী?
• দু’তরফা দাখিলা পদ্ধতির মূলনীতি ব্যাখ্যা কর।
• ‘‘দু’তরফা দাখিলা পদ্ধতি একটি পূনাঙ্গঁ এবং বিজ্ঞানসম্মত হিসাব পদ্ধতি’’- ব্যাখ্যা কর।/দুতরফা দাখিলা হিসাব পদ্ধতিকে একটি পূর্ণাঙ্গ এবং বিজ্ঞানসম্মত হিসাব ব্যবস্থা বলা হয় কেন?
অধ্যায়: হিসাবচক্র
• হিসাবচক্র কাকে বলে? এর ধাপসমূহ সংক্ষেপে বর্ণনা কর।
অধ্যায়: জাবেদা
• জাবেদা বই সংরক্ষণের প্রয়োজনীয়তা লিখ।
• জাবেদার সংজ্ঞা দাও। এর শ্রেণীবিভাগসমূহ সংক্ষেপে বর্ণনা কর।
• প্রকৃত জাবেদা কী? এতে কোন ধরণের লেনদেন লিপিবদ্ধ করা হয়?
• ক্রয় বই ও বিক্রয় বলতে কি বুঝ?
অধ্যায়: খতিয়ান
• খতিয়ান কাকে বলে? খতিয়ানকে সমস্ত বইয়ের রাজা বলা হয় কেন?
• জাবেদা ও খতিয়ানের মধ্যে পার্থক্য দেখাও।
অধ্যায়: নগদান বই
• নগদান বই কি? এর প্রয়োজনীয়তা বর্ণনা কর।
• “নগদান বই জাবেদা এবং খতিয়ান উভয়ই”-ব্যাখ্যা কর।
• কারবারি বাট্টা ও নগদ বাট্টার মধ্যে পার্থক্য দেখাও।
• অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বইয়ের/বই তৈরির/সংরক্ষণের সুবিধা/তাৎপর্য বর্ণনা/ব্যাখ্যা কর।
অধ্যায়: রেওয়ামিল
• রেওয়ামিল বলতে কি বুঝ? কোন কোন ভুল রেওয়ামিলে ধরা পড়ে না?
• রেওয়ামিল কি? এটি কেন প্রস্তুত করা হয়?
• রেওয়ামিল তৈরির প্রধান উদ্দেশ্য কি? এর সীমাবদ্ধতা বর্ণনা কর।
• অনিশ্চিত হিসাব কি? এ হিসাব কেন তৈরি করা/খোলা হয়?/সংরক্ষণের প্রয়োজনীয়তা বর্ণনা কর।
অধ্যায়: ব্যাংক সংক্রান্ত লেনদেন ও ব্যাংক সমন্বয় বিবরণী
• ব্যাংক সমন্বয় বিবরণী বলতে কি বুঝ? ব্যাংক হিসাব এবং পাশ বই-এর মধ্যে পার্থক্য নির্ণয় কর।
• কোন নির্দিষ্ট তারিখে নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত এবং পাস বইয়ের উদ্বৃত্ত-এর মধ্যে গরমিলের কারণ ব্যাখ্যা কর। /নগদান বই ও পাস বইয়ের উদ্বৃত্তের মধ্যে গরমিলের কারণগুলো কি কি?
• ব্যাংক সমন্বয় বিবরণী কেন এবং কিভাবে তৈরি করা হয়?
অধ্যায়: অশুদ্ধি সংশোধন ও সমন্বয় লিখন
• সমন্বয় দাখিলা কাকে বলে? এর প্রয়োজনীয়তা আছেকি? বর্ণনা কর।
• সম্বন্বয় দাখিলার প্রকারভেদ দেখাও।/প্রধান প্রধান সমন্বয় দাখিলাসমূহ ব্যাখ্যা কর।
• সমন্বয় দাখিলা ও সমাপনী দাখিলার মধ্যে পার্থক্য দেখাও।
• সমন্বয় দাখিলা ও সংশোধনী দাখিলার মধ্যে পার্থক্য নির্ণয় কর।
• ভুল বলতে কি বুঝ? বিভিন্ন প্রকার ভুলের বিবরণ দাও।
• এক তরফা ভুল ও দুই তরফা ভুল বলতে কি বুঝ?
• ভুল সংশোধনের জন্য কখন অনিশ্চিত হিসাব খুলতে হয়?
অধ্যায়: মূলধন ও মুনাফা
• মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য নির্ণয়ের প্রয়োজনীয়তা বর্ণনা কর।
• মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
• মূলধন জাতীয় আয় ও মুনাফা জাতীয় আয়ের মধ্যে পার্থক্য দেখাও।
• বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলতে কি বুঝ? এটি কিভাবে হিসাবভুক্ত হয়?
অধ্যায়: হিসাববিজ্ঞানের নীতি
• হিসাব সংক্রান্ত ধারণা ও প্রথার পার্থক্য নির্ণয় কর।
• হিসাববিজ্ঞানের মৌলিক অনুমানসমূহের বর্ণনা দাও।
• হিসাববিজ্ঞানের যে কোন চারটি নীতি ব্যাখ্যা কর।
• হিসাববিজ্ঞানের ‘ক্রয় নীতি’ ও ‘পূর্ণ প্রকাশকরণ নীতি’ ব্যাখ্যা কর।
অধ্যায়: চূড়ান্ত হিসাব ও উদ্বৃতপত্র
• উদ্বর্তপত্র কি? এর বৈশিষ্ট্যসমূহ কি কি?
• উদ্বর্তপত্র কাকে বলে? উদ্বর্তপত্র কেন প্রস্তুত করা হয়?
• উদ্বর্তপত্র বলতে কি বুঝ? উদ্বর্তপত্র প্রস্ত্তত করার উদ্দেশ্য বর্ণনা কর।
• রেওয়ামিল ও উদ্বর্তপত্রের মধ্যে পার্থক্য লিখ।
অধ্যায়: একতরফা দাখিলা হিসাব পদ্ধতি বা অসম্পূর্ণ হিসাব
• একতরফা দাখিলা পদ্ধতি কি? এ পদ্ধতির সুবিধাসমূহ বর্ণনা কর।
• একতরফা দাখিলা পদ্ধতির অসুবিধাসমূহ বর্ণনা কর।
• একতরফা দাখিলা হিসাব ব্যবস্থায় কি কি হিসাবের বই রাখা হয়?
• বৈষয়িক বিবৃতি ও উদ্বর্তপত্রের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
......
No comments:
Post a Comment