মাধ্যমিক হিসাববিজ্ঞান : সৃজনশীল প্রশ্ন
নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের অনুশীলনের জন্য নিচে সৃজনশীল প্রশ্ন পদ্ধতির আলোকে হিসাববিজ্ঞান বিষয়ের কয়েকটি ব্যবহারিক সমস্যা দেয়া হল। এই পোস্টটিতে মূলত: লেনদেন, হিসাব, জাবেদা, খতিয়ান ও নগদান বই এই কয়েকটি অধ্যায় থেকে প্রশ্ন/ব্যবহারিক সমস্যা দেয়া হয়েছে।
নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের অনুশীলনের জন্য নিচে সৃজনশীল প্রশ্ন পদ্ধতির আলোকে হিসাববিজ্ঞান বিষয়ের কয়েকটি ব্যবহারিক সমস্যা দেয়া হল। এই পোস্টটিতে মূলত: লেনদেন, হিসাব, জাবেদা, খতিয়ান ও নগদান বই এই কয়েকটি অধ্যায় থেকে প্রশ্ন/ব্যবহারিক সমস্যা দেয়া হয়েছে।
অধ্যায়: লেনদেন,হিসাব ও খতিয়ান
সমস্যা:
মেসার্স রাকিব এন্ড সন্স এর ২০১১ সালের জুলাই মাসের ১ তারিখের কয়েকটি ঘটনা নিম্নরূপঃ
০১. জনাব রাকিব নগদ ৩৫,০০০.০০ টাকা; ব্যাংক তহবিল ১৫,০০০.০০ টাকা এবং ৫০,০০০.০০ টাকার ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করেন।
০২. জনাব রাকিব মাসিক ৫,০০০.০০ টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ করেন।
০৩. ধারে পণ্য ক্রয় ১০,০০০.০০ টাকা।
০৪. কমিশন পাওয়া গেল ৫,০০০.০০ টাকা।
ক) উপর্যুক্ত তথ্যের আলোকে মেসার্স রাকিব এন্ড সন্স এর নগদ উদ্বৃত্তের পরিমান নির্ণয় কর।
খ) উপর্যুক্ত ঘটনাগুলোর মধ্যে কোনটি লেনদেন এবং কোনটি লেনদেন নয়, তা কারণসহ ছকের সাহায্যে দেখাও।
গ) মেসার্স রাকিব এন্ড সন্স এর ২০১১ সালের জুলাই মাসের ১ তারিখের লেনদেনে জড়িত হিসাব গুলোকে আধুনিক পদ্ধতিতে শ্রেণীবিন্যাস কর।
সমস্যা:
মেসার্স রাকিব এন্ড সন্স এর ২০১১ সালের জুলাই মাসের ১ তারিখের কয়েকটি ঘটনা নিম্নরূপঃ
০১. জনাব রাকিব নগদ ৩৫,০০০.০০ টাকা; ব্যাংক তহবিল ১৫,০০০.০০ টাকা এবং ৫০,০০০.০০ টাকার ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করেন।
০২. জনাব রাকিব মাসিক ৫,০০০.০০ টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ করেন।
০৩. ধারে পণ্য ক্রয় ১০,০০০.০০ টাকা।
০৪. কমিশন পাওয়া গেল ৫,০০০.০০ টাকা।
ক) উপর্যুক্ত তথ্যের আলোকে মেসার্স রাকিব এন্ড সন্স এর নগদ উদ্বৃত্তের পরিমান নির্ণয় কর।
খ) উপর্যুক্ত ঘটনাগুলোর মধ্যে কোনটি লেনদেন এবং কোনটি লেনদেন নয়, তা কারণসহ ছকের সাহায্যে দেখাও।
গ) মেসার্স রাকিব এন্ড সন্স এর ২০১১ সালের জুলাই মাসের ১ তারিখের লেনদেনে জড়িত হিসাব গুলোকে আধুনিক পদ্ধতিতে শ্রেণীবিন্যাস কর।
