Thursday, June 30, 2011

মাধ্যমিক হিসাববিজ্ঞান: সৃজনশীল প্রশ্ন


# নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মাধ্যমিক হিসাববিজ্ঞান বিষয়ের সৃজনশীল প্রশ্নের নমুনা:
 
ক - বিভাগ 
(দশম অধ্যায়: চূড়ান্ত হিসাব)

সমস্যা:-০১
ফাহিম ট্রেডার্স
রেওয়ামিল
৩১ ডিসেম্বর ২০০৯
ক্রম
হিসাবের নাম
খ:পৃ:
ডেবিট টাকা
ক্রেডিট টাকা
0.
মজুত পণ্য

   32,000.00

0.
ক্রয়

  1,13,000.00

0.
বিক্রয়


 1,58,000.00
0.
আন্ত: ফেরত

     2,000.00

0.
বহি: ফেরত


      4,500.00
0.
বিক্রয়ের উপর বাট্টা

     1,000.00

0.
ক্রয়ের উপর বাট্টা


        500.00
0.
বেতন

   10,000.00

0.
অফিস খরচ

     5,000.00

১০.
শিক্ষানবিশ সেলামি


     1,000.00
১১.
বাট্টা প্রদান ও গ্রহণ

     2,000.00
     1,000.00



 165,000.00
 165,000.00

অন্যান্য তথ্যাদি:
১.    অলিখিত বিক্রয় ৫,০০০.০০ টাকা হিসাবভুক্ত হয়নি।
২.   বেতন বাবদ ২,০০০.০০ টাকা বকেয়া আছে।
৩.   শিক্ষানবিশ সেলামি ২ বছরের জন্য প্রযোজ্য।
৪.   বিবিধ দেনাদারের পরিমাণ ২৫,০০০.০০ টাকা যার মধ্যে ২,০০০.০০ টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট দেনাদারের ৫% অনাদায়ী দেনা সঞ্চিতি ও ২% বাট্টা সঞ্চিতি হিসাবভুক্ত করতে হবে।
৫.   সমাপনী মজুদ পণ্য ১৫,০০০.০০ টাকা।

ক.   ফাহিম ট্রেডার্সের প্রকৃত বিক্রয়ের পরিমাণ নির্ণয় কর।                                                                        
খ.   উপরোক্ত তথ্যাদির আলোকে ফাহিম ট্রেডার্সের মোট লাভ বা ক্ষতি নির্ণয় কর।                                           
গ.   ফাহিম ট্রেডার্সের ২০০৯ সালের লাভ-ক্ষতি হিসাব প্রস্তুত করে প্রকৃত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় কর।             

সমস্যা:-০২
জনাব নূরউদ্দিন এর ব্যবসায়ের ২০০৯ সালের ৩১ ডিসেম্বর তারিখের খতিয়ান উদ্বৃত্তগুলো দেওয়া হল:

টাকা
মূলধন
  3,40,000.00
লাভ-ক্ষতি হিসাবের ডেবিট জের
    40,000.00
বকেয়া বেতন
     6,000.00
স্থায়ী সম্পত্তি
  1,40,000.00
দেনাদার
   70,000.00
নগদ তহবিল
   50,000.00
অগ্রিম বীমা সেলামি
     2,000.00
বিনিয়োগ
    49,000.00
পাওনাদার
   50,000.00
ব্যাংক জমার উদ্বৃত্ত
    45,000.00

সমন্বয়:
১.    সমাপনী মজুদ পণ্যের মূল্য ১২,৪০০.০০ টাকা।
২.   স্থায়ী সম্পত্তির উপর ৫% অবচয় ধরতে হবে।
৩.   দেনাদারের উপর ৫% কু ঋণ সঞ্চিতির ব্যবস্থা করতে হবে।
৪.   বাকীতে পণ্য ক্রয় ২,০০০.০০ টাকা ক্রয় বইতে লেখা হয় নি।

ক.   জনাব নূর উদ্দিনের পাওনাদারের পরিমাণ নির্ণয় কর।                                                                        
খ.   উপর্যুক্ত খতিয়ান উদ্বৃত্তগুলো দিয়ে জনাব নূরউদ্দিনের একটি রেওয়ামিল প্রস্তুত কর।                                     
গ.   উপর্যুক্ত তথ্য ও সমন্বয়ের আলোকে ৩১ ডিসেম্বর ২০০৯ তারিখের একটি উদ্বৃত্তপত্র প্রস্তুত কর।                        

সমস্যা:-০৩
খান এন্টারপ্রাইজের ২০০৯ সালের ৩১ ডিসেম্বর তারিখের তথ্যগুলো নিম্নরূপ:

