প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সময় ২ ঘন্টা থেকে বৃদ্ধি করে ২.৩০ঘন্টা করা হয়েছে
২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সময় ৩০
মিনিটি বাড়িয়ে ২ঘন্টা ৩০ মিনিট করা হয়েছে।
গত ৫ আগস্ট (সোমবার) ২০১৩ খিস্টাব্দ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে
এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়,
এবারের পরীক্ষা সকাল এগারটা থেকে শুরু হবে, চলবে বেলা দেড়টা পর্যন্ত।
উল্লেখ্য, ২০ নভেম্বর থেকে ২৮ নভেম্বর ২০১৩ খিস্টাব্দ পর্যন্ত সারা দেশে
একযোগে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময়সূচি:
তারিখ
|
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা :
|
ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা :
|
২০ নভেম্বর ২০১৩ খ্রি:
|
গণিত
|
গণিত
|
২১ নভেম্বর ২০১৩ খ্রি:
|
বাংলা
|
বাংলা
|
২৪ নভেম্বর ২০১৩ খ্রি:
|
ইংরেজি
|
ইংরেজি
|
২৫ নভেম্বর ২০১৩ খ্রি:
|
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
|
পরিবেশ পরিচিতি সমাজ/বিজ্ঞান
|
২৭ নভেম্বর
২০১৩ খ্রি:
|
প্রাথমিক বিজ্ঞান এবং
|
আরবি এবং
|
২৮ নভেম্বর ২০১৩ খ্রি:
|
ধর্ম ও নৈতিক শিক্ষা
|
কোরান ও তাজবীদ
এবং আকাঈদ ও ফিকাহ্।
|