অধ্যায়:জাবেদা ও খতিয়ান
সমস্যা:
নাভিদ এন্টারপ্রাইজ ২০১১ সালের ১ জানুয়ারি নগদ ২,৫০,০০০.০০ টাকা এবং ২৫,০০০.০০ টাকার পণ্য দ্রব্য নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। উক্ত মাসে ব্যবসায়ে সংঘটিত কয়েকটি ঘটনা নিম্নরূপ:
২০১১ খ্রি:
জানু – ১০: পণ্য ক্রয় ২০,০০০.০০ টাকা।
জানু – ২০: পণ্য বিক্রয় ৩০,০০০.০০ টাকা।
জানু – ৩০: মালিক তার ব্যক্তিগত প্রাইজবন্ড বিক্রি করে ৭৫,০০০ টাকা ব্যবসায়ে বিনিয়োগ করেন।
ক) নাভিদ এন্টারপ্রাইজের মূলধনের পরিমান নিরূপণ কর।
খ) উপরোক্ত লেনদেনগুলো নাভিদ এন্টারপ্রাইজের জাবেদা বইতে লিপিবদ্ধ কর।
গ) চলমান জের ছকে নাভিদ এন্টারপ্রাইজের উপর্যুক্ত লেনদেনগুলোকে খতিয়ানভুক্ত কর।
সমস্যা:
নাভিদ এন্টারপ্রাইজ ২০১১ সালের ১ জানুয়ারি নগদ ২,৫০,০০০.০০ টাকা এবং ২৫,০০০.০০ টাকার পণ্য দ্রব্য নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। উক্ত মাসে ব্যবসায়ে সংঘটিত কয়েকটি ঘটনা নিম্নরূপ:
২০১১ খ্রি:
জানু – ১০: পণ্য ক্রয় ২০,০০০.০০ টাকা।
জানু – ২০: পণ্য বিক্রয় ৩০,০০০.০০ টাকা।
জানু – ৩০: মালিক তার ব্যক্তিগত প্রাইজবন্ড বিক্রি করে ৭৫,০০০ টাকা ব্যবসায়ে বিনিয়োগ করেন।
ক) নাভিদ এন্টারপ্রাইজের মূলধনের পরিমান নিরূপণ কর।
খ) উপরোক্ত লেনদেনগুলো নাভিদ এন্টারপ্রাইজের জাবেদা বইতে লিপিবদ্ধ কর।
গ) চলমান জের ছকে নাভিদ এন্টারপ্রাইজের উপর্যুক্ত লেনদেনগুলোকে খতিয়ানভুক্ত কর।
অধ্যায়: জাবেদা ও খতিয়ান
সমস্যা:
মি: ইয়ামিন এর ব্যবসায়ে ২০১১ সালের জুন মাসে সংগঠিত কয়েকটি লেনদেন নিম্নরূপঃ
২০১১ খ্রি:
জুন-০১: পণ্য ক্রয় করে চেক মারফত প্রদান ২০,০০০.০০ টাকা।
জুন-০৫: খাদিমের নিকট পণ্য বিক্রয় ১৫,০০০.০০ টাকা।
জুন-১১: ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন ৫,০০০.০০ টাকা।
জুন-১৫: খাদিমের নিকট হতে পণ্য ফেরত আসল ৫,০০০.০০ টাকা।
জুন-২২: খাদিমের কাছ থেকে দাগ কাটা চেক পাওয়া গেল ১০,০০০.০০ টাকা।
ক) ২০১১ সালের ৫ জুন তারিখের লেনদেনটির আলোকে একটি ক্রেডিট ভাউচার তৈরি কর।
খ) উপর্যুক্ত লেনদেনগুলো জনাব ইয়ামিনের জাবেদায় লিপিবদ্ধ কর।
গ) T ছকে উপর্যুক্ত লেনদেনগুলো জনাব ইয়ামিনের খতিয়ান বইতে লিপিবদ্ধ কর।
সমস্যা:
মি: ইয়ামিন এর ব্যবসায়ে ২০১১ সালের জুন মাসে সংগঠিত কয়েকটি লেনদেন নিম্নরূপঃ
২০১১ খ্রি:
জুন-০১: পণ্য ক্রয় করে চেক মারফত প্রদান ২০,০০০.০০ টাকা।
জুন-০৫: খাদিমের নিকট পণ্য বিক্রয় ১৫,০০০.০০ টাকা।
