Tuesday, April 8, 2014

অর্থনীতি প্রথমপত্র সম্ভাব্য প্রশাবলি(একাদশ শ্রেণি বার্ষিক পরীক্ষা: বেপজা কলেজ,চট্টগ্রাম)-২০১৪



বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম
একাদশ শ্রেণি
বার্ষিক পরীক্ষা ২০১৪
অর্থনীতি প্রথমপত্র (সম্ভাব্য প্রশ্নাবলি)

রচনামূলক উত্তর প্রশ্ন

1.        উৎপাদন সম্ভাবনা রেখা ও সুযোগ ব্যয়ের সংজ্ঞা দাও। একটি উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে সুযোগ ব্যয়ের ধারণাটি ব্যাখ্যা কর।
2.        চাহিদার সংকোচন-প্রসারণ ও চাহিদার হ্রাস-বৃদ্ধি রেখা চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
3.       চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে? রেখাচিত্রের সাহায্যে স্থিতিস্থাপক চাহিদা ও অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য নির্দেশ কর।
4.       ভারসাম্য দাম কী? চাহিদা ও যোগানের পারস্পরিক প্রভাবে কীভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয় তা চিত্রসহ ব্যাখ্যা কর।
5.       ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি সচিত্র ব্যাখ্যা কর। বিধিটি ব্যতিক্রমগুলো কী কী?
6.        অপেক্ষক কাকে বলে? একটি কাল্পনিক চাহিদা অপেক্ষক হতে একটি চাহিদা সূচি তৈরি করো এবং তা হতে চাহিদা রেখা অঙ্কন কর।
7.       ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। এর ব্যতিক্রমগুলো কী কী?
8.       পূর্ণপ্রতিযোগিতা মূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য কিভাবে নির্ধারিত হয় তা ব্যাখ্যা কর।
9.        একচেটিয়া বাজারে ফার্মের ভারসাম্য উৎপাদন ও দাম কীভাবে নির্ধারিত হয়?ব্যাখ্যা কর।
10.    মূলধন গঠন বলতে কী বোঝায়? মূলধন গঠন কী কী বিষয়ের উপর নির্ভর করে?
11.     সমালোচনাসহ রিকার্ডোর খাজনা তত্ত্বটি ব্যাখ্যা কর।
12.     মুদ্রার সংজ্ঞা দাও। মুদ্রার কার্যাবলি সংক্ষেপে বর্ণনা কর।
13.    মুদ্রার পরিমাণ তত্ত্বের ফিশারীয় ভাষ্যটি ব্যাখ্যা কর।
14.    কেন্দ্রীয় ব্যাংক হিসাবে বাংলাদেশ ব্যাংকের কার্যাবলি সংক্ষেপে বর্ণনা কর।
15.    বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞা দাও। বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃজন প্রক্রিয়া ব্যাখ্যা কর।

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

1.        ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য কী?
2.        ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলি কী?
3.       অর্থনীতিতে ‘দুষ্প্রাপ্যতা’ ও ‘নির্বাচন’ বলতে কী বোঝায়?
4.       মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য কী?
5.       চাহিদা বিধিটি ব্যাখ্যা কর।
6.        চাহিদা সূচি ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য কী?
7.       চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয় কেন?
8.       চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য কী?
9.        স্বাধীন ও অধীন চলকের মধ্যে পার্থক্য কী?
10.    যোগান বিধিটি ব্যাখ্যা কর।
11.     স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের ধারণা ব্যাখ্যা কর।
12.     অর্থনীতিতে বাজার বলতে কী বোঝায়?
13.    পূর্ণপ্রতিযোগিতা মূলক বাজার কী?
14.    মুদ্রাবাজার ও মূলধন বাজারের মধ্যে পার্থক্য দেখাও।
15.    শ্রমের দক্ষতা বলতে কী বোঝায়?
16.     আর্থিক মজুরি ও প্রকৃতি মজুরির মধ্যে পার্থক্য কী?
17.    স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কাকে বলে?
18.    মোট খাজনা ও নিট খাজনার মধ্যে পার্থক্য নির্দেশ কর।
19.     নিম খাজনা বা উপ-খাজনা কী?
20.    মোট জাতীয় আয় এবং নিট জাতীয় আয়ের মধ্যে পার্থক্য দেখাও।
21.     মোট দেশজ উৎপাদন এবং নিট দেশজ উৎপাদনের মধ্যে পার্থক্য কী?
22.     সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে পার্থক্য কী?
23.    মুদ্রার মূল্য বলতে কী বোঝায়?
24.    অনলাইন ব্যাংকিং কী?