টাকা
মূলধন
  ২,০0,000.00
উত্তোলন
২৫,০০০.০০
বেতন
     6,000.00
মনিহারি
  ,00.00
বীমা
   ,00.00
বিবিধ দেনাদার
   ২৭,০০0.00
হাতে নগদ
     ১৮,00.00
কমিশন প্রাপ্তি
    00.00
পাওনাদার
   ২১,000.00
প্রাপ্য বিল
২২,০০০.০০
প্রদেয় বিল
৮,০০০.০০
স্থায়ী সম্পত্তি
১,৪০,০০০.০০

অন্যান্য বিষয়:
১.    সমাপনী মজুদ পণ্যের মূল্য ৫০,০০০.০০ টাকা।
২.   বেতন ১,০০০.০০ টাকা বকেয়া আছে।
৩.   বীমা ৩১ মার্চ ২০১০ পর্যন্ত এক বছরের জন্য প্রযোজ্য।  
৪.   স্থায়ী সম্পত্তির অবচয় ৭.৫%।
৫.   মোট লাভ ৫০,০০০.০০ টাকা।

ক.   খান এন্টারপ্রাইজের রেওয়ামিলটি প্রস্তুত কর।                                                                                  
খ.   খান এন্টারপ্রাইজের প্রস্তুতকৃত রেওয়ামিল ও অন্যান্য তথ্যাদি অবলম্বনে নীট লাভ বা ক্ষতি নির্ণয় কর।               
গ.   সমন্বিত বিষয় ও প্রস্তুতকৃত রেওয়ামিলে আলোকে ৩১ ডিসেম্বর ২০০৯ তারিখে খান এন্টারপ্রাইজের সম্পদ ও দায়ের পরিমাণ নিরূপন কর।                                                                                                              

সমস্যা :-০৪
নওশিন ট্রেডার্স
রেওয়ামিল
১ ডিসেম্বর ২০০
ক্রম
হিসাবের নাম
খ:পৃ:
ডেবিট টাকা
ক্রেডিট টাকা
0.
প্রারম্ভিক মজুত পণ্য

৫০,০০০.০০

0.
মূলধন


১,০০,০০০.০০
0.
ক্রয়

৮০,০০০.০০

0.
বিক্রয়


১,০০,০০০.০০
0.
প্রাপ্ত কমিশন


১০,০০০.০০
0.
বেতন

২০,০০০.০০

0.
ভাড়া

১২,০০০.০০

0.
কুঋণ

৩,০০০.০০

0.
যন্ত্রপাতি(০১-০১-২০০৯)

৬০,০০০.০০

১০.
বিবিধ দেনাদার

৩৫,০০০.০০

১১.
বিবিধ পাওনাদার


৪০,০০০.০০
১২.
বন্ধকী ঋণ


১০,০০০.০০



২,৬০,০০০.০০
২,৬০,০০০.০০

সমন্বয়সমূহ:
১.    সমাপনী মজুদ পণ্য ৮০,০০০.০০ টাকা।
২.   বকেয়া বেতন ২,০০০.০০ টাকা।
৩.   অগ্রিম ভাড়া ২০০.০০ টাকা।
৪.   ১০,০০০.০০ টাকার যন্ত্রপাতি ০১-০৭-২০০৯ তারিখে ক্রয়কৃত।

ক.   স্থায়ী সম্পত্তির উপর ৫% হারে অবচয় নির্ণয় কর।                                                                          
খ.   উপর্যুক্ত রেওয়ামিল ও সমন্বয়ের আলোকে নওশিন ট্রেডার্সের ক্রয়-বিক্রয় হিসাবটি প্রস্তুত কর।                      
গ.   ২০০৯ সালের জন্য নওশিন ট্রেডার্সের নীট লাভ বা ক্ষতি নিরূপন কর।                                                     

সমস্যা:-০৫
রহমান ব্রাদার্স
রেওয়ামিল
০ জুন ২০
ক্রম
হিসাবের নাম
খ:পৃ:
ডেবিট টাকা
ক্রেডিট টাকা
.
প্রারম্ভিক মজুত পণ্য (০১-০৭-২০০৯)

২০,০০০.০০

.
পণ্য ক্রয় ও বিক্রয়

  1,৫০,000.00
১,৮০,০০০.০০
.
পণ্য ফেরত

২,৫০০.০০
,000.00
.
কারবারি বাট্টা

     ,00.00
২,০০০.০০
.
ক্রয় পরিবহন

৫,০০০.০০
      
.
দেনাদার ও পাওনাদার

৪০,০০০.০০
৫৪,০০০.০০
.
উত্তোলন ও মূলধন

৬০,০০০.০০
২,০০,০০০.০০
.
বীমা সেলামি

১,৫০০.০০

.
১০% বিনিয়োগ (০১-০৭-২০০৯)