জুন-১১: ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন ৫,০০০.০০ টাকা।
জুন-১৫: খাদিমের নিকট হতে পণ্য ফেরত আসল ৫,০০০.০০ টাকা।
জুন-২২: খাদিমের কাছ থেকে দাগ কাটা চেক পাওয়া গেল ১০,০০০.০০ টাকা।
ক) ২০১১ সালের ৫ জুন তারিখের লেনদেনটির আলোকে একটি ক্রেডিট ভাউচার তৈরি কর।
খ) উপর্যুক্ত লেনদেনগুলো জনাব ইয়ামিনের জাবেদায় লিপিবদ্ধ কর।
গ) T ছকে উপর্যুক্ত লেনদেনগুলো জনাব ইয়ামিনের খতিয়ান বইতে লিপিবদ্ধ কর।
অধ্যায়: জাবেদা ও খতিয়ান
সমস্যা:
মি: জলিল ২০১১ সালের ১ জুন তারিখে নগদ ৭৫,০০০.০০ টাকা; পণ্যদ্রব্য ২০,০০০.০০ টাকা এবং ৫,০০০.০০ টাকা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসে তার ব্যবসায়ে সম্পাদিত কয়েকটি লেনদেন ছিল নিম্নরূপ:
২০১১ খ্রি:
জুন-০১: সোনালী ব্যাংকে একটি হিসাব খোলা হল ২০,০০০.০০ টাকা।
জুন-০৭: আসবাবপত্র ক্রয় ৭,৫০০.০০ টাকা।
জুন-২৫: কর্মচারীদের বেতন প্রদান ৩,০০০.০০ টাকা।
ক) ২০১১ সালের জুন মাসের ১ তারিখে মি: জলিলের নগদ উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় কর।
খ) উপর্যুক্ত লেনদেনগুলো মি: জলিলের প্রাথমিক হিসাবের বইতে লিপিবদ্ধ কর।
গ) মি: জলিলের উপর্যুক্ত লেনদেনগুলো থেকে ব্যাংক হিসাব, মূলধন হিসাব, ক্রয় হিসাব এবং বেতন হিসাব প্রস্তুত কর।
সমস্যা:
মি: জলিল ২০১১ সালের ১ জুন তারিখে নগদ ৭৫,০০০.০০ টাকা; পণ্যদ্রব্য ২০,০০০.০০ টাকা এবং ৫,০০০.০০ টাকা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসে তার ব্যবসায়ে সম্পাদিত কয়েকটি লেনদেন ছিল নিম্নরূপ:
২০১১ খ্রি:
জুন-০১: সোনালী ব্যাংকে একটি হিসাব খোলা হল ২০,০০০.০০ টাকা।
জুন-০৭: আসবাবপত্র ক্রয় ৭,৫০০.০০ টাকা।
জুন-২৫: কর্মচারীদের বেতন প্রদান ৩,০০০.০০ টাকা।
ক) ২০১১ সালের জুন মাসের ১ তারিখে মি: জলিলের নগদ উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় কর।
খ) উপর্যুক্ত লেনদেনগুলো মি: জলিলের প্রাথমিক হিসাবের বইতে লিপিবদ্ধ কর।
গ) মি: জলিলের উপর্যুক্ত লেনদেনগুলো থেকে ব্যাংক হিসাব, মূলধন হিসাব, ক্রয় হিসাব এবং বেতন হিসাব প্রস্তুত কর।
অধ্যায়: জাবেদা ও খতিয়ান
সমস্যা:
মেসার্স মুবিন এন্ড ব্রাদার্স দেশের বিভিন্ন স্থানে পাইকারিতে পণ্য বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান। তাদের ২০১১ সালের জুন মাসের বিক্রয় সংক্রান্ত কয়েকটি লেনদেন ছিল নিম্নরূপ:-
২০১১খ্রি:
জুন-০১: ঢাকার তালুকদার স্টোর্সের নিকট বিক্রয়: প্রতি কেজি ২৩০.০০ টাকা দরে ১০০ কেজি গুঁড়ো দুধ, প্রতি কৌটা ৪০.০০ টাকা দরে ৫ ডজন কনডেন্সড দুধের কৌটা এবং প্রতি টিন ২৮০.০০ টাকা দরে ১০ টিন বিস্কুট। চালান নম্বর- ৩৫, কারবারি বাট্টা ১০%।
জুন-১০: কুমিল্লার মমতা ট্রের্ডাসের নিকট বিক্রয়: ১৫০ কেজি সুজি, প্রতি কেজি ৮০.০০ টাকা দরে। ৮৪ কৌটা হরলিক্স, প্রতি কৌটা ১৯০.০০ টাকা দরে। এ প্রেক্ষিতে তাদের নিকট ৪৫ নং চালান প্রেরণ করা হল। চালনে ৫০.০০ টাকা প্যাকিং খরচ ধরা হয়েছে।
জুন-২৫: রাজশাহীর মেসার্স হানিফ অ্যান্ড সন্সের নিকট বিক্রয়: প্রতি ডজন ১২,০০০.০০ টাকা দরে ২ ডজন বড় দুধের টিন এবং প্রতিটি ১০০.০০ টাকা দরে ৫০টি বাটার অয়েলের টিন। চালান নং- ৪৮। উক্ত চালানে ৩০০.০০ টাকা প্যাকিং খরচ এবং ১০০.০০ টাকা বীমা খরচ ধরা হয়েছে। কারবারি বাট্টা ১০%।
ক) জুন-১, ২০১১খ্রি: তারিখের লেনদেনটির জন্য একটি চালান তৈরি কর।
খ) উপর্যুক্ত লেনদেন নিয়ে মেসার্স মুবিন এন্ড ব্রাদার্সের বিক্রয় বই প্রস্ত্তত কর।
গ) মেসার্স মুবিন এন্ড ব্রাদার্সের বিক্রয় বইয়ের লেনদেন গুলো সংশ্লিষ্ট খতিয়ানে স্থানান্তর কর।
সমস্যা:
মেসার্স মুবিন এন্ড ব্রাদার্স দেশের বিভিন্ন স্থানে পাইকারিতে পণ্য বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান। তাদের ২০১১ সালের জুন মাসের বিক্রয় সংক্রান্ত কয়েকটি লেনদেন ছিল নিম্নরূপ:-
২০১১খ্রি:
জুন-০১: ঢাকার তালুকদার স্টোর্সের নিকট বিক্রয়: প্রতি কেজি ২৩০.০০ টাকা দরে ১০০ কেজি গুঁড়ো দুধ, প্রতি কৌটা ৪০.০০ টাকা দরে ৫ ডজন কনডেন্সড দুধের কৌটা এবং প্রতি টিন ২৮০.০০ টাকা দরে ১০ টিন বিস্কুট। চালান নম্বর- ৩৫, কারবারি বাট্টা ১০%।
জুন-১০: কুমিল্লার মমতা ট্রের্ডাসের নিকট বিক্রয়: ১৫০ কেজি সুজি, প্রতি কেজি ৮০.০০ টাকা দরে। ৮৪ কৌটা হরলিক্স, প্রতি কৌটা ১৯০.০০ টাকা দরে। এ প্রেক্ষিতে তাদের নিকট ৪৫ নং চালান প্রেরণ করা হল। চালনে ৫০.০০ টাকা প্যাকিং খরচ ধরা হয়েছে।
জুন-২৫: রাজশাহীর মেসার্স হানিফ অ্যান্ড সন্সের নিকট বিক্রয়: প্রতি ডজন ১২,০০০.০০ টাকা দরে ২ ডজন বড় দুধের টিন এবং প্রতিটি ১০০.০০ টাকা দরে ৫০টি বাটার অয়েলের টিন। চালান নং- ৪৮। উক্ত চালানে ৩০০.০০ টাকা প্যাকিং খরচ এবং ১০০.০০ টাকা বীমা খরচ ধরা হয়েছে। কারবারি বাট্টা ১০%।
ক) জুন-১, ২০১১খ্রি: তারিখের লেনদেনটির জন্য একটি চালান তৈরি কর।
খ) উপর্যুক্ত লেনদেন নিয়ে মেসার্স মুবিন এন্ড ব্রাদার্সের বিক্রয় বই প্রস্ত্তত কর।