২০,০০০.০০

১০.
সুনাম

৫০,০০০.০০

১১.
যন্ত্রপাতি

৮৮,৫০০.০০




 ৪,৪২,০০0.00
 ৪,৪২,000.00

অন্যান্য তথ্যাদি:
১.    সমাপনী মজুদ পণ্য ৪০,০০০.০০ টাকা।
২.   বীমা সেলামি ৪ মাসের জন্য পরিশোধ করা হয়েছে।
৩.   যন্ত্রপাতির উপর ৫% অবচয় ধার্য কর।
৪.   সুনামের একদশমাংশ অবলোপন করতে হবে।
৫.   বাকিতে পণ্য বিক্রয় ১০,০০০.০০ টাকা বিক্রয় বইতে লেখা হয়নি।

ক.   রহমান ব্রাদার্সের নীট বিক্রয়ের পরিমাণ নির্ণয় কর।                                                                    
খ.   উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে রহমান ব্রাদার্সের মোট লাভ বা ক্ষতি নিরূপণ কর।                                        
গ.   উপর্যুক্ত তথ্যের আলোকে ৩০ জুন ২০১০ তারিখে সমাপ্ত বছরের জন্য একটি লাভ-ক্ষতি হিসাব প্রস্তুত কর।    

সমস্যা:-০6
সুমন ব্রাদার্স
রেওয়ামিল
০ জুন ২০১১ খ্রি:
ক্রম
হিসাবের নাম
খ:পৃ:
ডেবিট টাকা
ক্রেডিট টাকা
.
মূলধন(০১-০৭-২০১০খ্রি)


৭০,০০০.০০
.
উত্তোলন

  ,000.00

.
সমাপনী মজুদ পণ্য

৪১,৯০০.০০

.
হাতে নগদ

১০,০০০.০০

.
বেতন

৪,০০০.০০
      
.
বহি: পরিবহন

১,০০০.০০

.
ভাড়া

১,১০০.০০

.
কমিশন

৩০০.০০

.
বীমা সেলামি

২,৪০০.০০

১০.
বাট্টা

৫০০.০০

১১.
সুনাম

২০,০০০.০০

১২.
ক্রয় বিক্রয় হিসাবের উদ্বৃত্ত(মোট লাভ)


২০,০০০.০০
১৩.
সাধারণ সঞ্চিতি


২০,০০০.০০
১৪.‌
আসবাবপত্র

১৫,০০০.০০

১৫.
যন্ত্রপাতি

১০,০০০.০০




 ১,১১,২০0.00
 ১,১১,২00.00

অন্যান্য তথ্যাদি:
১.    ভাড়া ২ মাসের বকেয়া আছে।
২.   বীমা সেলামি ৩১ আগষ্ট ২০১১ পর্যন্ত এক বছরের জন্য দেওয়া হয়েছে।
৩.   সুনামের এক দশমাংশ অবলোপন কর এবং অন্যান্য স্থায়ী সম্পত্তির ৫% অবচয় ধার্য কর।

ক.   ১ নম্বর সমন্বয়ের জাবেদা দাখিলা দাও।                                                                                   
খ.   উপর্যুক্ত তথ্যের আলোকে সুমন ব্রাদার্সের নীট লাভ বা ক্ষতি নিরূপণ কর।                                          
গ.   ৩০ জুন, ২০১১ তারিখের একটি উদ্বৃত্তপত্র তৈরি কর।                                                                    

সমস্যা :-০৭
মি: ইব্রাহিমের রেওয়ামিলটি নিচে দেয়া হল:
মি: ইব্রাহিম
রেওয়ামিল
১ ডিসেম্বর, ২০১০ খ্রি:
ক্রম
হিসাবের নাম
খ:পৃ:
ডেবিট টাকা
ক্রেডিট টাকা
.
প্রারিম্ভক মজুদ পণ্য