গ) মেসার্স মুবিন এন্ড ব্রাদার্সের বিক্রয় বইয়ের লেনদেন গুলো সংশ্লিষ্ট খতিয়ানে স্থানান্তর কর।
অধ্যায়: লেনদেন ও নগদান বই
সমস্যা:
মি: মনসুর ২০১১ সালের জুলাই মাসে নিম্নলিখিত ব্যবসায়িক কার্যাদি সম্পন্ন করেন:
২০১১ খ্রি:
জুলা-০১: বরিশালের রাণী ট্রেডার্স -এর নিকট থেকে ৭০.০০ টাকা দরের ২২টি নিম্ন মানের প্লেট ফেরত আসল। কারবারী বাট্টা ৫%। ক্রেডিট নোট নং ৪৬।
জুলা-০৫: নোয়াখালির মোল্লা এন্ড কোং-এর নিকট থেকে প্রতি ডজন ৬০.০০ টাকা দরে ৫ ডজন চা চামচ ফেরত আসল । এগুলো নষ্ট ছিল। ক্রেডিট নোট নং ৫০।
জুলা-১০: ভোলার খাঁন ব্রাদার্স এর নিকট থেকে প্রতি ডজন ১২০.০০ টাকা দরে ২ ডজন ভাঙ্গা গ্লাস ফেরত আসল। কারবারী বাট্টা ১০%। ক্রেডিট নোট নং- ৬৭।
জুলা-২৫: ফেনীর আমিন এন্টারপ্রাইজ-এর নিকট থেকে প্রতিটি ২০.০০ টাকা দরে ৫ ডজন চামচ ফেরত আসল। এগুলো ফরমায়েশ মত ছিল না। ক্রেডিট নোট নং ৭০।
ক) মি: মনসুরের জুলাই ১ তারিখের লেনদেন দিয়ে একটি ক্রেডিট নোট তৈরি কর।
খ) জুলাই ৫, ১০ এবং ২৫ তারিখের লেনদেন দিয়ে একটি উপযু্র্ক্ত হিসাবের প্রাথমিক বই তৈরি কর।
গ) প্রস্ততকৃত হিসাবের বই থেকে খতিয়ান তৈরি কর।
সমস্যা:
মি: মনসুর ২০১১ সালের জুলাই মাসে নিম্নলিখিত ব্যবসায়িক কার্যাদি সম্পন্ন করেন:
২০১১ খ্রি:
জুলা-০১: বরিশালের রাণী ট্রেডার্স -এর নিকট থেকে ৭০.০০ টাকা দরের ২২টি নিম্ন মানের প্লেট ফেরত আসল। কারবারী বাট্টা ৫%। ক্রেডিট নোট নং ৪৬।
জুলা-০৫: নোয়াখালির মোল্লা এন্ড কোং-এর নিকট থেকে প্রতি ডজন ৬০.০০ টাকা দরে ৫ ডজন চা চামচ ফেরত আসল । এগুলো নষ্ট ছিল। ক্রেডিট নোট নং ৫০।
জুলা-১০: ভোলার খাঁন ব্রাদার্স এর নিকট থেকে প্রতি ডজন ১২০.০০ টাকা দরে ২ ডজন ভাঙ্গা গ্লাস ফেরত আসল। কারবারী বাট্টা ১০%। ক্রেডিট নোট নং- ৬৭।
জুলা-২৫: ফেনীর আমিন এন্টারপ্রাইজ-এর নিকট থেকে প্রতিটি ২০.০০ টাকা দরে ৫ ডজন চামচ ফেরত আসল। এগুলো ফরমায়েশ মত ছিল না। ক্রেডিট নোট নং ৭০।
ক) মি: মনসুরের জুলাই ১ তারিখের লেনদেন দিয়ে একটি ক্রেডিট নোট তৈরি কর।
খ) জুলাই ৫, ১০ এবং ২৫ তারিখের লেনদেন দিয়ে একটি উপযু্র্ক্ত হিসাবের প্রাথমিক বই তৈরি কর।
গ) প্রস্ততকৃত হিসাবের বই থেকে খতিয়ান তৈরি কর।
অধ্যায়: জাবেদা ও নগদান বই
সমস্যা:
২০১১ সালের ১ জানুয়ারি সেতু বন্ধন কোং-এর মালিক নগদ ১,৫০,০০০.০০ টাকা মূলধন নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। উক্ত প্রতিষ্ঠানে জানুয়ারি মাসে সংঘটিত লেনদেনগুলির কয়েকটি ছিল নিম্নরূপ:
২০১১ খ্রি:
জানু ০২: ২০,০০০.০০ টাকা জমা দিয়ে ব্যাংকে একটি হিসাব খোলা হল।
জানু ০৫: মিতা ট্রেডার্স এর নিকট থেকে পণ্য ক্রয় ২৫,০০০.০০ টাকা।
জানু ১০: মিতু ট্রেডার্স এর নিকট পণ্য বিক্রয় করে নগদে ৫,০০০.০০ টাকা এবং ২৫,০০০.০০ টাকার চেক পাওয়া গেল।
জানু ২০: মিতু ট্রেডার্স এর চেকটি ব্যাংকে জমা দেয়া হল।
জানু ২৫: ধারে বিক্রয় বাবদ পাওনা ১,০০০.০০ টাকা অনাদায়ী পাওনা হিসাবে গণ্য করতে হবে।
জানু ৩০: অফিস ভাড়া বাবদ ১২,০০০.০০ টাকার একটি চেক কাটা হল।
ক) উপর্যুক্ত লেনদেনগুলোর মধ্যে যেগুলি নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না সেগুলির জাবেদা দাখিলা দেখাও।
খ) উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে সেতু বন্ধন কোং- এর জন্য একটি একঘরা নগদান বই তৈরি কর।
গ) উপর্যুক্ত তথ্যের আলোকে সেতু বন্ধন কোং-এর জন্য একটি দু’ঘরা নগদান বই তৈরি কর।
সমস্যা:
২০১১ সালের ১ জানুয়ারি সেতু বন্ধন কোং-এর মালিক নগদ ১,৫০,০০০.০০ টাকা মূলধন নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। উক্ত প্রতিষ্ঠানে জানুয়ারি মাসে সংঘটিত লেনদেনগুলির কয়েকটি ছিল নিম্নরূপ:
২০১১ খ্রি:
জানু ০২: ২০,০০০.০০ টাকা জমা দিয়ে ব্যাংকে একটি হিসাব খোলা হল।
জানু ০৫: মিতা ট্রেডার্স এর নিকট থেকে পণ্য ক্রয় ২৫,০০০.০০ টাকা।
জানু ১০: মিতু ট্রেডার্স এর নিকট পণ্য বিক্রয় করে নগদে ৫,০০০.০০ টাকা এবং ২৫,০০০.০০ টাকার চেক পাওয়া গেল।
জানু ২০: মিতু ট্রেডার্স এর চেকটি ব্যাংকে জমা দেয়া হল।
জানু ২৫: ধারে বিক্রয় বাবদ পাওনা ১,০০০.০০ টাকা অনাদায়ী পাওনা হিসাবে গণ্য করতে হবে।
জানু ৩০: অফিস ভাড়া বাবদ ১২,০০০.০০ টাকার একটি চেক কাটা হল।
ক) উপর্যুক্ত লেনদেনগুলোর মধ্যে যেগুলি নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না সেগুলির জাবেদা দাখিলা দেখাও।
খ) উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে সেতু বন্ধন কোং- এর জন্য একটি একঘরা নগদান বই তৈরি কর।
গ) উপর্যুক্ত তথ্যের আলোকে সেতু বন্ধন কোং-এর জন্য একটি দু’ঘরা নগদান বই তৈরি কর।
অধ্যায়: জাবেদা ও নগদান বই
সমস্যা:
মেসার্স অনিলা ট্রেডার্স-এর ২০১১ সালের জানুয়ারি মাসে সংঘটিত লেনদেনসমূহ নিম্নরূপঃ
২০১১খ্রি:
জানু-০১: হাতে নগদ ৮০,০০০.০০ টাকা এবং ব্যাংক জামাতিরিক্ত ৫,০০০.০০ টাকা।
জানু-০৫: সাজুর নিকট থেকে ৫% কারবারি বাট্টায় নগদে পণ্য ক্রয় ১০,০০০.০০ টাকা।
জানু-০৭: সানুর নিকট থেকে চেকে পণ্য ক্রয়- ৫,০০০.০০ টাকা