৫,০০০.০০

.
ক্রয় ও বিক্রয়

  ৮০,000.00
১,০০,৫০০.০০
.
ক্রয় ফেরত


১,০০০.০০
.
আন্ত: পরিবহন

২,০০০.০০

.
বিজ্ঞাপন

১২,০০০.০০
      
.
প্রাপ্ত ভাড়া


১১,০০০.০০
.
বিনিয়োগের সুদ


১,৫০০.০০
.
বিবিধ দেনাদার

৩০০.০০

.
৫% বিনিয়োগ

২,৪০০.০০

১০.
উত্তোলন ও মূলধন

৫,০০০.০০
১,০০,০০০.০০



 ২,১৪,০০0.00
 ২,১৪,০00.00

অন্যান্য তথ্যাদি:
১.    সমাপনি মজুদ পণ্যের মূল্য ২৫,০০০.০০ টাকা।  
২.   বিজ্ঞাপন ৪ বছরের জন্য প্রযোজ্য।  
৩.   বিবিধ দেনাদার ২,০০০.০০ টাকা আদায়যোগ্য নয় এবং অবশিষ্ট দেনাদারের উপর ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যবস্থা রাখতে হবে।

ক.   মি: ইব্রাহিমের নীট দেনাদারের পরিমাণ কত?                                                                         
খ.   উপর্যুক্ত তথ্যের আলোকে মি: ইব্রাহিমের মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় কর।                            
গ.   উপর্যুক্ত তথ্যের আলোকে মি: ইব্রাহিমের নিট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় কর।                                
 

খ-বিভাগ
[ দশম অধ্যায় ব্যতীত অন্যান্য অধ্যায়]
সমস্যা-০১:
মেসার্স রহিম এন্ড ব্রাদার্স একটি পাইকারি ব্যবসায় প্রতিষ্ঠান, ২০১১ সালের মার্চ মাসে তাদের ব্যবসায়ের নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়:
২০১১ইং
মার্চ-০১

পাবনার জননী ট্রেডার্সের নিকট প্রতি কেজি ৬০.০০ টাকা দরে, ২০০ কেজি কাটারিভোগ চাল বিক্রয়। চালান নম্বর ১৭। কারবারি বাট্টা ১০%।
মার্চ-১০
খুলনার বিধি এন্টারপ্রাইজের নিকট প্রতি কুইন্টাল ৮০০.০০ টাকা দরে, ৮০ কুইন্টাল গম বিক্রয়। চালান নম্বর ১০। কারবারি বাট্টা ৫%।
মার্চ-২০
ফেনীর সাহা ট্রেডার্সের নিকট প্রতি কেজি ৯০.০০ টাকা দরে, ২৫০ কেজি মশুরের ডাল বিক্রয়। কুলির মজুরি ১৫০.০০ টাকা, কারবারি বাট্টা ৭.৫%। চালান নম্বর ১১২।
ক.  ১ মার্চ, ২০১১ তারিখের লেনদেনটির জন্য একটি চালান প্রস্তুত কর।                                                       
খ.  উপর্যক্ত লেনদেনগুলো নিয়ে মেসার্স রহিম এন্ড ব্রাদার্সের বিক্রয় বই প্রস্তুত কর।                                          
গ.  মেসার্স রহিম এন্ড ব্রাদার্সের বিক্রয় বইয়ের লেনদেনগুলো সংশ্লিষ্ট খতিয়ান হিসাবে স্থানান্তর কর।                     

সমস্যা-০২:
জনাব কামাল ২০১১ সালের ১ জানুয়ারি ৫০,০০০.০০ টাকা নগদ, ২৫,০০০.০০ টাকার আসবাবপত্র ও ২০,০০০.০০ টাকা ঋণ নিয়ে  ব্যবসায় আরম্ভ করেন:
২০১১ইং
জানু-০১

ধারে পণ্য ক্রয় করেন ১২,০০০.০০ টাকা।
জানু-০৭
বাকিতে বিক্রয় ২০,০০০.০০ টাকা।
জানু-১০
পণ্য বিক্রয় করে ৫,০০০.০০ টাকার একটি চেক পাওয়া গেল।
জানু-১২
ক্রয়কৃত পণ্য ফেরত ১,০০০.০০ টাকা।
জানু-২০
১০,০০০.০০ টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হল।
জানু-২২
আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হল ৫০০.০০ টাকা।
জানু-২৫
বিক্রয়কৃত পণ্য ফেরত পাওয়া গেল ৫০০.০০ টাকা।
জানু-২৮
পৌরকর পরিশোধ করা হল ১২,০০০.০০ টাকা।
জানু-৩০
কর্মচারীদের বেতন প্রদান করেন ৬,০০০.০০ টাকা।
ক.  জনাব কামালের মূলধন নির্ণয় কর।                                                                                                      
খ.  জনাব কামালের দেনাদার ও পাওনাদারের পরিমাণ নির্ণয় কর।                                                            
গ.  জানুয়ারি মাসের শেষে জনাব কমালের হাতে নগদ টাকার পরিমাণ নির্ণয় কর।