জানু-১২: মনিরের নিকট পণ্য বিক্রয় ২০,০০০.০০ টাকা করে ৫,০০০.০০ টাকা নগদে পাওয়া গেল।
জানু-১৮: মালিকের ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন ২,০০০.০০ টাকা।
জানু-২০: মনিরের নিকট হতে ১৫,০০০.০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে নগদে ১২,০০০.০০ টাকা এবং চেকে ২,৮৫০.০০ টাকা পাওয়া গেল।
জানু-২৫: মাছুমের নিকট পণ্য বিক্রয় করে ২০, ০০০.০০ টাকার একটি চেক পাওয়া গেল। চেকটি ঐদিনই ব্যাংকে জমা দেওয়া হল।
জানু-৩০: মামুন দেনা পরিশোধ না করে নিঃস্ব অবস্থায় মারা গেল।
জানু-৩১: ব্যাংক সুদ মঞ্জুর করল ২৫০.০০ টাকা এবং চার্জ কর্তন করল ১৫০.০০ টাকা।
ক) ২০১১ সালে জানুয়ারি মাসের ২০ ও ৩০ তারিখের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও।
খ) উপর্যুক্ত লেনদেনগুলোর ভিত্তিতে মেসার্স অনিলা ট্রেডার্স-এর একঘরা নগদান বই প্রস্তুত কর।
গ) উপর্যুক্ত তথ্যের আলোকে মেসার্স অনিলা ট্রেডার্স-এর জন্য উপযু্ক্ত ঘরবিশিষ্ট নগদান বই প্রস্ত্তত কর।
সমস্যা:
মেসার্স অনিলা ট্রেডার্স-এর ২০১১ সালের জানুয়ারি মাসে সংঘটিত লেনদেনসমূহ নিম্নরূপঃ
২০১১খ্রি:
জানু-০১: হাতে নগদ ৮০,০০০.০০ টাকা এবং ব্যাংক জামাতিরিক্ত ৫,০০০.০০ টাকা।
জানু-০৫: সাজুর নিকট থেকে ৫% কারবারি বাট্টায় নগদে পণ্য ক্রয় ১০,০০০.০০ টাকা।
জানু-০৭: সানুর নিকট থেকে চেকে পণ্য ক্রয়- ৫,০০০.০০ টাকা
জানু-১২: মনিরের নিকট পণ্য বিক্রয় ২০,০০০.০০ টাকা করে ৫,০০০.০০ টাকা নগদে পাওয়া গেল।
জানু-১৮: মালিকের ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন ২,০০০.০০ টাকা।
জানু-২০: মনিরের নিকট হতে ১৫,০০০.০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে নগদে ১২,০০০.০০ টাকা এবং চেকে ২,৮৫০.০০ টাকা পাওয়া গেল।
জানু-২৫: মাছুমের নিকট পণ্য বিক্রয় করে ২০, ০০০.০০ টাকার একটি চেক পাওয়া গেল। চেকটি ঐদিনই ব্যাংকে জমা দেওয়া হল।
জানু-৩০: মামুন দেনা পরিশোধ না করে নিঃস্ব অবস্থায় মারা গেল।
জানু-৩১: ব্যাংক সুদ মঞ্জুর করল ২৫০.০০ টাকা এবং চার্জ কর্তন করল ১৫০.০০ টাকা।
ক) ২০১১ সালে জানুয়ারি মাসের ২০ ও ৩০ তারিখের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও।
খ) উপর্যুক্ত লেনদেনগুলোর ভিত্তিতে মেসার্স অনিলা ট্রেডার্স-এর একঘরা নগদান বই প্রস্তুত কর।
গ) উপর্যুক্ত তথ্যের আলোকে মেসার্স অনিলা ট্রেডার্স-এর জন্য উপযু্ক্ত ঘরবিশিষ্ট নগদান বই প্রস্ত্তত কর।